Ajker Patrika

হামলার আতঙ্ক ও বিধিনিষেধের মধ্যে ইউক্রেনে স্বাধীনতা দিবস

আপডেট : ২৪ আগস্ট ২০২২, ১৫: ৫৪
হামলার আতঙ্ক ও বিধিনিষেধের মধ্যে ইউক্রেনে স্বাধীনতা দিবস

১৯৯১ সালের ২৪ আগস্ট সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীন রাষ্ট্র হিসেবে বেরিয়ে আসে ইউক্রেন। সে হিসাবে আজ বুধবার (২৪ আগস্ট) দেশটির স্বাধীনতার ৩১ বছর পূর্ণ হলো। এই দিনটি কাকতালীয়ভাবে রাশিয়ার ইউক্রেন হামলার ছয় মাস পূর্ণ হওয়ার দিন। হামলার ছয় মাস পূর্ণ হওয়ার সময়ও আক্রমণের হুমকিতে আছে দেশটি। ফলে আতঙ্ক ও বিধিনিষেধের কারণে স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনেকটাই ম্লান হয়ে গেছে।

ইউক্রেন সরকারের পক্ষ থেকে স্বাধীনতা দিবসে যুদ্ধে ক্ষতিগ্রস্ত ও অকেজো হয়ে যাওয়া রুশ ট্যাংক কিয়েভের রাস্তায় রেখে প্রদর্শনী করা হচ্ছে। এই প্রদর্শনী দেখতে আসছেন অনেকে। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, জলে, স্থলে ও আকাশপথে রাশিয়ার হামলার আশঙ্কায় রাজধানী কিয়েভে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। পূর্বাঞ্চলীয় খারকিভে কারফিউ জারি রয়েছে। রাশিয়ার যেকোনো হামলার জন্য নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রাশিয়ার আক্রমণ ইউক্রেনের জাতীয় চেতনাকে পুনরুজ্জীবিত করেছে বলে জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। দেশবাসীর উদ্দেশে একটি আবেগপূর্ণ বক্তৃতায় জেলেনস্কি বলেন, ‘২৪ ফেব্রুয়ারি ভোর ৪টায় পৃথিবীতে একটি নতুন জাতির আবির্ভাব হয়েছে। এর জন্ম হয়নি, বরং পুনর্জন্ম হয়েছে। এমন একটি জাতি যারা কাঁদেনি, চিৎকার করেনি বা ভয় পায়নি। পালায়নি, হাল ছেড়ে দেয়নি এবং ভুলে যায়নি।’

আতঙ্ক ও বিধিনিষেধের কারণে ইউক্রেনে স্বাধীনতা দিবস উদ্‌যাপন অনেকটাই ম্লান হয়ে গেছেএর আগে মঙ্গলবার ৬০টি দেশের প্রতিনিধি ও আন্তর্জাতিক সংস্থার সদস্যদের নিয়ে ক্রিমিয়াবিষয়ক একটি ভার্চুয়াল সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা দিয়েছেন, যে কোনো মূল্যে পুরো উপদ্বীপ থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করা হবে।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে এ পর্যন্ত কয়েক হাজার বেসামরিক মানুষ নিহত হয়েছেন। ইউক্রেনের প্রায় দেড় কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু শহর।

এদিকে ইউক্রেনের স্বাধীনতা আর রাশিয়ার হামলার ছয় মাসের দিনে বুধবার কিয়েভের জন্য সবচেয়ে বড় সামরিক সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তারা আভাস দিয়েছেন, প্রায় ৩০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ওয়াশিংটন, যা ইউক্রেনকে দীর্ঘমেয়াদি প্রতিরক্ষায় সহায়তা করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

শর্তের জালে মার্কিন চাপ

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত