এশিয়া মহাদেশের অধিবাসীদের কম মানবিক বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান অ্যালেক্সেই দানিলভ। তিনি বলেছেন, রুশরা এশীয় এবং এশীয়দের মধ্যে মানবিকতার অভাব রয়েছে। বিপরীতে ইউক্রেনীয়দের মধ্যে মানবিকতার অভাব নেই। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অ্যালেক্সেই দানিলভ বলেন, ‘এশীয়দের নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু রুশরা এশিয়ান। তাদের সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গি রয়েছে। তাদের সঙ্গে আমাদের মূল পার্থক্য হলো মানবতা।’
অ্যালেক্সেই দানিলভের পাশাপাশি অন্য শীর্ষস্থানীয় ইউক্রেনীয় কর্মকর্তারা রুশদের নিয়ে অতীতেও একাধিকবার এমন বিদ্বেষী মন্তব্য করেছেন। দানিলভ এর আগেও একাধিকবার বলেছেন, তিনি রুশদের বিশ্বের যে প্রান্তেই পাবেন, সেখানেই তাদের হত্যার করার ঘোষণা দিয়েছিলেন।
এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদোলিয়াকও একাধিকবার রুশদের নিয়ে বিদ্বেষী মন্তব্য করেছেন। পদোলিয়াক বারবার দাবি করেছেন, সব ইউক্রেনীয়ই সর্বজনীনভাবে রুশদের ঘৃণা করে। সেই সঙ্গে তিনি প্রতিদিন রুশদের হত্যা করারও আহ্বান জানিয়েছিলেন।
একইভাবে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিল বুদানভও বারবার রুশদের নিয়ে একাধিক উগ্র মন্তব্য করেছেন।
রাশিয়ার আগ্রাসনের পর দেড় বছরের বেশি সময়ে ইউক্রেনের ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধে আহত হয়েছে আরও অন্তত ১৫ হাজারেরও বেশি। ইউক্রেন সরকারের তথ্য উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরুর পর নিহত সহস্রাধিক মানুষের মধ্যে প্রায় ৫০০ শিশু আছে।
এশিয়া মহাদেশের অধিবাসীদের কম মানবিক বলে আখ্যা দিয়েছেন ইউক্রেনের ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ডিফেন্স কাউন্সিলের প্রধান অ্যালেক্সেই দানিলভ। তিনি বলেছেন, রুশরা এশীয় এবং এশীয়দের মধ্যে মানবিকতার অভাব রয়েছে। বিপরীতে ইউক্রেনীয়দের মধ্যে মানবিকতার অভাব নেই। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ইউক্রেনের রাষ্ট্রায়ত্ত একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে অ্যালেক্সেই দানিলভ বলেন, ‘এশীয়দের নিয়ে আমার কোনো সমস্যা নেই, কিন্তু রুশরা এশিয়ান। তাদের সম্পূর্ণ ভিন্ন সংস্কৃতি ও দৃষ্টিভঙ্গি রয়েছে। তাদের সঙ্গে আমাদের মূল পার্থক্য হলো মানবতা।’
অ্যালেক্সেই দানিলভের পাশাপাশি অন্য শীর্ষস্থানীয় ইউক্রেনীয় কর্মকর্তারা রুশদের নিয়ে অতীতেও একাধিকবার এমন বিদ্বেষী মন্তব্য করেছেন। দানিলভ এর আগেও একাধিকবার বলেছেন, তিনি রুশদের বিশ্বের যে প্রান্তেই পাবেন, সেখানেই তাদের হত্যার করার ঘোষণা দিয়েছিলেন।
এ ছাড়া ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদোলিয়াকও একাধিকবার রুশদের নিয়ে বিদ্বেষী মন্তব্য করেছেন। পদোলিয়াক বারবার দাবি করেছেন, সব ইউক্রেনীয়ই সর্বজনীনভাবে রুশদের ঘৃণা করে। সেই সঙ্গে তিনি প্রতিদিন রুশদের হত্যা করারও আহ্বান জানিয়েছিলেন।
একইভাবে ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিল বুদানভও বারবার রুশদের নিয়ে একাধিক উগ্র মন্তব্য করেছেন।
রাশিয়ার আগ্রাসনের পর দেড় বছরের বেশি সময়ে ইউক্রেনের ১০ হাজার ৭৪৯ জন বেসামরিক মানুষ নিহত হয়েছে। এই যুদ্ধে আহত হয়েছে আরও অন্তত ১৫ হাজারেরও বেশি। ইউক্রেন সরকারের তথ্য উদ্ধৃত করে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন বলছে, গত বছরের ফেব্রুয়ারিতে এই যুদ্ধ শুরুর পর নিহত সহস্রাধিক মানুষের মধ্যে প্রায় ৫০০ শিশু আছে।
২০১৩ সালে, ৩৪ বছর বয়সে থর পেডারসেন এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নেন। সিদ্ধান্তটি শুধু ব্যতিক্রম নয়, এক কঠিন সংকল্পও বটে। কারণ তিনি কোনো উড়োজাহাজে না চড়েই পৃথিবীর প্রতিটি দেশ ঘুরে দেখার পণ করেন। প্রায় এক দশকের ব্যবধানে এভাবেই পৃথিবীর ২০৩টি দেশ ঘুরে ফেলেছেন পেডারসেন।
১ ঘণ্টা আগেপেরুর আদি জাতি কুকামা সম্প্রদায়ের কাছে মারানিওন নদী শুধু পানির উৎস নয়, বরং এক পবিত্র আত্মিক সত্তা। প্রায় ৯০০ মাইল বা ১ হাজার ৪৫০ কিলোমিটার দীর্ঘ এই নদী আন্দিজ পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে আমাজনে মিশেছে। কিন্তু গত কয়েক দশক ধরে এটি মারাত্মকভাবে তেল দূষণের শিকার হয়েছে।
১ ঘণ্টা আগেচকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
৩ ঘণ্টা আগে