দক্ষিণ ইউরোপের তিন দেশে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গ্রিস, বুলগেরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে এই বন্যার ঘটনা ঘটেছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বন্যায় মারা যাওয়ার মধ্যে তুরস্কের আটজন, গ্রিসের একজন এবং দুজন বুলগেরিয়ার।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, বুলগেরিয়ার সীমান্তবর্তী কার্কলারেলি প্রদেশে বন্যার ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে দুজন পর্যটক রয়েছেন। তিনি বলেছেন, বুলগেরিয়ার উজান থেকে নেমে আসা স্রোতে সব মিলিয়ে ছয়জনকে ভাসিয়ে নিয়ে যায়। এদের মধ্যে ছয়জন এখনো নিখোঁজ। দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলও। শহরের রাস্তাঘাটের পাশাপাশি বাড়িঘরও ডুবে গেছে। প্রবল বন্যার কারণে শহরটিতে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয়। এ ছাড়া, বন্যার কারণে একটি লাইব্রেরির ভেতরে আটকে পড়া ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এর বাইরে শহরটির বেশ কয়েকটি সাবওয়ে স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে।
তুরস্কের সীমান্তবর্তী গ্রিসেও বন্যার কারণে একজনের মৃত্যু হয়েছে। দেশটির পার্বত্য অঞ্চল পিলিয়নের নিকটবর্তী ভলোস শহরে অন্তত একজনের মৃত্যু হয়েছে। শহরটির রাস্তাঘাট ডুবে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, শহরে একজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই দেনকভ জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগরের তীরবর্তী একটি এলাকায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া তিনজন বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন।
দক্ষিণ ইউরোপের তিন দেশে প্রবল বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গ্রিস, বুলগেরিয়া ও তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে এই বন্যার ঘটনা ঘটেছে। ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোরের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
বন্যায় মারা যাওয়ার মধ্যে তুরস্কের আটজন, গ্রিসের একজন এবং দুজন বুলগেরিয়ার।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েরলিকায়া জানিয়েছেন, বুলগেরিয়ার সীমান্তবর্তী কার্কলারেলি প্রদেশে বন্যার ঘটনায় ছয়জনের মৃত্যু হয়েছে। মারা যাওয়াদের মধ্যে দুজন পর্যটক রয়েছেন। তিনি বলেছেন, বুলগেরিয়ার উজান থেকে নেমে আসা স্রোতে সব মিলিয়ে ছয়জনকে ভাসিয়ে নিয়ে যায়। এদের মধ্যে ছয়জন এখনো নিখোঁজ। দুজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।
এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের সবচেয়ে বড় শহর ইস্তাম্বুলও। শহরের রাস্তাঘাটের পাশাপাশি বাড়িঘরও ডুবে গেছে। প্রবল বন্যার কারণে শহরটিতে দুজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নরের কার্যালয়। এ ছাড়া, বন্যার কারণে একটি লাইব্রেরির ভেতরে আটকে পড়া ১২ জনকে উদ্ধার করা হয়েছে। এর বাইরে শহরটির বেশ কয়েকটি সাবওয়ে স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে।
তুরস্কের সীমান্তবর্তী গ্রিসেও বন্যার কারণে একজনের মৃত্যু হয়েছে। দেশটির পার্বত্য অঞ্চল পিলিয়নের নিকটবর্তী ভলোস শহরে অন্তত একজনের মৃত্যু হয়েছে। শহরটির রাস্তাঘাট ডুবে যাওয়ায় সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। শহরের অগ্নিনির্বাপক বিভাগ জানিয়েছে, শহরে একজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
বুলগেরিয়ার প্রধানমন্ত্রী নিকোলাই দেনকভ জানিয়েছেন, দেশের দক্ষিণাঞ্চলের কৃষ্ণসাগরের তীরবর্তী একটি এলাকায় বন্যায় একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া তিনজন বন্যার পানিতে ভেসে গিয়ে নিখোঁজ রয়েছেন।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে