মারিউপোলে আরও ৭ শতাধিক ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি প্রায় ১ হাজার ইউক্রেনীয় সৈন্যকে বন্দী করে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে অন্তত ৯৫৯ জন ইউক্রেনীয় সৈন্যকে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে সরিয়ে নিয়েছে তারা। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কতজন সৈন্যকে মারিউপোল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, দেশটি রাশিয়াকে বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে। রাশিয়া এখনো সেই আহ্বানে সাড়া দেয়নি।
রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দী ইউক্রেনীয় সৈন্যদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী আচরণ করা হবে। তবে রাশিয়ার এক জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেছেন, কোনো ‘নাৎসি অপরাধীদের’ সঙ্গে বন্দিবিনিময় অনুষ্ঠিত হবে না। তাঁর এই মন্তব্য বন্দী ইউক্রেনীয় সৈন্যদের ভবিষ্যৎ আশঙ্কার মুখে ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
এদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৩০০ জন রুশ সৈন্যের মৃত্যু হয়েছে। তবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেসের এক মুখপাত্র ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন।
অপরদিকে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর জানিয়েছে, এই হতাহতের অধিকাংশই হয়েছে নির্বিচারে বোমা ও গুলিবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে।
মারিউপোল সম্পর্কিত পড়ুন:
মারিউপোলে আরও ৭ শতাধিক ইউক্রেনীয় সৈন্য আত্মসমর্পণ করেছে বলে দাবি করেছে রাশিয়া। দেশটির দাবি প্রায় ১ হাজার ইউক্রেনীয় সৈন্যকে বন্দী করে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে নেওয়া হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে অন্তত ৯৫৯ জন ইউক্রেনীয় সৈন্যকে রাশিয়া নিয়ন্ত্রিত অঞ্চলে সরিয়ে নিয়েছে তারা। বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি ঠিক কতজন সৈন্যকে মারিউপোল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, দেশটি রাশিয়াকে বন্দী বিনিময়ের আহ্বান জানিয়েছে। রাশিয়া এখনো সেই আহ্বানে সাড়া দেয়নি।
রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দী ইউক্রেনীয় সৈন্যদের আন্তর্জাতিক নিয়মানুযায়ী আচরণ করা হবে। তবে রাশিয়ার এক জ্যেষ্ঠ রাজনীতিবিদ বলেছেন, কোনো ‘নাৎসি অপরাধীদের’ সঙ্গে বন্দিবিনিময় অনুষ্ঠিত হবে না। তাঁর এই মন্তব্য বন্দী ইউক্রেনীয় সৈন্যদের ভবিষ্যৎ আশঙ্কার মুখে ফেলতে পারে বলে ধারণা বিশ্লেষকদের।
এদিকে, ইউক্রেনীয় কর্তৃপক্ষের দাবি যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ২৮ হাজার ৩০০ জন রুশ সৈন্যের মৃত্যু হয়েছে। তবে কোনো পক্ষই বিষয়টি নিশ্চিত করতে পারেনি। ইউক্রেনের জেনারেল স্টাফ অব আর্মড ফোর্সেসের এক মুখপাত্র ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেছেন।
অপরদিকে, যুদ্ধ শুরুর পর এখন অবধি ইউক্রেনে অন্তত ৩ হাজার ৭৫২ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। আরও ৪ হাজার ৬২ জন বিভিন্ন মাত্রায় আহত হয়েছেন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ইউএনএইচসিআর এই তথ্য জানিয়েছে।
ইউএনএইচসিআর জানিয়েছে, এই হতাহতের অধিকাংশই হয়েছে নির্বিচারে বোমা ও গুলিবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র হামলার কারণে।
মারিউপোল সম্পর্কিত পড়ুন:
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৬ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে