Ajker Patrika

বেলারুশের মধ্যস্থতায় রাশিয়া ছাড়ছেন প্রিগোশিন 

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৯: ২১
বেলারুশের মধ্যস্থতায় রাশিয়া ছাড়ছেন প্রিগোশিন 

রাশিয়ার ভাড়াটে আধাসামরিক বাহিনী ওয়াগনার লড়াই থামিয়ে দিয়েছে। ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোশিন  রাশিয়া ছেড়ে বেলারুশে চলে যাচ্ছেন। সিএনএনের প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রিগোশিন ের বিরুদ্ধে সব অভিযোগ তুলে নেবে রাশিয়া। রক্তপাত এড়াতে এ সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর মধ্যস্থতায় এক চুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পেসকভ বলেন, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ওয়াগনারের যোদ্ধাদের চুক্তি হবে। এর ফলে গতকাল শনিবারের বিদ্রোহের কারণে তাঁদের কোনো সাজা হবে না। ওয়াগনার যোদ্ধাদের সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাঁদের প্রতি ক্রেমলিনের সব সময়ই শ্রদ্ধা রয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সম্মতিতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন প্রেসিডেন্ট লুকাশেঙ্কো। কারণ তিনি প্রায় ২০ বছর ধরে ব্যক্তিগতভাবে প্রিগোশিন কে চেনেন।

এর আগে, রুশ সামরিক নেতৃত্বকে উৎখাতের হুমকি দিয়েছিল তারা। তবে শেষ পর্যন্ত মস্কোতে পৌঁছানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে দলটি।

বাংলাদেশ সময় শনিবার রাত সাড়ে ১১টার পর বিবিসি জানায়, ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোশিন  তাঁর টেলিগ্রাম চ্যানেল থেকে একটি ভয়েস বার্তা দিয়েছেন। এই বার্তায় তিনি জানিয়েছেন, মস্কোর দিকে অগ্রসরমাণ তাঁর দলটি থেমে গেছে। রক্তপাত এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত