Ajker Patrika

২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

২০ হাজার আফগান শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর দেশটি থেকে পালিয়ে যাওয়া ২০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে রাজি হয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী কয়েক বছরে ২০ হাজারের মতো শরণার্থীকে আশ্রয় দেবে যুক্তরাজ্য। প্রথম বছরে এমন পাঁচ হাজার শরণার্থীকে যুক্তরাজ্যে আশ্রয় দেওয়া হবে যারা দেশটির হয়ে অনুবাদক বা অন্যান্য কাজ করেছেন।  আর শরণার্থীদের নেওয়ার ক্ষেত্রে নারী এবং শিশুদেরকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

তালেবান যোদ্ধারা আফগানিস্তানের নিয়ন্ত্রণ দখলের পর সেখানে অবস্থানরত মার্কিন নাগরিক ও আফগান সহযোগীদের নিয়ে এরই মধ্যে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্র। একাধিক দেশকে সাময়িক সময়ের জন্য কিছু লোককে আশ্রয় দেওয়ার অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশ এরই মধ্যে এ সংক্রান্ত মার্কিন অনুরোধ প্রত্যাখ্যান করেছে। তবে উগান্ডা জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের অনুরোধে ২ হাজার আফগানকে সাময়িক আশ্রয় দেবে। পূর্ব আফ্রিকার দেশটির অবশ্য বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকা থেকে পালিয়ে আসা মানুষদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বেশ সুনাম রয়েছে। এরই মধ্যে দেশটি প্রায় ১৪ লাখ শরণার্থী নিয়েছে। এর মধ্যে বেশির ভাগই দক্ষিণ সুদানের। এদিকে আলবানিয়া এবং কসভোও যুক্তরাষ্ট্রের অনুরোধে আফগানদের অস্থায়ী আশ্রয় দিতে রাজি হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ: ভাতা দ্বিগুণ হয়ে ১২০০, ঘণ্টায় সম্মানী ২৫০০ থেকে বেড়ে ৩৬০০ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত