Ajker Patrika

নকল শ্যাম্পেন বেচে কোটিপতি ফরাসি দম্পতি, অবশেষে ধরা

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪: ৪৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নকল শ্যাম্পেন বিক্রির অপরাধে কারাগারে পাঠানো হয়েছে ফরাসি এক ব্যক্তিকে। দিদিয়েখ শোপাঁ নামের ওই ব্যক্তি স্প্যানিশ ওয়াইনের সঙ্গে কার্বোনেটেড পানীয় মিশিয়ে সেটিকে শ্যাম্পেন হিসেবে বিক্রি করতেন বলে জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪।

সংবাদমাধ্যমটির খবরে বলা হয়েছে, আদালত তাকে কারাদণ্ডের পাশাপাশি আগামী পাঁচ বছর শ্যাম্পেন শিল্পে কাজ করতে নিষিদ্ধ করেছে। পাশাপাশি, ভবিষ্যতে কোনো ধরনের প্রতিষ্ঠান পরিচালনার অধিকারও তার নেই। ফ্রান্সের শ্যাম্পেন এলাকার সবচেয়ে বড় শহর রেমিসের একটি আদলত এই রায় দিয়েছে। শুধু শোপাঁ একা নয়, তার স্ত্রীও এই জালিয়াতির সঙ্গে জড়িত ছিল বলে জানা গেছে।

আদালত শোপাঁকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন। এর সঙ্গে আরও ৩০ মাসের স্থগিত দণ্ড দিয়েছেন। অর্থাৎ, নির্দিষ্ট শর্ত যদি সে পূরণ করতে পারে তাহলে আর এই ৩০ মাসের সাজা ভোগ করতে হবে না। তবে, যদি শর্ত পূরণ না হয় তাহলে এই দণ্ডাদেশ কার্যকর হবে। তার স্ত্রীকে একই ধরনের প্রতারণা ও ব্র্যান্ড নাম চুরির অভিযোগে দুই বছরের স্থগিত দণ্ড দেওয়া হয়েছে। অর্থাৎ, শর্ত পূরণ করতে না পারলে দুই বছরের সাজা ভোগ করতে হবে তাকে।

প্রসিকিউশন একে জঘন্য প্রতারণা বলে আখ্যায়িত করেছে। এই জালিয়াতি মাধ্যমে তারা কয়েক কোটি ইউরো আয় করেছে বলে ধারণা করা হচ্ছে। তাদের এই জালিয়াতির কারণে কৃষক, ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অপরাধীদের তাদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শোপাঁ এবং তার স্ত্রীকে এক লাখ ইউরো করে জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তাদের হোল্ডিং কোম্পানি ‘এসএএস শোপাঁ’-কে আত্মসাৎ এবং কোম্পানির সম্পদ অপব্যবহারের অভিযোগে তিন লাখ ইউরো জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত