Ajker Patrika

যুদ্ধের মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ 

আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৮: ০৬
যুদ্ধের মধ্যেই সৌদি যুবরাজের সঙ্গে পুতিনের ফোনালাপ 

ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল বৃহস্পতিবার এই ফোনালাপ হয় বলে জানিয়েছে ক্রেমলিন। 

এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয়, ফোনালাপে পুতিন বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহ ইস্যুতে রাজনীতিকরণের অগ্রহণযোগ্যতার ওপর জোর দেন। এ ছাড়া আলোচনায় পারস্পরিক স্বার্থসংশ্লিষ্টসহ অন্যান্য বিষয়ে রাশিয়া-সৌদি অংশীদারত্বের ব্যাপক উন্নয়নের ওপর জোর দেওয়া হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের সঙ্গে যুদ্ধের মধ্যে পশ্চিমা নিষেধাজ্ঞা রাশিয়ার অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সঙ্গে একটি গুরুত্বপূর্ণ ভূ-রাজনৈতিক জোটকে জোরদার করছে। ইউক্রেনে পুতিনের আক্রমণ রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে। এমন অবস্থায় বিশ্বের অনেক দেশের ব্যবসায়ীরাই রাশিয়া থেকে তেল নিতে অনিচ্ছুক।

সম্প্রতি মার্কিন ‘দ্য আটলান্টিক’ ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে সৌদি ‍যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তাঁকে ভুল বুঝলেও এ নিয়ে তাঁর কিছু করার নেই। 

মোহাম্মদ বিন সালমান বলেন, বাইডেনের আমেরিকার স্বার্থ নিয়ে চিন্তা-ভাবনা করা উচিত। যুক্তরাষ্ট্রের স্বার্থ নিয়ে চিন্তা করা বাইডেনের ব্যাপার। আমাদের যুক্তরাষ্ট্র নিয়ে লেকচার দেওয়ার অধিকার নেই। বাইডেন ভুল বুঝল কি না, তা নিয়ে পরোয়া করি না। 

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু ২০২১ সালে নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর সৌদি আরবের মানবাধিকার ইস্যু ও ইয়েমেন ‍যুদ্ধে দেশটির জড়িত থাকার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন। 

বাইডেন প্রশাসন সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যার ঘটনায় যুবরাজ সালমানকে জড়িয়ে একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। কিন্তু এই হত্যায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন বিন সালমান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত