Ajker Patrika

অস্ত্র খাতে অর্থলগ্নি বন্ধ করেছে সুইডিশ প্রতিষ্ঠান

অস্ত্র খাতে অর্থলগ্নি বন্ধ করেছে সুইডিশ প্রতিষ্ঠান

নরওয়ের সবচেয়ে বড় পেনশন তহবিল ‘কেএলপি’ বিশ্বের নানা কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে বা শেয়ার কেনে। কোম্পানিটির অর্থলগ্নির তালিকায় থাকা ১৪টি কোম্পানির সঙ্গে লেনদেন বন্ধের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। অস্ত্র তৈরি ও সরবরাহের সঙ্গে যুক্ত থাকায় এমন সিদ্ধান্ত নিয়েছে কেএলপি।

১৪টি প্রতিষ্ঠানের মধ্যে যুক্তরাষ্ট্রের ৬টি, যুক্তরাজ্য এবং ফ্রান্সের ২টি করে এবং ইতালি, চীন, ইসরায়েল ও ভারতের ১টি করে প্রতিষ্ঠান রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো হলো-রেথিয়ন টেকনোলজির করপোরেশন, জেনারেল ডাইনামিকস, এল ৩ হ্যারিস টেকনোলজিস, লাইডস হোল্ডিংস এবং লাইডস। রোলস রয়েস এবং ব্যাবকক ইন্টারন্যাশনাল গ্রুপ যুক্তরাজ্যের। দাসো অ্যাভিয়েশন এবং থ্যালস গ্রুপ ফরাসি। লিওনার্দো এসপিএ ইতালির, এলবিট সিস্টেমস ইসরায়েলের এবং লার্সেন অ্যান্ড টুব্রো লিমিটেড ভারতের। আর চীনা কোম্পানির নাম চায়না শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি। 

আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে কেএলপি জানায়, তদন্তে এসব প্রতিষ্ঠান পারমাণবিক অস্ত্র, গুচ্ছ অস্ত্র এবং অ্যান্টি-পার্সোনাল মাইন অস্ত্র তৈরি বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাই নৈতিক জায়গা থেকে এসব কোম্পানিতে অর্থ লগ্নি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে কেএলপি। 

রয়টার্সকে পাঠানো মেইলে কেএলপির তদন্ত দলের প্রধান কিরান আজিজ বলেন, ‘উড়োজাহাজ এবং জাহাজ তৈরিকারী কোম্পানিগুলোর ব্যাপারে আমরা আগের চেয়ে কঠোর হচ্ছি। কারণ এদের অনেকে পারমাণবিক অস্ত্র বানায়। আর এসব অস্ত্রের ব্যবহারে মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়।’ 

নরওয়ের পেনশন তহবিলটির সম্পদের পরিমাণ নয় হাজার কোটি ডলার। কোম্পানিগুলোর সঙ্গে লেনদেন বন্ধের অর্থ হলো-ওই সব কোম্পানি থেকে কেনা ১১ কোটি ৭৫৯ লাখ ডলারের শেয়ার এবং ২ কোটি ডলারের বন্ড বিক্রি করে দিয়েছে কেএলপি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত