Ajker Patrika

যুক্তরাজ্যে চীনা কোম্পানির বৈদ্যুতিক গাড়ির বিক্রি বেড়েছে ৮৮০ শতাংশ

আজকের পত্রিকা ডেস্ক­
চীনা কোম্পানি বিওয়াইডি-এর একটি গাড়ি। ছবি: বিবিসি
চীনা কোম্পানি বিওয়াইডি-এর একটি গাড়ি। ছবি: বিবিসি

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা জায়ান্ট বিওয়াইডি জানিয়েছে, যুক্তরাজ্য এখন তাদের দেশের বাইরে সবচেয়ে বড় বাজারে পরিণত হয়েছে। গত বছরের তুলনায় চলতি সেপ্টেম্বর মাসে তাদের বিক্রি বেড়েছে ৮৮০ শতাংশ, যা প্রতিষ্ঠানটির জন্য একটি রেকর্ড সাফল্য।

বিওয়াইডির হিসাব অনুযায়ী, গত মাসে তারা যুক্তরাজ্যে ১১ হাজার ২৭১টি গাড়ি বিক্রি করেছে। এর মধ্যে বেশির ভাগই ছিল সিল-ইউ মডেলের প্লাগ-ইন হাইব্রিড এসইউভি। এই বিপুল বিক্রির পেছনে রয়েছে মূলত যুক্তরাজ্যে ইলেকট্রিক গাড়ির (ইভি) চাহিদা বৃদ্ধির প্রবণতা।

যুক্তরাজ্যের মোটর শিল্প সংস্থা ‘সোসাইটি অব মোটর ম্যানুফ্যাকচারার্স’ (এসএমএমটি) জানিয়েছে, সেপ্টেম্বর মাসে ইভি বিক্রি দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। শুধুমাত্র ব্যাটারি চালিত গাড়ির বিক্রি প্রায় ৭৩ হাজার ইউনিটে দাঁড়িয়েছে, আর প্লাগ-ইন হাইব্রিড গাড়ির বিক্রি বেড়েছে আরও দ্রুত হারে।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাজ্য এখন চীনা কোম্পানিগুলোর কাছে আকর্ষণীয় বাজার। কারণ দেশটি এখনো চীনা ইভি আমদানিতে কোনো শুল্ক আরোপ করেনি। তবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র চীনা ইভি আমদানিতে উচ্চ শুল্ক আরোপ করেছে।

বিওয়াইডি-এর যুক্তরাজ্য শাখার ব্যবস্থাপক বোনো গে জানিয়েছেন, কোম্পানির বাজার অংশীদারত্ব এখন ৩.৬ শতাংশে পৌঁছেছে। তিনি বলেন, ‘ব্রিটেনে আমাদের ভবিষ্যৎ অত্যন্ত আশাব্যঞ্জক।’ সম্প্রতি যুক্তরাজ্যে বিওয়াইডি-এর ১০০ তম শোরুম উদ্বোধন করা হয়েছে।

তবে মোট বিক্রির হিসেবে এখনো পেট্রল ও ডিজেলচালিত গাড়ি নতুন গাড়ি বিক্রির অর্ধেকের বেশি দখলে রেখেছে।

উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন গত বছর চীনা ইভি আমদানিতে সর্বোচ্চ ৪৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেয়, যাতে স্থানীয় গাড়ি নির্মাতারা প্রতিযোগিতায় পিছিয়ে না পড়ে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে উচ্চ শুল্কের কারণে বিওয়াইডির বাজার প্রায় বন্ধ হয়ে আছে। তারপরও প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী টেসলা, জাগুয়ার ও বিএমডব্লিউয়ের মতো ব্র্যান্ডকে বিক্রিতে ছাড়িয়ে গেছে।

এদিকে যুক্তরাজ্য সরকার ইভি কেনায় ৬৫০ মিলিয়ন পাউন্ড ভর্তুকি দিলেও চীনা গাড়িগুলোকে সেই সুবিধার বাইরে রাখা হয়েছে। বিওয়াইডি এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছে, এতে দীর্ঘ মেয়াদে যুক্তরাজ্যের গাড়ির বাজার ক্ষতিগ্রস্ত হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে আত্মহত্যা করা পুলিশকে ‘দুর্নীতিবাজ’ বলে তদন্ত কর্মকর্তারও আত্মহত্যা, রেখে গেলেন তিন পাতার ‘সুইসাইড নোট’

অব্যাহতি চাওয়ার পর মাউশি মহাপরিচালক আজাদ খানকে ওএসডি

‘জুলাই যোদ্ধাকে’ জুলাই ফাউন্ডেশনে পাইপ দিয়ে মারধর, ১৩ জনের বিরুদ্ধে মামলা

ভারতের হারে বাংলাদেশের বিদায়, হামজার হতাশা

এবার দলগুলো পেল চূড়ান্ত জুলাই সনদ ও স্বাক্ষরের আমন্ত্রণপত্র

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত