Ajker Patrika

‘নিউইয়র্ক’ দখল করে নিল রাশিয়া 

অনলাইন ডেস্ক
Thumbnail image

ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের নিউইয়র্ক নামে একটি শহর দখল করে নেওয়ার দাবি করেছে রাশিয়া। অদ্ভুত এই নাম বিশিষ্ট ইউক্রেনীয় শহরটি মূলত একটি শিল্পাঞ্চল। রাশিয়ার সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে অঞ্চলটি ইউক্রেনের অন্যতম দুর্ভেদ্য দুর্গ ছিল। রুশ সংবাদ সংস্থা রিয়া নভোস্তির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দনবাসে ক্রমাগত আক্রমণের অংশ হিসেবে গত জুনে রুশ সামরিক বাহিনী নিউইয়র্ক ও পার্শ্ববর্তী তোরেতস্ক অঞ্চলে বড় ধরনের অভিযান শুরু করে। তোরেতস্ক অঞ্চলটি মূলত বেশ কয়েকটি শিল্প শহরের একটি গুচ্ছ। জুলাইয়ের শুরুতে, রুশ বাহিনী ইউক্রেনীয় সৈন্যদের তোরেতস্কের উত্তর উপকণ্ঠে ঠেলে দিয়ে শহরের কেন্দ্রবাগ দখল করে নেয়। এবার নিউইয়র্ক শহরটিও রাশিয়ার দখলে এল। 

নিউইয়র্ক ইউক্রেনীয় সৈন্যদের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হওয়ায় এই শহরটির দখল রাশিয়ার জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে। কারণ, এই শহরটি দনবাসে ইউক্রেনের অন্যতম দুর্ভেদ্য অঞ্চল তোরেতস্কের বাকি অঞ্চলগুলো দখলের পথ খুলে দেবে। ২০১৪ সালে ইউক্রেনে ময়দান বিদ্রোহের সময় থেকেই ইউক্রেনীয় সেনাবাহিনী এই অঞ্চলটি নিয়ন্ত্রণে রেখেছিল। 

নিউইয়র্ক নামের এই ইউক্রেনীয় শহরটি ১৯ শতকে প্রতিষ্ঠিত হয়। তবে শহরটির যাত্রা শুরু ও নামের উৎপত্তি কীভাবে সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায় না। তবে বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে, এই শহরটির নামকরণ মূলত শহরটির মূল বাসিন্দাদের সঙ্গে যুক্ত। এই শহরটির মূলত বাসিন্দারা জার্মান মেনোনাইট বংশোদ্ভূত। 

তবে অনেকের দাবি, একজন অবসরপ্রাপ্ত রুশ অফিসার বিখ্যাত আমেরিকান শহরের নামানুসারে তাঁর এস্টেটের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ১৯৫১ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়ার কর্তৃপক্ষ এর নাম পরিবর্তন করে নোভগোরোদস্কয় রাখে। রুশ ভাষার এই শব্দটির আক্ষরিক অর্থ ‘নিউ টাউন’। ২০২১ সালে ইউক্রেনের পার্লামেন্ট নিউইয়র্কের ঐতিহাসিক নাম পুনর্বহাল করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত