Ajker Patrika

গাজায় ইসরায়েলের উন্মত্ত হত্যাযজ্ঞ ৫০ বছরের সংঘাত উসকে দেবে: সাবেক ব্রিটিশ মন্ত্রী

গাজায় ইসরায়েলের উন্মত্ত হত্যাযজ্ঞ ৫০ বছরের সংঘাত উসকে দেবে: সাবেক ব্রিটিশ মন্ত্রী

গাজায় ইসরায়েল যে ‘উন্মত্ত হত্যাযজ্ঞ’ চালাচ্ছে তা আরও ৫০ বছর ধরে সংঘাত উসকে দেবে বলে সতর্ক করেছেন সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বেন ওয়ালাস।

ব্রিটিশ এ রাজনীতিক দ্য ডেইলি টেলিগ্রাফকে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দীর্ঘ মেয়াদে দূরদর্শিতা হারাচ্ছেন। গাজায় ‘বর্বরোচিত ও নির্বিচার’ হামলা বন্ধ করার পরামর্শ দেন। 

তিনি বলেন, ‘তবে, যদি তাঁর মনে হয় হত্যার উন্মত্ততা পরিস্থিতিকে সংশোধিত করবে, তবে তিনি অত্যন্ত ভুল। তাঁর এ পদ্ধতিগুলো তাঁর সমস্যার সমাধান করবে না। প্রকৃত অর্থে, আমার মনে হয়, তাঁর এ কৌশলের কারণে এ সংঘাত আরও ৫০ বছর ধরে চলবে। তাঁর কর্মকাণ্ড বিশ্বজুড়ে মুসলিম তরুণদের উগ্রপন্থী করে তুলছে।’

ওয়ালেস বলেন, নেতানিয়াহু যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছেন না কারণ তাঁর মনে হয় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস যুদ্ধ বিরতি ঘোষণা করতে প্রস্তুত নয়। 

‘আমি যা বলতে চাইছি তা হলো ইসরায়েলের এ বর্বরোচিত ও নির্বিচারে হামলার ধরন বন্ধ করা উচিত এবং হামাসের সঙ্গে ভিন্নভাবে লড়াই করা উচিত।’

উত্তর আয়ারল্যান্ডে ব্রিটেনের অভিজ্ঞতা থেকে ইসরায়েলকে শিক্ষা নিতে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘রাতের পর দিন আসবে তা যেমন নিশ্চিত, তেমনি ইতিহাস আমাদের দেখায় যে উগ্রবাদের পরই আসে নিপীড়ন।’

তিনি আরও বলেন, ‘উত্তর আয়ারল্যান্ড আমাদের শিখিয়েছে, একটি দেশের অসম প্রতিক্রিয়া কোনো সন্ত্রাসী সংগঠনের সেরা সার্জেন্ট হিসেবে কাজ করতে পারে। গাজায় একেকদিন যা হচ্ছে তা আমাদের অনেককেই অস্বস্তিতে ফেলে দিচ্ছে।’

গাজায় মৃতের সংখ্যা নিয়ে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্সে উদ্বেগ ক্রমেই বাড়ছে। তারা গাজায় অসম সহিংসতার ব্যবহার নিয়ে উদ্বিগ্ন। তাদের ধারণা, এতে আন্তর্জাতিক আইন ভঙ্গের ঝুঁকি বাড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত