Ajker Patrika

পুতিনকে ব্যঙ্গ করতে নিজেদের ‘প্যাক’ দেখাতে চাইলেন জি–৭ নেতারা

আপডেট : ২৭ জুন ২০২২, ১৮: ১৬
পুতিনকে ব্যঙ্গ করতে নিজেদের ‘প্যাক’ দেখাতে চাইলেন জি–৭ নেতারা

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে ব্যঙ্গ করতে নিজেদের ‘প্যাক’ দেখাতে চেয়েছেন বিশ্বের শিল্পোন্নত ৭ দেশের জোট জি–৭ এর নেতারা। বেশ কয়েক বছর আগে পুতিনের শার্টহীন  অবস্থায় ঘোড়ায় চড়া একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। সেই ছবি স্মরণ করেই জি–৭ এর নেতাদের এমন কথা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, একটি ভিডিও থেকে দেখা গেছে জি–৭ সম্মেলনের ফটোশ্যুটের সময় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিজেদের মধ্যে কিছু একটা নিয়ে রসিকতা করছেন।

বরিস জনসন এ সময় জি–৭ সম্মেলনের বাকি নেতাদের উদ্দেশে বলেন, ‘জ্যাকেট গায়ে থাকবে? নাকি থাকবে না? আমরা কি আমাদের কাপড় খুলে ফেলব? আমাদের সবাইকে দেখিয়ে দিতে হবে যে আমরা পুতিনের চেয়েও শক্তপোক্ত।’ 

এ সময় ট্রুডো পুতিনের সেই ভাইরাল হওয়া ছবি নির্দেশ করে বলেন, ‘আমরাও খোলা বুকে ঘোড়ার পিঠে চড়ার প্রদর্শনী করতে যাচ্ছি।’ জবাবে বরিস জনসন আবার বলেন, ‘আপনি ঠিক বলেছেন! আপনি ঠিক বলেছেন! তাদের দেখিয়ে দিতে হবে আমাদেরও প্যাক আছে।’ 

এর আগে, ২০১৪ সালে ক্রিমিয়ায় অভিযান চালানোর অভিযোগে রাশিয়াকে জি–৮ থেকে বাদ দেওয়া হয়। তারপর থেকে জি–৮ পরিণত হয় জি–৭ এ। জি–৭ ভুক্ত বর্তমান দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, জার্মানি, ইতালি, ফ্রান্স এবং জাপান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত