Ajker Patrika

জব্দ করা রুশ তহবিল থেকে ইউক্রেনকে অর্থ দিল ইইউ

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ১৫: ৫১
জব্দ করা রুশ তহবিল থেকে ইউক্রেনকে অর্থ দিল ইইউ

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে জব্দ করা রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ থেকে আসা সুদের একটি অংশ ইউক্রেনকে দেওয়া হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিবিদ জোসেপ বোরেল গতকাল বৃহস্পতিবার ব্রাসেলসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথা জানান। রুশ সংবাদমাধ্যম আরটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে শুরু হয়েছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলন। সেখানে যোগ দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইইউয়ের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান ও ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জোসেপ বোরেল। এ সময় তিনি জানান, ইউক্রেনকে ১৫০ কোটি ডলার অর্থ দেওয়া হয়েছে। 

ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বোরেল এই বিষয়টিকে ‘সুসংবাদ’ বলে অভিহিত করেন এবং বলেন, এই তহবিল কিয়েভের সামরিক প্রয়োজনে এবং ইউক্রেনীয় শিল্পের অর্থায়নের জন্য ব্যবহার করা হবে। 

জোসেপ বোরেল বলেন, ‘আমরা জব্দ করা রুশ সম্পদে আসা সুদের ব্যবহার শুরু করেছি। সেগুলোকে এরই মধ্যে ইউক্রেনে পাঠানো হয়েছে এবং সদস্য রাষ্ট্রগুলোতে পাঠানো হয়েছে—যারা এই অর্থ দিয়ে ইউক্রেনে আরও সামরিক সরঞ্জাম সরবরাহ করবে।’ এ সময় তিনি জানান, রাশিয়ার জব্দ করা সম্পদের বিষয়টি ইইউকে সাহায্যের জন্য ‘আর্থিক যুক্তি’ পরিবর্তন করার অনুমতি দিয়েছে এবং এ কারণে সরাসরি ইউক্রেনে অর্থ পাঠানো করা সম্ভব করেছে। 

উল্লেখ্য, ২০২২ সালের প্রথম দিকে ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর পশ্চিমা রাষ্ট্রগুলো আনুমানিক ৩০০ বিলিয়ন ডলারের রুশ সম্পদ জব্দ করে। যদিও পশ্চিমারা এখন পর্যন্ত এসব সম্পদের অর্থ সরাসরি বাজেয়াপ্ত করতে একমত হতে ব্যর্থ হয়েছে। তারপরও ইইউ গত মে মাসে এসব সম্পদ থেকে আসা সুদ ব্যবহারের একটি পরিকল্পনা অনুমোদন করে। যার পরিমাণ প্রায় ৩০০ কোটি ইউরো। 

সম্পদ জব্দ করার জন্য মস্কো বারবার পশ্চিমের সমালোচনা করেছে এবং এটিকে অবৈধ বলে অভিহিত করেছে এবং তহবিল বাজেয়াপ্ত করা হলে প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে। বোরেলের ঘোষণার বিষয়ে মন্তব্য করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইইউর এই পদক্ষেপ ‘চুরি’ এবং বাজেয়াপ্তকরণ ‘অবৈধ’।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত