সারা বিশ্ব থেকে আসা প্রায় ২ হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে গতকাল সোমবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সবাই ‘গড সেভ দ্য কিং’ গাইলেও প্রিন্স হ্যারি গাননি বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আকাশ থেকে ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, শ্রদ্ধাসংগীত গাওয়ার সময় প্রিন্স হ্যারি চুপ করে আছেন। তাঁর ঠোঁট নড়ছে না। এই ভিডিওর ছোট ছোট ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ডিউক অব সাসেক্স হ্যারি চারপাশে তাকাচ্ছেন, কিন্তু কথা বলছেন না। তাঁর এমন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। অনেক টুইটার ব্যবহারকারী হ্যারির এই আচরণকে ‘রানির প্রতি অসম্মানজনক’ বলে অভিযোগ করেছেন।
অনেকে পোস্ট শেয়ার করার সময় লিখেছেন, ‘প্রিন্স হ্যারি জাতীয় সংগীত গাইছেন না।’ তাঁরা তীব্র হতাশা ব্যক্ত করেছেন। তবে কেউ কেউ আবার হ্যারির পক্ষ নিয়ে বলেছেন, তাঁরা হ্যারিকে গান গাইতে দেখেছেন।
টুইটারে এক ব্যক্তি হ্যারির পক্ষ নিয়ে লিখেছেন, ‘আমি জানি না, তিনি গাইছেন কি না, তা অন্য কারও শোনার প্রয়োজন আছে কি না।’ তাঁর পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, ‘তাঁকে (হ্যারিকে) একটি সুযোগ দিন। শেষবার তিনি যখন গানটি গেয়েছিলেন, তারপর থেকে গানটির পরিবর্তন হয়েছে। তিনি এখনো নতুন গানটি শেখেননি।’
আরেকজন লিখেছেন, ‘আমি হ্যারিকে ঠোঁট নাড়াতে দেখেছি। এটা ঠিক যে তিনি শেষ পর্যন্ত গাননি। এ জন্য আপনি তাঁকে ঘৃণা করতে পারেন না।’
অন্য এক টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘প্রিন্স হ্যারি গান গাইছিলেন না। আমি মনে করি, মানুষ অনেক বেশি আবেগাক্রান্ত হলে গান গাওয়া কঠিন।’
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে ৯৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। সে সময় প্রিন্স হ্যারি তাঁর বাবা রাজা তৃতীয় চার্লস ও সৎমা ক্যামিলার পেছনে বসে ছিলেন। তাঁর পাশে স্ত্রী মেগান মার্কেল উপস্থিত ছিলেন।
সারা বিশ্ব থেকে আসা প্রায় ২ হাজার শোকার্ত মানুষের উপস্থিতিতে গতকাল সোমবার ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সবাই ‘গড সেভ দ্য কিং’ গাইলেও প্রিন্স হ্যারি গাননি বলে অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
আকাশ থেকে ধারণ করা ভিডিওচিত্রে দেখা গেছে, শ্রদ্ধাসংগীত গাওয়ার সময় প্রিন্স হ্যারি চুপ করে আছেন। তাঁর ঠোঁট নড়ছে না। এই ভিডিওর ছোট ছোট ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ডিউক অব সাসেক্স হ্যারি চারপাশে তাকাচ্ছেন, কিন্তু কথা বলছেন না। তাঁর এমন আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুলেছে। অনেক টুইটার ব্যবহারকারী হ্যারির এই আচরণকে ‘রানির প্রতি অসম্মানজনক’ বলে অভিযোগ করেছেন।
অনেকে পোস্ট শেয়ার করার সময় লিখেছেন, ‘প্রিন্স হ্যারি জাতীয় সংগীত গাইছেন না।’ তাঁরা তীব্র হতাশা ব্যক্ত করেছেন। তবে কেউ কেউ আবার হ্যারির পক্ষ নিয়ে বলেছেন, তাঁরা হ্যারিকে গান গাইতে দেখেছেন।
টুইটারে এক ব্যক্তি হ্যারির পক্ষ নিয়ে লিখেছেন, ‘আমি জানি না, তিনি গাইছেন কি না, তা অন্য কারও শোনার প্রয়োজন আছে কি না।’ তাঁর পোস্টের নিচে একজন মন্তব্য করেছেন, ‘তাঁকে (হ্যারিকে) একটি সুযোগ দিন। শেষবার তিনি যখন গানটি গেয়েছিলেন, তারপর থেকে গানটির পরিবর্তন হয়েছে। তিনি এখনো নতুন গানটি শেখেননি।’
আরেকজন লিখেছেন, ‘আমি হ্যারিকে ঠোঁট নাড়াতে দেখেছি। এটা ঠিক যে তিনি শেষ পর্যন্ত গাননি। এ জন্য আপনি তাঁকে ঘৃণা করতে পারেন না।’
অন্য এক টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘প্রিন্স হ্যারি গান গাইছিলেন না। আমি মনে করি, মানুষ অনেক বেশি আবেগাক্রান্ত হলে গান গাওয়া কঠিন।’
ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরালে ৯৬ বছর বয়সে মারা গেছেন। গতকাল সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তাঁর রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। সে সময় প্রিন্স হ্যারি তাঁর বাবা রাজা তৃতীয় চার্লস ও সৎমা ক্যামিলার পেছনে বসে ছিলেন। তাঁর পাশে স্ত্রী মেগান মার্কেল উপস্থিত ছিলেন।
আট মাসের অন্তঃসত্ত্বা ওয়ালা ফাথি তাঁর তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন। দেইর আল-বালাহ থেকে তিনি বিবিসিকে বলেন, গাজার মানুষেরা ‘এমন এক বিপর্যয় এবং দুর্ভিক্ষের অভিজ্ঞতা লাভ করছে, যা কেউ কল্পনাও করতে পারবে না।’ তিনি বলেন, ‘আমার শিশুটি আমার গর্ভেই থাকুক। এই কঠিন পরিস্থিতিতে আমাকে যেন তাকে জন্ম দিতে...
৮ ঘণ্টা আগেএই বিরোধ তীব্র হয় ২০০৮ সালে। কম্বোডিয়া বিতর্কিত এলাকার ১১ শতকের একটি মন্দিরকে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে নিবন্ধন করার চেষ্টা করলে থাইল্যান্ডের তীব্র প্রতিবাদের মুখে পড়ে। এর পর থেকে দুই দেশের মধ্যে বিচ্ছিন্নভাবে অনেকবার সংঘর্ষ হয়েছে, যেখানে উভয় পক্ষের সৈনিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
৯ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বৃহস্পতিবার (২৪ জুলাই) রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে নতুন এক উত্তেজনার জন্ম দিয়েছে। আসিয়ান সংগঠনটি দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্রুত বিকাশমান অঞ্চলে অর্থনৈতিক সহযোগিতার লক্ষ্য নিয়ে কাজ করে। এই অঞ্চলটিতে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও চীন প্রভাব...
১০ ঘণ্টা আগেথাইল্যান্ড ও কম্বোডিয়ার বিতর্কিত সীমান্ত এলাকায় সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে শুরু হওয়া এই সংঘর্ষে থাইল্যান্ডে অন্তত ১২ জন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। থাই কর্তৃপক্ষ জানিয়েছে, নিহত ব্যক্তিদের মধ্যে ১১ জনই বেসামরিক নাগরিক এবং একজন সেনাসদস্য।
১১ ঘণ্টা আগে