জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হয়েছে রাশিয়া। নিয়ম অনুযায়ী চলতি এপ্রিল মাসে এ দায়িত্ব সামলাবে দেশটি। রাশিয়া যেন দায়িত্ব না পায় সে জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি ইউক্রেন আহ্বান জানালেও কাজে আসেনি তা।
রাশিয়ার দায়িত্ব পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টিকে ‘অযৌক্তিক’ বলছেন তিনি। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে এপ্রিল ফুলের সবচেয়ে ‘বাজে তামাশা’ বলে মন্তব্য করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘১ এপ্রিল রাশিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়া সবচেয়ে বাজে তামাশা। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে একধরনের চপেটাঘাত।’ তিনি আরও লিখেছেন, ‘রাশিয়া নিরাপত্তা পরিষদের নেতৃত্বে থাকলে বিশ্ব কখনোই নিরাপদ হবে না।’
বিবিসির প্রতিবেদনে জানা যায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে থাকে। এর আগে রাশিয়া এ দায়িত্ব পেয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ঠিক ওই মাসেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। মস্কোর দায়িত্ব পাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, একজন স্থায়ী সদস্যকে প্রেসিডেন্ট হওয়া থেকে আটকানো যায় না।
বর্তমানে এমন একটি দেশ জাতিসংঘের মূল দায়িত্ব সামলাবে, যার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সমালোচকদের প্রশ্ন, যে দেশের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, সেই দেশ কীভাবে জাতিসংঘের অন্যতম শক্তিশালী পরিষদের দায়িত্ব নিতে পারে।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট হয়েছে রাশিয়া। নিয়ম অনুযায়ী চলতি এপ্রিল মাসে এ দায়িত্ব সামলাবে দেশটি। রাশিয়া যেন দায়িত্ব না পায় সে জন্য নিরাপত্তা পরিষদের সদস্যদের প্রতি ইউক্রেন আহ্বান জানালেও কাজে আসেনি তা।
রাশিয়ার দায়িত্ব পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বিষয়টিকে ‘অযৌক্তিক’ বলছেন তিনি। এ ছাড়া দেশটির পররাষ্ট্রমন্ত্রী একে এপ্রিল ফুলের সবচেয়ে ‘বাজে তামাশা’ বলে মন্তব্য করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা এক টুইটার পোস্টে লিখেছেন, ‘১ এপ্রিল রাশিয়ার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দায়িত্ব পাওয়া সবচেয়ে বাজে তামাশা। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের মুখে একধরনের চপেটাঘাত।’ তিনি আরও লিখেছেন, ‘রাশিয়া নিরাপত্তা পরিষদের নেতৃত্বে থাকলে বিশ্ব কখনোই নিরাপদ হবে না।’
বিবিসির প্রতিবেদনে জানা যায়, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশ পর্যায়ক্রমে এক মাস করে সভাপতির দায়িত্ব পালন করে থাকে। এর আগে রাশিয়া এ দায়িত্ব পেয়েছিল ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে। ঠিক ওই মাসেই ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে রুশ বাহিনী।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পাঁচ দেশ—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া। মস্কোর দায়িত্ব পাওয়া নিয়ে যুক্তরাষ্ট্র বলছে, একজন স্থায়ী সদস্যকে প্রেসিডেন্ট হওয়া থেকে আটকানো যায় না।
বর্তমানে এমন একটি দেশ জাতিসংঘের মূল দায়িত্ব সামলাবে, যার প্রেসিডেন্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। সমালোচকদের প্রশ্ন, যে দেশের প্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে, সেই দেশ কীভাবে জাতিসংঘের অন্যতম শক্তিশালী পরিষদের দায়িত্ব নিতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লাতিন আমেরিকা অঞ্চলের কমান্ডের নেতৃত্বে থাকা অ্যাডমিরাল এলভিন হোলসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি চলতি বছরের শেষেই পদত্যাগ করবেন। তাঁর চাকরির জন্য নির্ধারিত বয়সসীমার দুই বছর আগেই পদ ছাড়ছেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন।
৩১ মিনিট আগেফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজা থেকে জিম্মিদের মরদেহ ফেরাতে সময় লাগতে পারে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া এসব মরদেহ খুঁজে বের করা কঠিন। এদিকে, ইসরায়েল জানিয়েছে—তারা মধ্যস্থতাকারীদের কাছে জিম্মিদের মরদেহের অবস্থানের ব্যাপারে গোয়েন্দা তথ্য দিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তাঁর ও পুতিনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ টেলিফোন আলাপের...
৩ ঘণ্টা আগেফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তাঁর সরকার গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগে