Ajker Patrika

চীনের কাছে সামরিক সহায়তা চায়নি রাশিয়া: ক্রেমলিন 

চীনের কাছে সামরিক সহায়তা চায়নি রাশিয়া: ক্রেমলিন 

চীনের কাছে কোনো ধরনের সামরিক সহায়তা চায়নি রাশিয়া। ইউক্রেনে লক্ষ্য যথাসময়ে ও সম্পূর্ণরূপে অর্জনে রাশিয়ার পর্যাপ্ত সামরিক ক্ষমতা রয়েছে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন ক্রেমলিন বিষয়টি জানিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এ বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছেন। এর আগে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নাম না প্রকাশের শর্তে বলেছিলেন—রাশিয়া চীন থেকে সামরিক সহায়তা চেয়েছে। তার জবাবে রাশিয়ার পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো। 

এর আগে, একই বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে চীন। দেশটি—ইউক্রেন যুদ্ধে চীন যে ভূমিকা পালন করছে সে সম্পর্কে ‘বিভ্রান্তিমূলক তথ্য’ ছড়ানোর জন্য যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছে। বেইজিং বলেছে, যুক্তরাষ্ট্র বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে ইউক্রেন ইস্যুতে এসব বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। 

সোমবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত বিবৃতিতে এ অভিযোগ করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। এমন এক সময়ে চীনের পক্ষ থেকে এই দাবি উত্থাপন করা হলো যখন আগামী কয়েক দিনের মধ্যেই চীন-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত দ্বয়ের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে চীনকে উদ্দেশ্য করে বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, বিদ্বেষপূর্ণ উদ্দেশ্য নিয়ে।’ এর আগে, আজ সোমবার মার্কিন কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছিলেন, রাশিয়া ইউক্রেনে যুদ্ধের জন্য চীনের কাছে সামরিক ও অর্থনৈতিক সহায়তা চেয়েছে। তারই জবাবে চীন এই মন্তব্য করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত