অনলাইন ডেস্ক
যুক্তরাজ্যের সাতটি রাজনৈতিক দলের ৬০ জনেরও বেশি এমপি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি লিখে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বারগন ও ইমরান হুসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন প্রাক্তন লেবার পার্টির নেতা জেরেমি করবিন, গ্রিন পার্টির সহনেতা কার্লা ডেনিয়ারসহ লেবার, লিবারেল ডেমোক্র্যাট, প্লেড কেমরি, ও স্কটিশ ন্যাশনাল পার্টির বেশ কয়েকজন এমপি।
চিঠিতে উল্লেখ করা হয় গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত (আইসিজে) একটি মতামত প্রকাশ করে জানায়, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অবৈধ এবং এটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত। বিশ্বের সকল রাষ্ট্রের উচিৎ ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্বকে বৈধ বলে স্বীকৃতি না দেওয়া এবং তাদেরকে কোনো সহায়তা না করা।’
চিঠিতে এমপিরা ব্রিটিশ সরকারকে কিছু দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—
-অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে হবে।
-ইসরায়েলের সঙ্গে বিদ্যমান ও চলমান বাণিজ্য সম্পর্ক পুনরায় পর্যালোচনা করতে হবে।
-ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আইসিজে-এর মতামত অনুযায়ী, যুক্তরাজ্যের উচিত আন্তর্জাতিক আইন রক্ষায় এগিয়ে আসা।’
ব্রিটিশ সংসদেও কয়েকজন এমপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমপি রিচার্ড বারগন বলেছেন, ‘আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অনুমতি দিতে পারি না। আমাদের সরকারকে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে, যুদ্ধাপরাধ ও আইন লঙ্ঘনের পরিণতি সবাইকে ভোগ করতে হবে।’
আরেক এমপি ইমরান হুসাইন বলেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং অবৈধ দখলদারিত্ব বন্ধে এই নিষেধাজ্ঞাগুলো প্রয়োজনীয়। আমাদের সরকারকে আন্তর্জাতিক আইন সমর্থন করার জন্য পদক্ষেপ নিতে হবে।’
যুক্তরাজ্যের সাতটি রাজনৈতিক দলের ৬০ জনেরও বেশি এমপি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি লিখে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বারগন ও ইমরান হুসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন প্রাক্তন লেবার পার্টির নেতা জেরেমি করবিন, গ্রিন পার্টির সহনেতা কার্লা ডেনিয়ারসহ লেবার, লিবারেল ডেমোক্র্যাট, প্লেড কেমরি, ও স্কটিশ ন্যাশনাল পার্টির বেশ কয়েকজন এমপি।
চিঠিতে উল্লেখ করা হয় গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত (আইসিজে) একটি মতামত প্রকাশ করে জানায়, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অবৈধ এবং এটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত। বিশ্বের সকল রাষ্ট্রের উচিৎ ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্বকে বৈধ বলে স্বীকৃতি না দেওয়া এবং তাদেরকে কোনো সহায়তা না করা।’
চিঠিতে এমপিরা ব্রিটিশ সরকারকে কিছু দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—
-অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে হবে।
-ইসরায়েলের সঙ্গে বিদ্যমান ও চলমান বাণিজ্য সম্পর্ক পুনরায় পর্যালোচনা করতে হবে।
-ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আইসিজে-এর মতামত অনুযায়ী, যুক্তরাজ্যের উচিত আন্তর্জাতিক আইন রক্ষায় এগিয়ে আসা।’
ব্রিটিশ সংসদেও কয়েকজন এমপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমপি রিচার্ড বারগন বলেছেন, ‘আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অনুমতি দিতে পারি না। আমাদের সরকারকে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে, যুদ্ধাপরাধ ও আইন লঙ্ঘনের পরিণতি সবাইকে ভোগ করতে হবে।’
আরেক এমপি ইমরান হুসাইন বলেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং অবৈধ দখলদারিত্ব বন্ধে এই নিষেধাজ্ঞাগুলো প্রয়োজনীয়। আমাদের সরকারকে আন্তর্জাতিক আইন সমর্থন করার জন্য পদক্ষেপ নিতে হবে।’
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে