যুক্তরাজ্যের সাতটি রাজনৈতিক দলের ৬০ জনেরও বেশি এমপি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি লিখে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বারগন ও ইমরান হুসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন প্রাক্তন লেবার পার্টির নেতা জেরেমি করবিন, গ্রিন পার্টির সহনেতা কার্লা ডেনিয়ারসহ লেবার, লিবারেল ডেমোক্র্যাট, প্লেড কেমরি, ও স্কটিশ ন্যাশনাল পার্টির বেশ কয়েকজন এমপি।
চিঠিতে উল্লেখ করা হয় গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত (আইসিজে) একটি মতামত প্রকাশ করে জানায়, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অবৈধ এবং এটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত। বিশ্বের সকল রাষ্ট্রের উচিৎ ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্বকে বৈধ বলে স্বীকৃতি না দেওয়া এবং তাদেরকে কোনো সহায়তা না করা।’
চিঠিতে এমপিরা ব্রিটিশ সরকারকে কিছু দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—
-অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে হবে।
-ইসরায়েলের সঙ্গে বিদ্যমান ও চলমান বাণিজ্য সম্পর্ক পুনরায় পর্যালোচনা করতে হবে।
-ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আইসিজে-এর মতামত অনুযায়ী, যুক্তরাজ্যের উচিত আন্তর্জাতিক আইন রক্ষায় এগিয়ে আসা।’
ব্রিটিশ সংসদেও কয়েকজন এমপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমপি রিচার্ড বারগন বলেছেন, ‘আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অনুমতি দিতে পারি না। আমাদের সরকারকে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে, যুদ্ধাপরাধ ও আইন লঙ্ঘনের পরিণতি সবাইকে ভোগ করতে হবে।’
আরেক এমপি ইমরান হুসাইন বলেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং অবৈধ দখলদারিত্ব বন্ধে এই নিষেধাজ্ঞাগুলো প্রয়োজনীয়। আমাদের সরকারকে আন্তর্জাতিক আইন সমর্থন করার জন্য পদক্ষেপ নিতে হবে।’
যুক্তরাজ্যের সাতটি রাজনৈতিক দলের ৬০ জনেরও বেশি এমপি দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামিকে চিঠি লিখে ইসরায়েলের উপর নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন। তারা ইসরায়েলের অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করার পাশাপাশি দেশটির সঙ্গে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। আজ বৃহস্পতিবার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের একটি প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গত বুধবার রাতে ব্রিটিশ এমপি রিচার্ড বারগন ও ইমরান হুসাইনের উদ্যোগে চিঠিটি পাঠানো হয়। এতে স্বাক্ষর করেন প্রাক্তন লেবার পার্টির নেতা জেরেমি করবিন, গ্রিন পার্টির সহনেতা কার্লা ডেনিয়ারসহ লেবার, লিবারেল ডেমোক্র্যাট, প্লেড কেমরি, ও স্কটিশ ন্যাশনাল পার্টির বেশ কয়েকজন এমপি।
চিঠিতে উল্লেখ করা হয় গত জুলাই মাসে আন্তর্জাতিক আদালত (আইসিজে) একটি মতামত প্রকাশ করে জানায়, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল অবৈধ এবং এটি যত দ্রুত সম্ভব বন্ধ করা উচিত। বিশ্বের সকল রাষ্ট্রের উচিৎ ইসরায়েলের এই অবৈধ দখলদারিত্বকে বৈধ বলে স্বীকৃতি না দেওয়া এবং তাদেরকে কোনো সহায়তা না করা।’
চিঠিতে এমপিরা ব্রিটিশ সরকারকে কিছু দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো—
-অবৈধ বসতিগুলোর সঙ্গে বাণিজ্য নিষিদ্ধ করতে হবে।
-ইসরায়েলের সঙ্গে বিদ্যমান ও চলমান বাণিজ্য সম্পর্ক পুনরায় পর্যালোচনা করতে হবে।
-ইসরায়েলে অস্ত্র রপ্তানি স্থগিত করতে হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, ‘আইসিজে-এর মতামত অনুযায়ী, যুক্তরাজ্যের উচিত আন্তর্জাতিক আইন রক্ষায় এগিয়ে আসা।’
ব্রিটিশ সংসদেও কয়েকজন এমপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। এমপি রিচার্ড বারগন বলেছেন, ‘আমরা ইসরায়েলকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অনুমতি দিতে পারি না। আমাদের সরকারকে নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে হবে যে, যুদ্ধাপরাধ ও আইন লঙ্ঘনের পরিণতি সবাইকে ভোগ করতে হবে।’
আরেক এমপি ইমরান হুসাইন বলেন, ‘ইসরায়েলের যুদ্ধাপরাধ এবং অবৈধ দখলদারিত্ব বন্ধে এই নিষেধাজ্ঞাগুলো প্রয়োজনীয়। আমাদের সরকারকে আন্তর্জাতিক আইন সমর্থন করার জন্য পদক্ষেপ নিতে হবে।’
৫২ বছর বয়সী আবু মনসুর আলী আহমেদ এই লটারিতে জিতেছেন। ফুজাইরাহতে গাড়ির ওয়ার্কশপ রয়েছে তাঁর। ১৯৯২ সাল থেকে দুবাইয়ে যান তিনি। সে বছরই বিগ টিকিট লটারির আয়োজন শুরু হয়েছিল। বন্ধুদের মাধ্যমে প্রথম বিগ টিকিট সম্পর্কে জানেন। তখন থেকেই প্রতি মাসে ২০ বন্ধুর এক দলের সঙ্গে বিগ টিকিট কিনে আসছিলেন তিনি।
১ ঘণ্টা আগেহামাস–ইসরায়েল যুদ্ধ বন্ধে নতুন একটি প্রস্তাব তৈরি করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিসর। আলোচনার সঙ্গে যুক্ত এক জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।
১ ঘণ্টা আগেবাবার কোলে হাসছে ছোট্ট মোহাম্মদ। প্রায় ১৬ মাস আগে, ইসরায়েলি বোমা হামলায় নিহত মায়ের নিথর দেহের পাশে বসে কাঁদছিল ১৩ মাস বয়সী এই শিশু। আশ্রয় নেওয়া স্কুলের ধ্বংসস্তূপের মধ্যে সেদিন আরও কত মানুষ যে প্রাণ হারিয়েছিল, আহত হয়েছিল তার ইয়ত্তা নেই। সেই ভয়াবহ দিনের বিশৃঙ্খলার মধ্যে, মানুষ দিগ্বিদিক পালাচ্ছিল,
২ ঘণ্টা আগেপোপ ফ্রান্সিসের মৃত্যুতে সারা বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়সহ বিভিন্ন দেশ গভীর শোক প্রকাশ করেছে। ভারত সরকার তাঁর প্রতি সম্মান জানিয়ে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। বিশ্বের উল্লেখযোগ্য প্রায় সকল রাষ্ট্র ও সরকার প্রধান তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন।
১২ ঘণ্টা আগে