আজকের পত্রিকা ডেস্ক
ওমান ঘোষণা করেছে, আজ রোববার দেশটির রাজধানী মাসকটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জেরে ভেস্তে গেছে বৈঠকটি। এই হামলায় একাধিক জ্যেষ্ঠ ইরানি জেনারেল নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এক্স মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘মাসকটে আজকের নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আর হচ্ছে না। তবে আমরা বিশ্বাস করি, টেকসই শান্তির একমাত্র পথ কূটনীতি ও সংলাপ।’
ইরান জানিয়েছে, বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো যৌক্তিকতা নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান কাইজা কাল্লাসকে জানিয়েছেন, ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনের ফল।
প্রস্তাবিত আলোচনার উদ্দেশ্য ছিল, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাশা ত্যাগে রাজি করানো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে ঘিরে আশাবাদ প্রকাশ করে আসছিলেন। কিন্তু ইসরায়েলের আকস্মিক সামরিক পদক্ষেপে তা কার্যত অর্থহীন হয়ে গেছে। তবে ট্রাম্প বলেছেন, ‘ইরানের জন্য আলোচনায় ফিরে আসার দ্বিতীয় সুযোগ থাকতে পারে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্রের অনুমোদন বা সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, এই বেআইনি ও উসকানিমূলক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায় নিতে হবে।
এদিকে ১২ জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ৩৫ রাষ্ট্রের বোর্ডে একটি প্রস্তাব পাস করেছে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরান একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালুর ঘোষণা দেয়। কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েল হামলা চালালে উত্তেজনা চূড়ায় পৌঁছায়।
ওমান ঘোষণা করেছে, আজ রোববার দেশটির রাজধানী মাসকটে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারমাণবিক আলোচনা হওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। ইসরায়েল কর্তৃক ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় হামলার জেরে ভেস্তে গেছে বৈঠকটি। এই হামলায় একাধিক জ্যেষ্ঠ ইরানি জেনারেল নিহত হয়েছেন। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি এক্স মাধ্যমে এক বিবৃতিতে বলেছেন, ‘মাসকটে আজকের নির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা আর হচ্ছে না। তবে আমরা বিশ্বাস করি, টেকসই শান্তির একমাত্র পথ কূটনীতি ও সংলাপ।’
ইরান জানিয়েছে, বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো যৌক্তিকতা নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান কাইজা কাল্লাসকে জানিয়েছেন, ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রের সরাসরি সমর্থনের ফল।
প্রস্তাবিত আলোচনার উদ্দেশ্য ছিল, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে ও পারমাণবিক অস্ত্র তৈরির উচ্চাশা ত্যাগে রাজি করানো।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই আলোচনাকে ঘিরে আশাবাদ প্রকাশ করে আসছিলেন। কিন্তু ইসরায়েলের আকস্মিক সামরিক পদক্ষেপে তা কার্যত অর্থহীন হয়ে গেছে। তবে ট্রাম্প বলেছেন, ‘ইরানের জন্য আলোচনায় ফিরে আসার দ্বিতীয় সুযোগ থাকতে পারে।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, ইসরায়েলের এই হামলা যুক্তরাষ্ট্রের অনুমোদন বা সহযোগিতা ছাড়া সম্ভব নয়। তিনি বলেন, এই বেআইনি ও উসকানিমূলক হামলার জন্য যুক্তরাষ্ট্রকে দায় নিতে হবে।
এদিকে ১২ জুন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ইরানকে পরমাণু চুক্তি লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে ৩৫ রাষ্ট্রের বোর্ডে একটি প্রস্তাব পাস করেছে। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ইরান একটি নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র চালুর ঘোষণা দেয়। কয়েক ঘণ্টার ব্যবধানে ইসরায়েল হামলা চালালে উত্তেজনা চূড়ায় পৌঁছায়।
ওয়াশিংটনের হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। জেলেনস্কি হোয়াইট হাউসের উত্তর প্রবেশপথে পৌঁছালে ট্রাম্প তাঁকে করমর্দন করে ও হাসি দিয়ে স্বাগত জানান।
৫ ঘণ্টা আগেএক অদ্ভুত পদক্ষেপের কারণে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রুশ বাহিনী। ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের মালা টকমাচকা এলাকায় হামলা চালানোর সময় দখল করা একটি মার্কিন সাঁজোয়া যানে তারা রাশিয়ার পতাকার পাশে আমেরিকার পতাকাও উড়িয়েছে।
৬ ঘণ্টা আগেস্থানীয় সময় বেলা ১টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১১টা ১৫ মিনিট) এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট জেলেনস্কিসহ প্রায় সব ইউরোপীয় নেতা হোয়াইট হাউসে এসে পৌঁছেছেন।
৬ ঘণ্টা আগেট্রাম্প-পুতিন বৈঠকের মাত্র তিন দিন পরে পুতিন ফোন করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। জানালেন, বৈঠকের আগে তাঁর দেওয়া পরামর্শ কতটা কাজে লেগেছে। মোদির উত্তরও ছিল কূটনৈতিক—ভারত এখনো বিশ্বাস করে আলোচনার পথেই শান্তি সম্ভব। কিন্তু এর বাইরেও রয়েছে শক্ত বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট কার্যত স্বীকার
৭ ঘণ্টা আগে