আজকের পত্রিকা ডেস্ক
রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়াবহ হামলার মধ্যেই ইউক্রেনের কিয়েভ শহরের রাস্তায় অ্যাম্বুলেন্সে করে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিলেন হৃদ্রোগ বিশেষজ্ঞ ড. বরিস তোদুরভ। তাঁর সঙ্গে ছিল এক অনন্য ও অমূল্য পাথেয়—একটি হৃৎপিণ্ড। তাঁর লক্ষ্য ছিল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একটি শিশুর জীবন বাঁচানো।
সিএনএন জানিয়েছে, ড. তোদুরভের রোগী ছিল এক মরণাপন্ন শিশু, বহুদিন ধরে হৃদ্রোগে ভুগছিল সে। কয়েক দিন আগে তার অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসক বুঝতে পারেন—হৃদ্যন্ত্র প্রতিস্থাপনই একমাত্র উপায়। ঠিক এমন সময় শহরের অপর প্রান্তে এক চার বছর বয়সী মেয়ের মৃত্যু ঘোষণা করা হয়। পরে মেয়েটির পরিবার তার হৃৎপিণ্ড, কিডনি ও লিভার দান করে দেয়।
কিয়েভের ওখমাতদিত শিশু হাসপাতালে দান করা ওই হৃৎপিণ্ড অপসারণ করে এটি নিয়ে তোদুরভ পাড়ি জমান শহরের অন্য প্রান্তে অবস্থিত হার্ট ইনস্টিটিউটের উদ্দেশে। সেখানেই অপেক্ষা করছিল তাঁর রোগী। কিন্তু যাত্রাপথে পুরো ১০ মাইল পথজুড়ে কিয়েভের আকাশে উড়ছিল রুশ ড্রোন, ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কেঁপে উঠছিল শহরটি।
তবু থামেননি তোদুরভ। ডিনিপ্রো নদীর ওপর সেতু পেরোনো ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। কারণ, ওই অঞ্চলেই ইউক্রেনীয় প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ে থাকে, যাতে ধ্বংসাবশেষ নদীতে পড়ে।
রাস্তায় আগুন জ্বলছিল, মাথার ওপর দিয়ে উড়ছে ড্রোন—তার মাঝেই ভিডিওতে দেখা যায়, তোদুরভ বলছেন, ‘আমরা একটি হৃদয় বহন করছি।’
অবশেষে তিনি সফলভাবে হাসপাতালে পৌঁছে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন এবং শুরু হয় প্রতিস্থাপন প্রক্রিয়া। মাত্র কয়েক ঘণ্টা আগে মৃত একটি দেহ থেকে নেওয়া হৃৎপিণ্ডটি তখন নতুন শিশুটির বুকে স্পন্দন তুলছিল। তোদুরভ বলেন, ‘হৃৎপিণ্ডটি কাজ করছে, রক্তচাপ স্থিতিশীল। আমরা আশাবাদী—শিশুটি সুস্থ হয়ে দীর্ঘ ও পরিপূর্ণ জীবন পাবে।’
ইউক্রেনীয় ট্রান্সপ্ল্যান্ট কো-অর্ডিনেশন সেন্টার জানায়, চার বছর বয়সী যে মেয়ে হৃদয় দান করেছিল, তার কিডনি প্রতিস্থাপন করা হয় এক ১৪ বছর বয়সী ছেলের শরীরে এবং লিভার প্রতিস্থাপন করা হয় ১৬ বছরের এক কিশোরীর শরীরে। ওই দুটি অস্ত্রোপচার ওখমাতদিত হাসপাতালেই সম্পন্ন হয়।
নতুন জীবন পাওয়া তিনজনের মধ্যে দুজনই ছিল সংকটাপন্ন অবস্থায়। সময়মতো অঙ্গ প্রতিস্থাপন না হলে তাঁদের বাঁচার সম্ভাবনা ছিল না বললেই চলে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘ছোট্ট দানকারীর আত্মা শান্তিতে থাকুক। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের এই কঠিন ও মহান সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা।’
রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভয়াবহ হামলার মধ্যেই ইউক্রেনের কিয়েভ শহরের রাস্তায় অ্যাম্বুলেন্সে করে দ্রুতগতিতে ছুটে যাচ্ছিলেন হৃদ্রোগ বিশেষজ্ঞ ড. বরিস তোদুরভ। তাঁর সঙ্গে ছিল এক অনন্য ও অমূল্য পাথেয়—একটি হৃৎপিণ্ড। তাঁর লক্ষ্য ছিল, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে একটি শিশুর জীবন বাঁচানো।
সিএনএন জানিয়েছে, ড. তোদুরভের রোগী ছিল এক মরণাপন্ন শিশু, বহুদিন ধরে হৃদ্রোগে ভুগছিল সে। কয়েক দিন আগে তার অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসক বুঝতে পারেন—হৃদ্যন্ত্র প্রতিস্থাপনই একমাত্র উপায়। ঠিক এমন সময় শহরের অপর প্রান্তে এক চার বছর বয়সী মেয়ের মৃত্যু ঘোষণা করা হয়। পরে মেয়েটির পরিবার তার হৃৎপিণ্ড, কিডনি ও লিভার দান করে দেয়।
কিয়েভের ওখমাতদিত শিশু হাসপাতালে দান করা ওই হৃৎপিণ্ড অপসারণ করে এটি নিয়ে তোদুরভ পাড়ি জমান শহরের অন্য প্রান্তে অবস্থিত হার্ট ইনস্টিটিউটের উদ্দেশে। সেখানেই অপেক্ষা করছিল তাঁর রোগী। কিন্তু যাত্রাপথে পুরো ১০ মাইল পথজুড়ে কিয়েভের আকাশে উড়ছিল রুশ ড্রোন, ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে কেঁপে উঠছিল শহরটি।
তবু থামেননি তোদুরভ। ডিনিপ্রো নদীর ওপর সেতু পেরোনো ছিল সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ। কারণ, ওই অঞ্চলেই ইউক্রেনীয় প্রতিরক্ষাব্যবস্থা ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ে থাকে, যাতে ধ্বংসাবশেষ নদীতে পড়ে।
রাস্তায় আগুন জ্বলছিল, মাথার ওপর দিয়ে উড়ছে ড্রোন—তার মাঝেই ভিডিওতে দেখা যায়, তোদুরভ বলছেন, ‘আমরা একটি হৃদয় বহন করছি।’
অবশেষে তিনি সফলভাবে হাসপাতালে পৌঁছে অপারেশন থিয়েটারে প্রবেশ করেন এবং শুরু হয় প্রতিস্থাপন প্রক্রিয়া। মাত্র কয়েক ঘণ্টা আগে মৃত একটি দেহ থেকে নেওয়া হৃৎপিণ্ডটি তখন নতুন শিশুটির বুকে স্পন্দন তুলছিল। তোদুরভ বলেন, ‘হৃৎপিণ্ডটি কাজ করছে, রক্তচাপ স্থিতিশীল। আমরা আশাবাদী—শিশুটি সুস্থ হয়ে দীর্ঘ ও পরিপূর্ণ জীবন পাবে।’
ইউক্রেনীয় ট্রান্সপ্ল্যান্ট কো-অর্ডিনেশন সেন্টার জানায়, চার বছর বয়সী যে মেয়ে হৃদয় দান করেছিল, তার কিডনি প্রতিস্থাপন করা হয় এক ১৪ বছর বয়সী ছেলের শরীরে এবং লিভার প্রতিস্থাপন করা হয় ১৬ বছরের এক কিশোরীর শরীরে। ওই দুটি অস্ত্রোপচার ওখমাতদিত হাসপাতালেই সম্পন্ন হয়।
নতুন জীবন পাওয়া তিনজনের মধ্যে দুজনই ছিল সংকটাপন্ন অবস্থায়। সময়মতো অঙ্গ প্রতিস্থাপন না হলে তাঁদের বাঁচার সম্ভাবনা ছিল না বললেই চলে।
সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ‘ছোট্ট দানকারীর আত্মা শান্তিতে থাকুক। তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং তাদের এই কঠিন ও মহান সিদ্ধান্তের প্রতি গভীর কৃতজ্ঞতা।’
আসামের তিনসুকিয়া জেলায় সেনা ক্যাম্পে সন্দেহভাজন সশস্ত্র বন্দুকধারীর হামলায় তিন সেনাসদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার ভোররাতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
৩ মিনিট আগেগাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের লক্ষ্যে যৌথভাবে কাজ করছে ফ্রান্স ও ব্রিটেন। ফ্রান্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে প্যারিস ও লন্ডন আগামী কয়েক দিনের মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবটি চূড়ান্ত করার কাজ করছে। এই প্রস্তাবের লক্ষ্য হবে—গাজায় ভবিষ্যতে একটি আন
১ ঘণ্টা আগেফ্রেই জিলসন বলেন, ‘মিষ্টি আর কোমল পানীয় ত্যাগ করা তখন আর বড় ত্যাগ মনে হচ্ছিল না। তাই ভাবলাম, আমার ঘুমটাই ঈশ্বরকে উৎসর্গ করি।’
১ ঘণ্টা আগেগ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভের প্রধান ও ভারতের সাবেক বাণিজ্য কর্মকর্তা অজয় শ্রীবাস্তব বলেন, ভারতের জন্য রুশ তেল দাম স্থিতিশীল রাখে এবং রিফাইনারির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভারতের বেশির ভাগ রিফাইনারি ভারী ধরনের অপরিশোধিত তেলের জন্য তৈরি, যেমন—রাশিয়ার ইউরালস ব্লেন্ড।
২ ঘণ্টা আগে