Ajker Patrika

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জনের মৃত্যুর শঙ্কা  

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৮ জনের মৃত্যুর শঙ্কা  

রাশিয়ার কামচাতকা উপদ্বীপে ১৬ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ বৃহস্পতিবার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় আটজনের মৃত্যুর আশঙ্কা করছেন স্থানীয় সরকারি কর্মকর্তারা।    

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ১৬ জন আরোহীর মধ্যে বেশির ভাগই পর্যটক ছিল। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় এখনো সাতজন নিখোঁজ রয়েছে। 

স্থানীয় সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, এমআই-৮ হেলিকপ্টারটি ক্রোনটস্কির কুরিল হ্রদে বিধ্বস্ত হয়। 

প্রাথমিকভাবে জানা, হেলিকপ্টারটিতে ১৩ জন যাত্রী এবং তিনজন ক্রু ছিলেন। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছেন ৪০ জন উদ্ধারকর্মী।

স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, এখন পর্যন্ত নয়জনকে উদ্ধার করা হয়েছে। 

এই ঘটনায় একটি তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে রাশিয়ান ইনভেস্টিগেশন কমিটি। এই সংস্থাটি রাশিয়ার বিমান দুর্ঘটনার তদন্ত করে থাকে। 

হেলিকপ্টারটি পর্যটকদের নিয়ে পর্যটন এলাকা খোদুটকাতে যাচ্ছিল। এটি পেট্রোপাভলভস্ক-কামচাতস্কি শহরের মধ্যবর্তী একটি এলাকা।

গত জুনেও রাশিয়ায় উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৯ জন নিহত হন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত