ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা আজভ সাগরের ওপর একটি রাশিয়ান গুপ্তচর বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। এটিকে মস্কোর বিমান শক্তির জন্য একটি বড় আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্লেষকেরা।
আজ সোমবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গুপ্তচর বিমান ভূপাতিত করার বিষয়ে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি। তিনি জানান, ইউক্রেনের বিমানবাহিনী একটি এ-৫০ দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান এবং একটি আইএল-২২ এয়ার কন্ট্রোল সেন্টারকে ধ্বংস করেছে। এ-৫০ বিমান আকাশ প্রতিরক্ষা শনাক্ত করে এবং রাশিয়ান জেট বিমানের লক্ষ্যবস্তু সমন্বয় করে।
বর্তমানে দক্ষিণ-পূর্বাঞ্চল দিয়ে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হওয়ার জন্য সংগ্রাম করছে ইউক্রেনের বাহিনী।
গত বছরের ২৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ব্রিফিংয়ে বলা হয়েছিল, রাশিয়ার ‘সম্ভবত’ ছয়টি অপারেশনাল এ-৫০ বিমান সক্রিয় আছে। বিমানগুলো তৈরি করতে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তারা এ-৫০ বিমান ভূপাতিত করার বিষয়ে ইউক্রেনের দাবিটির সত্যাসত্য নিরূপণ করতে পারেননি। এ সম্পর্কে রুশ কর্মকর্তারা দাবি করেছেন, বিমান ধ্বংসের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে রাশিয়ার এক যুদ্ধপন্থী ভাষ্যকারকে বলতে শোনা গেছে—এ-৫০ বিমানের ক্ষতি হবে তাৎপর্যপূর্ণ।
একটি জনপ্রিয় সামরিক চ্যানেল ‘রাইবার’ বলেছে, যদি রাশিয়ান ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের তথ্য সত্যি হয়, তবে এটি রাশিয়ান বিমানবাহিনীর জন্য আরেকটি কালো দিন হবে।
এর আগে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল জালুঝনি টেলিগ্রামে বলেন, ইউক্রেনের বিমানবাহিনী ইউক্রেনের দক্ষিণ-পূর্বে আজভ অঞ্চলে একটি অপারেশন চমৎকারভাবে পরিকল্পনা ও পরিচালনা করেছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক একটি টেলিগ্রাম পোস্টে বিমানটি ভূপাতিত করার বিষয়ে মন্তব্য করেছেন। তবে বিস্তারিত জানাননি।
ইউক্রেনের সামরিক বাহিনী দাবি করেছে, তারা আজভ সাগরের ওপর একটি রাশিয়ান গুপ্তচর বিমানকে গুলি করে ভূপাতিত করেছে। এটিকে মস্কোর বিমান শক্তির জন্য একটি বড় আঘাত হিসেবে আখ্যায়িত করেছেন বিশ্লেষকেরা।
আজ সোমবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ গুপ্তচর বিমান ভূপাতিত করার বিষয়ে বিবৃতি দিয়েছেন ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি। তিনি জানান, ইউক্রেনের বিমানবাহিনী একটি এ-৫০ দূরপাল্লার রাডার শনাক্তকারী বিমান এবং একটি আইএল-২২ এয়ার কন্ট্রোল সেন্টারকে ধ্বংস করেছে। এ-৫০ বিমান আকাশ প্রতিরক্ষা শনাক্ত করে এবং রাশিয়ান জেট বিমানের লক্ষ্যবস্তু সমন্বয় করে।
বর্তমানে দক্ষিণ-পূর্বাঞ্চল দিয়ে রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হওয়ার জন্য সংগ্রাম করছে ইউক্রেনের বাহিনী।
গত বছরের ২৩ ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি ব্রিফিংয়ে বলা হয়েছিল, রাশিয়ার ‘সম্ভবত’ ছয়টি অপারেশনাল এ-৫০ বিমান সক্রিয় আছে। বিমানগুলো তৈরি করতে কয়েক মিলিয়ন ডলার খরচ হতে পারে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তারা এ-৫০ বিমান ভূপাতিত করার বিষয়ে ইউক্রেনের দাবিটির সত্যাসত্য নিরূপণ করতে পারেননি। এ সম্পর্কে রুশ কর্মকর্তারা দাবি করেছেন, বিমান ধ্বংসের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। তবে রাশিয়ার এক যুদ্ধপন্থী ভাষ্যকারকে বলতে শোনা গেছে—এ-৫০ বিমানের ক্ষতি হবে তাৎপর্যপূর্ণ।
একটি জনপ্রিয় সামরিক চ্যানেল ‘রাইবার’ বলেছে, যদি রাশিয়ান ক্ষয়ক্ষতির বিষয়ে ইউক্রেনের তথ্য সত্যি হয়, তবে এটি রাশিয়ান বিমানবাহিনীর জন্য আরেকটি কালো দিন হবে।
এর আগে ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল জালুঝনি টেলিগ্রামে বলেন, ইউক্রেনের বিমানবাহিনী ইউক্রেনের দক্ষিণ-পূর্বে আজভ অঞ্চলে একটি অপারেশন চমৎকারভাবে পরিকল্পনা ও পরিচালনা করেছে।
ইউক্রেনীয় বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক একটি টেলিগ্রাম পোস্টে বিমানটি ভূপাতিত করার বিষয়ে মন্তব্য করেছেন। তবে বিস্তারিত জানাননি।
নেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
১ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
১ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
১ ঘণ্টা আগেভারতের এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, নেপালের উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারত-নেপাল সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। সশস্ত্র সীমা বল পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।
২ ঘণ্টা আগে