অনলাইন ডেস্ক
ইউক্রেন সংকট নিরসনে প্যারিস জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠকের কথা ঘোষণা করেছে তার জবাব দিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিদের মধ্যে সম্মেলন আয়োজনের বিষয়টি নিয়ে ‘তাড়াহুড়ো’ করা হয়েছে।
সোমবার ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন। তবে মস্কো যদি ইউক্রেন আক্রমণ থেকে বিরত থাকে।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “এই সময়ে এ ধরনের যেকোনো সম্মেলন আয়োজনের পরিকল্পনা ‘অপরিপক্ব’ সিদ্ধান্ত। এখানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি বোঝাপড়া হয়েছে এবং সেই স্তরেই সংলাপ চালিয়ে যাওয়া উচিত।’
পেসকভ বলেছেন, “প্রেসিডেন্ট পর্যায়ে এমন শীর্ষ সম্মেলন আয়োজনে ক্রেমলিনের ‘কোনো পরিষ্কার পরিকল্পনা নেই’। ”
ক্রেমলিনের মুখপাত্র আরও বলেছেন, ‘প্রয়োজনে অবশ্যই, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিরা টেলিফোন কল বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত নিতে পারেন।’
ফ্রান্সের পক্ষ থেকে এই বৈঠকের প্রস্তাব করা হয়। গত রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রায় ৩ ঘণ্টাব্যাপী ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট এই প্রস্তাব দেন। ওই ফোনালাপের পর মাখোঁ বাইডেনকেও ফোন দেন। প্রায় ১৫ মিনিটের ওই ফোনালাপের একপর্যায়ে মাঁখো বাইডেন কাছে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন।
মাখোঁর প্রস্তাবের সূত্র ধরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, এই সম্মেলন যুগ যুগ ধরে চলা ইউরোপের নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করতে সমর্থ হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাঁদের গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন আক্রমণে প্রস্তুত। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বারবার নাকচ করা হয়েছে।
ইউক্রেন সংকট নিরসনে প্যারিস জো বাইডেন ও ভ্লাদিমির পুতিনের মধ্যে যে বৈঠকের কথা ঘোষণা করেছে তার জবাব দিয়েছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন থেকে বলা হয়েছে, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিদের মধ্যে সম্মেলন আয়োজনের বিষয়টি নিয়ে ‘তাড়াহুড়ো’ করা হয়েছে।
সোমবার ফরাসি প্রেসিডেন্ট প্রাসাদের পক্ষ থেকে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসতে ‘নীতিগতভাবে’ সম্মত হয়েছেন। তবে মস্কো যদি ইউক্রেন আক্রমণ থেকে বিরত থাকে।
এই বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, “এই সময়ে এ ধরনের যেকোনো সম্মেলন আয়োজনের পরিকল্পনা ‘অপরিপক্ব’ সিদ্ধান্ত। এখানে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য একটি বোঝাপড়া হয়েছে এবং সেই স্তরেই সংলাপ চালিয়ে যাওয়া উচিত।’
পেসকভ বলেছেন, “প্রেসিডেন্ট পর্যায়ে এমন শীর্ষ সম্মেলন আয়োজনে ক্রেমলিনের ‘কোনো পরিষ্কার পরিকল্পনা নেই’। ”
ক্রেমলিনের মুখপাত্র আরও বলেছেন, ‘প্রয়োজনে অবশ্যই, রাশিয়া ও মার্কিন রাষ্ট্রপতিরা টেলিফোন কল বা অন্য কোনো পদ্ধতির মাধ্যমে আলোচনার সিদ্ধান্ত নিতে পারেন।’
ফ্রান্সের পক্ষ থেকে এই বৈঠকের প্রস্তাব করা হয়। গত রোববার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ও রাশিয়ার প্রেসিডেন্টে ভ্লাদিমির পুতিনের মধ্যকার প্রায় ৩ ঘণ্টাব্যাপী ফোনালাপের পর ফরাসি প্রেসিডেন্ট এই প্রস্তাব দেন। ওই ফোনালাপের পর মাখোঁ বাইডেনকেও ফোন দেন। প্রায় ১৫ মিনিটের ওই ফোনালাপের একপর্যায়ে মাঁখো বাইডেন কাছে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দেন।
মাখোঁর প্রস্তাবের সূত্র ধরেই হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, বাইডেন পুতিনের সঙ্গে বৈঠকে বসতে নীতিগতভাবে সম্মত হয়েছেন।
বিশ্লেষকেরা ধারণা করছেন, এই সম্মেলন যুগ যুগ ধরে চলা ইউরোপের নিরাপত্তা সংকট কাটিয়ে উঠতে একটি কূটনৈতিক পথ খুঁজে বের করতে সমর্থ হবে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে তাঁদের গোয়েন্দা তথ্য বলছে, রাশিয়া ইউক্রেন আক্রমণে প্রস্তুত। তবে রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের অভিযোগ বারবার নাকচ করা হয়েছে।
ইউক্রেনকে এই সময়ের সবচেয়ে বড় পরীক্ষা হিসেবে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বাংলাদেশের সময় আজ রাত সাড়ে ৯টার দিকে ব্রিটিশ পার্লামেন্টে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ইউক্রেন আমাদের সময়ের সবচেয়ে বড় পরীক্ষা।’
৩২ মিনিট আগেক্রিপটো রিজার্ভ গঠন করবে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণার পর ক্রিপটোকারেন্সির বাজারে বড় ধরনের উত্থান দেখা গেছে। মার্কিন ক্রিপটো রিজার্ভের প্রথম ধাপে পাঁচটি ডিজিটাল টোকেন অন্তর্ভুক্ত করা হয়েছে।
২ ঘণ্টা আগেসংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চার মাস বয়সী এক শিশুকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩৩ বছর বয়সী ভারতীয় নারী শাহজাদি খানের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আজ সোমবার দিল্লি হাইকোর্টকে এই তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
৪ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ায় হ্যারিসন ‘সোনালি বাহুর অধিকারী মানুষ’ হিসেবেও পরিচিত ছিলেন। তাঁর রক্তে বিরল একটি অ্যান্টিবডি (অ্যান্টি-ডি) ছিল। এই অ্যান্টিবডি এমন ওষুধ তৈরিতে ব্যবহৃত হতো, যা গর্ভবতী মায়েদের শরীরে প্রয়োগ করা হয়। মূলত যেসব মায়ের রক্ত অনাগত শিশুর রক্তের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ তাঁদের শরীরেই এই ওষুধটি দেওয়া
৬ ঘণ্টা আগে