Ajker Patrika

জার্মানিতে নতুন গণকবরের সন্ধান, মিলল ‘প্লেগে’ মারা যাওয়া ১০০০ মানুষের কঙ্কাল

অনলাইন ডেস্ক
আপডেট : ০৭ মার্চ ২০২৪, ১৭: ৫৪
Thumbnail image

দক্ষিণ জার্মানিতে একটি গণকবরের খোঁজ পেয়েছেন প্রত্নতাত্ত্বিকেরা। এটি এখন পর্যন্ত খনন করা ইউরোপের সবচেয়ে বড় গণকবর হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা।

নুরেমবার্গ শহরের প্রাণকেন্দ্রে এই গণকবরটিতে প্লেগে মারা যাওয়া মানুষের এক হাজারের মতো কঙ্কাল পাওয়া গেছে। বিশেষজ্ঞদের ধারণা দেড় হাজারের বেশি মানুষকে সমাধিস্থ করা হয় এখানে। মঙ্গলবার প্রকাশিত এক বিজ্ঞপ্তির সূত্রে এ তথ্য জানায় মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। 

শহরে নতুন আবাসিক ভবন নির্মাণের আগে একটি প্রত্নতাত্ত্বিক জরিপের সময় এ গণকবর আবিষ্কৃত হয়। 

নুরেমবার্গের হেরিটেজ সংরক্ষণের দায়িত্বে থাকা বিভাগের মেলানি ল্যাংবেইন সিএনএনকে জানান, প্লেগে আক্রান্তদের সমাধিস্থ করতে ব্যবহার করা আটটি গর্ত আবিষ্কৃত হয়েছে। প্রতিটিতে কয়েক শ মৃতদেহ রয়েছে। 

‘এই লোকেদের সাধারণ গোরস্থানে সমাধিস্থ করা হয়নি।’ বলেন ল্যাংবেইন, ‘এর অর্থ হলো বিপুলসংখ্যক মৃত লোক যাদের খ্রিষ্টানদের রীতি-নীতি বা প্রথার কথা বিবেচনা না করেই অল্প সময়ের মধ্যে সমাধিস্থ করা জরুরি হয়ে পড়েছিল।’ 

ল্যাংবেইন মনে করেন এ ধরনের গণকবরের সবচেয়ে যুক্তসংগত ব্যাখ্যা, কোনো মহামারি যেমন প্লেগে এদের মৃত্যু হয়েছে। 

১৪ শতক থেকে নুরেমবার্গ প্রায় প্রতি ১০ বছরে প্লেগের প্রাদুর্ভাবের শিকার হয়। এটিই এই গণকবরের তারিখ নির্ধারণ কঠিন করে তুলেছে বলে মনে করেন ল্যাংবেইন। 

নুরেমবার্গ শহরে নতুন আবাসিক ভবন নির্মাণের আগে একটি প্রত্নতাত্ত্বিক জরিপের সময় এই গণকবর আবিষ্কৃত হয়। ছবি: ইন তেরা ভেরিতাস প্রত্নতাত্ত্বিকেরা চৌদ্দ শতকের শেষ থেকে ষোলো দশকের গোড়ার সময়কার মধ্যকার একটি গণকবরের তারিখ নির্ধারণে রেডিও কার্বন ডেটিং ব্যবহার করেছিলেন। সেখানে সেই পরিসরের শেষ সময়কার মৃৎপাত্র ও মুদ্রার খণ্ড খুঁজে পাওয়া যায়। 

তারা ১৬৩৪ সালের একটি নোটও আবিষ্কার করেন। যাতে ১৬৩২-৩৩ সালে ১৫ হাজারেরও বেশি মানুষ মারা যায় এমন একটি প্লেগ মহামারির বিষয়ে বিস্তারিত বিবরণ আছে। যেখানে বলা হয় প্রায় ২ হাজার লোককে সেন্ট সেবাস্টিয়ান স্পিটালের কাছে সমাহিত করা হয়েছিল। এটি বর্তমান খননের এলাকাই। 

এই প্রমাণ দলটিকে এই উপসংহারে নিয়ে যায় যে নতুন আবিষ্কৃত দেহাবশেষগুলোর মধ্যে পুরোনোগুলো সম্ভবত ১৬৩২-৩৩ মহামারির সময়কালের। 

জুলিয়ান ডেকার, যার প্রতিষ্ঠান ইন তেরা ভেরিতাস খননকাজ চালাচ্ছে, সিএনএনকে জানান তিনি এই আবিষ্কারে বিস্মিত হয়েছেন। গোড়ার দিকের কয়েকটি কঙ্কাল আবিষ্কারের পর তিনি ভেবেছিলেন এগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বর্ষণে নিহতদের হতে পারে। ডেকার এখন বিশ্বাস করেন এখানে দেড় হাজারের বেশি মৃতদেহ আছে। 

‘আমি ব্যক্তিগতভাবে আশা করি যে সংখ্যাটি দুই হাজার বা তারও বেশি হবে। যা এটিকে ইউরোপের বৃহত্তম গণকবরে পরিণত করবে।’ বলেন ডেকার। 

ল্যাংবেইন সিএনএনকে বলেছিলেন, ১৬৩২-৩৩ সালের মহামারিটি আগের গুলির চেয়ে ভয়াবহ ছিল। এর পেছনে ভূমিকা রাখে থার্টি ইয়ারস ওয়ার বা ১৬১৮ থেকো ১৬৪৮ সালের মধ্যে বিভিন্ন ইউরোপীয় দেশগুলোর মধ্যে সংঘটিত বিভিন্ন যুদ্ধ।

‘নুরেমবার্গ বিভিন্ন সৈন্য দল দ্বারা পরিবেষ্টিত ছিল এবং এখানকার অধিবাসীরা বেশ ভয়ংকর পরিস্থিতিতে বাস করছিল।’ বলেন তিনি। 

এই গণকবরে সেই সময়ের সমাজের একটি প্রতিনিধিত্বমূলক নমুনা রয়েছে বলে জানান গবেষকেরা। অর্থাৎ সেখানকার অধিবাসীদের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জানার সুযোগ করে দেবে এটি। 

‘আমরা একটি প্রদর্শনীর পরিকল্পনাও করছি। তবে এতে কিছু সময় লাগবে। ২০২৫ সালের শরতে হয়তো প্রস্তুত হতে পারব আমরা।’ বলেন ল্যাংবেইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তিন ছাত্রকে আটক করায় এসআই ক্লোজড, ওসির বিরুদ্ধে তদন্ত শুরু

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

থানায় হামলা করে আটকদের ছাড়িয়ে নিল ছাত্ররা, বদলির মুখে ওসি-এসআই

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

‘আমরা রিস্ক নিয়ে আওয়ামী লীগ ধরায়ে দেই, ক্রেডিট নেয় ওসি’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত