Ajker Patrika

মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী বান্ধবীকে হাজার কোটি টাকা দিয়ে গেলেন বারলুসকোনি

আপডেট : ১০ জুলাই ২০২৩, ১৫: ২০
মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী বান্ধবীকে হাজার কোটি টাকা দিয়ে গেলেন বারলুসকোনি

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বারলুসকোনি মৃত্যুর আগে ৩৩ বছর বয়সী বান্ধবী মার্টা ফ্যাসিনাকে ১ হাজার ১৮৩ কোটি ২৬ লাখ টাকার (১০ কোটি ইউরো) সম্পদ লিখে দিয়ে গেছেন। বারলুসকোনি গত মাসে মারা গেছেন। ধারণা করা হচ্ছে, তিনবারের প্রধানমন্ত্রী বারলুসকোনির সম্পদের পরিমাণ প্রায় ৬ বিলিয়ন ইউরোর বেশি। খবর দ্য গার্ডিয়ানের। 

২০২০ সালের মার্চ থেকে বারলুসকোনির সঙ্গে সম্পর্ক শুরু হয় ফ্যাসিনার। তবে তাঁরা বিয়ে না করলেও বারলুসকোনি মৃত্যুশয্যায় ফ্যাসিনাকে ‘স্ত্রী’ বলে ডেকেছেন। 

২০১৮ সালের সাধারণ নির্বাচনের পর থেকে ফ্যাসিনা ইতালির সংসদের নিম্নকক্ষের সদস্য। তিনি রাজনৈতিক দল ফোরজা ইতালিয়ার ডেপুটি। ১৯৪৪ সালে বারলুসকোনি রাজনীতিতে প্রবেশকালে দলটি প্রতিষ্ঠা করেছিলেন। 

তবে এখন বারলুসকোনির ব্যবসা তাঁর দুই বড় সন্তান মেরিনা এবং পিয়ের সিলভিও পরিচালনা করবেন। তাঁরা ইতিমধ্যেই ব্যবসার নির্বাহী পরিচালকের দায়িত্ব পালন করছেন। তাঁরা ফিনিভেস্ট পরিবারের হোল্ডিংয়ে ৫৩ শতাংশ পাবেন। 

এ ছাড়া তিনি ভাই পাওলোর জন্য ১০০ মিলিয়ন ইউরো এবং ৩০ মিলিয়ন ইউরো মার্সেলো দেলউত্রিকে দিয়ে গেছেন। দেলউত্রি ফোরজা ইতালিয়া পার্টির একজন সাবেক সিনেটর। তিনি মাফিয়ার সঙ্গে যুক্ত থাকার দায়ে কারাভোগও করেছেন। 

বারলুসকোনি কয়েক দশক ধরে একজন বিলিয়নিয়ার মিডিয়া মোগল, ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রী হিসেবে ইতালীয় জনজীবনে আধিপত্য বিস্তার করেছেন। তিনি ১২ জুন ৮৬ বছর বয়সে মারা যান। তিনি মৃত্যুর আগে লিউকেমিয়া রোগে আক্রান্ত হয়ে মিলানের একটি হাসপাতালে ভর্তি ছিলেন। 

আজ মঙ্গলবার পাঁচ সন্তান ও অন্যান্য সাক্ষীর উপস্থিতিতে তাঁর উইল পাঠ করা হয়। উইলে তিনি লিখেছেন, ‘আমি আমার স্টক মার্কেট সন্তান মেরিনা এবং পিয়ার সিলভিওকে সমান ভাগে ভাগ করে দিচ্ছি। আর মেরিনা ও পিয়ার সিলভিওসহ বারবারা, এলিওনোরা এবং লুইগির কাছে বাকি সব সম্পত্তি সমান ভাগে ছেড়ে দিচ্ছি। ধন্যবাদ, তোমাদের সবাইকে, তোমাদের প্রতি বাবার ভালোবাসা রইল। 

বারলুসকোনি কর জালিয়াতির জন্য দোষী সাব্যস্ত হওয়ার পরে ছয় বছরের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হন। এর আগে তিনি ইতালির প্রধানমন্ত্রী হিসেবে তিনবার দায়িত্ব পালন করেছিলেন। তিনি একবার নিজেকে যিশুর সঙ্গে তুলনা করেছিলেন। তিনি ছিলেন ইতালির সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী কিন্তু কেলেঙ্কারিতে জর্জরিত ছিলেন। 

লিউকেমিয়ায় আক্রান্ত হওয়া সত্ত্বেও তিনি প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ডানপন্থী সরকারের একজন সিনেটর এবং অংশীদার হিসেবে শেষ পর্যন্ত রাজনীতিতে সক্রিয় ছিলেন।

তিনি জীবনের বেশির ভাগ সময় নানা অভিযোগ ও আইনি লড়াই করেছেন। তাঁর কুখ্যাত ‘বুঙ্গা বুঙ্গা’ সেক্স পার্টি অল্পবয়সী মেয়েদের অংশ নেওয়ার অভিযোগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বন্ধ হয়ে গিয়েছিল। 

করোনভাইরাস সংক্রমিত হওয়ার পরে ২০২০ সালের সেপ্টেম্বরে তিনি ১১ দিনের জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর ২০২৩ সালের এপ্রিলে তাঁর লিউকেমিয়া এবং ফুসফুসের সংক্রমণ ধরা পড়ে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত