Ajker Patrika

শুভেচ্ছাসূচক চিঠিতে '৬৬র বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ রানির

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ জুলাই ২০২১, ০৩: ৪৮
শুভেচ্ছাসূচক চিঠিতে '৬৬র বিশ্বকাপ জয়ের স্মৃতিচারণ রানির

ইউরো কাপ-২০২০ সেমি জিতে ফাইনালে ওঠায় এবং ফাইনালে জয়ের প্রত্যাশায় ইংল্যান্ডের ফুটবলারদের শুভেচ্ছাসূচক চিঠি পাঠিয়েছেন রানি ২য় এলিজাবেথ। এ চিঠিতে তিনি ১৯৬৬ সালের বিশ্বকাপজয়ী ববি মুরের হাতে বিশ্বকাপ তুলে দেওয়ার স্মৃতিচারণ করেন। 

স্মৃতিচারণে রানি লিখেন, '৫৫ বছর আগে ববি মুরের কাছে বিশ্বকাপ তুলে দেওয়ার সৌভাগ্য হয়েছিল। তখন আমি দেখেছি খেলোয়াড়, পরিচালনায় নিয়োজিত ও সহায়তা কর্মীদের কাছে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পৌঁছানো এবং জয়লাভ করার অর্থ কী'। 

খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে চিঠিতে লেখা হয়, ' ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে যাওয়ার জন্য আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাতে চাই। আগামীকালের জন্য এই শুভেচ্ছা জানাতে চাই, ইতিহাসে কেবল আপনাদের সাফল্যই নয়; আপনারা যে চেতনা, প্রতিশ্রুতি এবং গৌরবে নিজেদের পরিচালনা করে তাও রেকর্ড হয়ে থাকবে।' 

রানির শুভেচ্ছা পেয়ে ফুটবলাররাও ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে সাউথগেট বলেন, 'দলের সবার কাছেই রানি ও প্রধানমন্ত্রীর চিঠি পাওয়াটা দুর্দান্ত ছিল। এই স্বীকৃতি খেলোয়াড়দের সঠিক পথে পরিচালিত করবে। আমরা ফাইনালে পৌঁছেছি এবং আমরা জয়ের জন্য এখানে এসেছি। এখন আমরা ট্রফিটি ঘরে আনতে চাই।' 

এর আগে শনিবার, ট্রান্ট ওভার ট্রেন্টের নিকটবর্তী ইংল্যান্ড প্রশিক্ষণ কমপ্লেক্স থেকে বাসে যাওয়ার সময় সমর্থকেরা রাস্তার সারি করে খেলোয়াড়দের অভিবাদন জানায়। এ প্রসঙ্গে ক্যাপ্টেন হ্যারি কেন বলেন, 'রাস্তায় ভক্তদের উপস্থিতি এবং আমাদের যে সংবর্ধনা দেওয়া হয়েছিল তা আমাদের দেখিয়ে দিয়েছে যে এটি কত বড় উপলক্ষ। আমরা জানি ইংলিশ ভক্তদের কাছে এর অর্থ কতটা। তাই তাদের প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত এবং আশা করি আমরা আগামীকাল রাতে তাদের গর্বিত করতে পারব।' 

প্রসঙ্গত, ডেনমার্ককে ২-১ গোলে হারিয়ে ইউরো কাপের ফাইনালে উঠেছে হ্যারি কেনের ইংল্যান্ড। রোববার ফাইনালে ইতালির বিরুদ্ধে খেলবে তারা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত