যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় একপ্রকার নিশ্চিত। কেবল আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। আর ট্রাম্পের জয়ের দিনে যুক্তরাষ্ট্রের বৈরী দেশ রাশিয়া দেশটির সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ বা পুনর্গঠনের ধারণা দিয়েছে। রাশিয়ার সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ এই ধারণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কিরিল দিমিত্রিয়েভ আজ বুধবার বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হয়েছে। এমন এক সময়ে রাশিয়ার রাজনৈতিক বলয়ের অন্যতম প্রভাবশালী নেতা দিমিত্রিয়েভ এই মন্তব্য করলেন, যখন ডোনাল্ড ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা করেছেন।
এর আগে, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাতে রূপ নেয়। সেই সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক শীতল যুদ্ধের গভীরতম সময়ের পর এত খারাপ আর কখনো ছিল না।
রাশিয়ার রাজনৈতিক এলিটদের একজন এবং দেশটির সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী দিমিত্রিয়েভ আরও বলেছেন, ‘ট্রাম্পের দল তাদের বিরুদ্ধে পরিচালিত বড় ধরনের ভুল তথ্যের প্রচারণা সত্ত্বেও প্রেসিডেন্ট পদ ও সিনেট জয়ী হয়েছে।’
বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচের সাবেক এই কর্মকর্তা আরও বলেন, ‘তাদের (ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি) জয় সাধারণ আমেরিকানদের মধ্যে বাইডেন প্রশাসনের নজিরবিহীন মিথ্যা, অদক্ষতা ও বিদ্বেষের প্রতি বিরক্তিরই বহিঃপ্রকাশ। এটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সম্ভাবনা তৈরি করছে।’
এর আগে, ২০০৯ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মস্কোর সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ তথা পুনর্গঠনের প্রস্তাব দেন। তবে সে সময় তাঁর বক্তব্যকে ভুলভাবে অনুবাদ করা হয়। রুশ সংবাদমাধ্যম তাঁর বলা ‘রিসেট’ এর বদলে রুশ ভাষায় ‘ওভারলোড’ লেখা হয়েছিল। সে সময় প্রচেষ্টা সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় একপ্রকার নিশ্চিত। কেবল আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। আর ট্রাম্পের জয়ের দিনে যুক্তরাষ্ট্রের বৈরী দেশ রাশিয়া দেশটির সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ বা পুনর্গঠনের ধারণা দিয়েছে। রাশিয়ার সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ এই ধারণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কিরিল দিমিত্রিয়েভ আজ বুধবার বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হয়েছে। এমন এক সময়ে রাশিয়ার রাজনৈতিক বলয়ের অন্যতম প্রভাবশালী নেতা দিমিত্রিয়েভ এই মন্তব্য করলেন, যখন ডোনাল্ড ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা করেছেন।
এর আগে, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাতে রূপ নেয়। সেই সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক শীতল যুদ্ধের গভীরতম সময়ের পর এত খারাপ আর কখনো ছিল না।
রাশিয়ার রাজনৈতিক এলিটদের একজন এবং দেশটির সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী দিমিত্রিয়েভ আরও বলেছেন, ‘ট্রাম্পের দল তাদের বিরুদ্ধে পরিচালিত বড় ধরনের ভুল তথ্যের প্রচারণা সত্ত্বেও প্রেসিডেন্ট পদ ও সিনেট জয়ী হয়েছে।’
বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচের সাবেক এই কর্মকর্তা আরও বলেন, ‘তাদের (ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি) জয় সাধারণ আমেরিকানদের মধ্যে বাইডেন প্রশাসনের নজিরবিহীন মিথ্যা, অদক্ষতা ও বিদ্বেষের প্রতি বিরক্তিরই বহিঃপ্রকাশ। এটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সম্ভাবনা তৈরি করছে।’
এর আগে, ২০০৯ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মস্কোর সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ তথা পুনর্গঠনের প্রস্তাব দেন। তবে সে সময় তাঁর বক্তব্যকে ভুলভাবে অনুবাদ করা হয়। রুশ সংবাদমাধ্যম তাঁর বলা ‘রিসেট’ এর বদলে রুশ ভাষায় ‘ওভারলোড’ লেখা হয়েছিল। সে সময় প্রচেষ্টা সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।
ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্যে গত শনিবার তেলেঙ্গানার হায়দ্রাবাদে করাচি বেকারির একটি আউটলেটে ভাঙচুর চালিয়েছে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মীরা। দুই দেশ যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘণ্টা আগে এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে‘অপারেশন সিন্দুর’ অভিযানে পাকিস্তানের নয়টি লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলার পর পাকিস্তান পাল্টা ‘অপারেশন বুনইয়ানুম মারসৌস’ ঘোষণা করে। টানা চার দিনের উত্তেজনাপূর্ণ সামরিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।
৩ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিলাসবহুল জাম্বো জেট উপহার দিচ্ছে কাতারের রাজপরিবার। আনুমানিক ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মার্কিন ডলার মূল্যের এই উড়োজাহাজটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্যই বরাদ্দ থাকবে। ২০২৯ সালে এটি ট্রাম্প প্রেসিডেনশিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনের অধীনে চলে যাবে।
৪ ঘণ্টা আগেআগামী মঙ্গলবার মধ্যপ্রাচ্যে পা রাখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক আগে আগে ইসরায়েল-আমেরিকান জিম্মি ইদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা
৪ ঘণ্টা আগে