Ajker Patrika

ট্রাম্পের জয়ের দিনে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করার কথা বলল রাশিয়া

আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৮: ০০
ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ছবি: এএফপি
ডোনাল্ড ট্রাম্প নতুন করে ক্ষমতায় আসায় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করছে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয় একপ্রকার নিশ্চিত। কেবল আনুষ্ঠানিক ফল ঘোষণা বাকি। আর ট্রাম্পের জয়ের দিনে যুক্তরাষ্ট্রের বৈরী দেশ রাশিয়া দেশটির সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ বা পুনর্গঠনের ধারণা দিয়েছে। রাশিয়ার সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ এই ধারণা দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কিরিল দিমিত্রিয়েভ আজ বুধবার বলেছেন, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক পুনর্গঠনের নতুন সুযোগ তৈরি হয়েছে। এমন এক সময়ে রাশিয়ার রাজনৈতিক বলয়ের অন্যতম প্রভাবশালী নেতা দিমিত্রিয়েভ এই মন্তব্য করলেন, যখন ডোনাল্ড ট্রাম্প নিজেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা করেছেন।

এর আগে, ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণ করার পর মস্কো ও পশ্চিমা বিশ্বের মধ্যে উত্তেজনা ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটের পর সবচেয়ে বড় সংঘাতে রূপ নেয়। সেই সময় সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে পৌঁছেছিল। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কূটনীতিকরা বলেছেন, বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে সম্পর্ক শীতল যুদ্ধের গভীরতম সময়ের পর এত খারাপ আর কখনো ছিল না।

রাশিয়ার রাজনৈতিক এলিটদের একজন এবং দেশটির সভরেইন ওয়েলথ ফান্ডের প্রধান নির্বাহী দিমিত্রিয়েভ আরও বলেছেন, ‘ট্রাম্পের দল তাদের বিরুদ্ধে পরিচালিত বড় ধরনের ভুল তথ্যের প্রচারণা সত্ত্বেও প্রেসিডেন্ট পদ ও সিনেট জয়ী হয়েছে।’

বৈশ্বিক বিনিয়োগ প্রতিষ্ঠান গোল্ডম্যান স্যাচের সাবেক এই কর্মকর্তা আরও বলেন, ‘তাদের (ট্রাম্প ও তাঁর দল রিপাবলিকান পার্টি) জয় সাধারণ আমেরিকানদের মধ্যে বাইডেন প্রশাসনের নজিরবিহীন মিথ্যা, অদক্ষতা ও বিদ্বেষের প্রতি বিরক্তিরই বহিঃপ্রকাশ। এটি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক পুনঃস্থাপনের নতুন সম্ভাবনা তৈরি করছে।’

এর আগে, ২০০৯ সালে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন মস্কোর সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ তথা পুনর্গঠনের প্রস্তাব দেন। তবে সে সময় তাঁর বক্তব্যকে ভুলভাবে অনুবাদ করা হয়। রুশ সংবাদমাধ্যম তাঁর বলা ‘রিসেট’ এর বদলে রুশ ভাষায় ‘ওভারলোড’ লেখা হয়েছিল। সে সময় প্রচেষ্টা সত্ত্বেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত