অনলাইন ডেস্ক
কারফিউ জারি করা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। শনিবার স্থানীয় সময় দুপুরে শহরের মেয়র বাটালি ক্লিৎসকো শহরটিতে কারফিউ জারির ঘোষণা দেন। কারফিউ অমান্যকারীদের শত্রুপক্ষের সদস্য বলে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে মেয়র কার্যালয় থেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির পৃথক প্রতিবেদন হতে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আরোপিত এই কারফিউ চলবে প্রতিদিন স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। আগে জারি করা কারফিউয়ের সময়সীমা ছিল, স্থানীয় সময় রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত।
এক টুইট বার্তায় কারফিউয়ের বিষয়ে সবাইকে কারফিউয়ের সময় বাইরে বের হতে নিষেধ করে ভিটালি ক্লিৎসকো লিখেছেন, ‘যে সব সাধারণ নাগরিক কারফিউয়ের সময় বাইরে থাকবেন তাঁদের শত্রুপক্ষের আত্মাঘাতী হামলাকারী ও পুনরুদ্ধারকারী বলে বিবেচনা করা হবে।’
এ দিকে ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছে রুশ সেনাবাহিনীকে। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতভর প্রবল যুদ্ধের পর শনিবার দেশটির রাজধানী কিয়েভের প্রধান প্রধান সড়কগুলো দিয়ে রুশ বাহিনী শহরের প্রবেশের চেষ্টা চালালে তাঁদের প্রতিরোধ করা হয়। রুশ গোলন্দাজ ও পদাতিক বাহিনী কিয়েভে সেভাবে সুবিধা করতে পারেনি। তবে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলায় কিয়েভের বেশ কিছু আবাসিক বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ হামলার পর দেশটিতে অন্তত ১৯৮ জন নিহত হয়েছেন এবং অন্তত আরও ১ হাজারেরও অধিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং যুদ্ধ শুরু হওয়ার পর বিগত ৪৮ ঘণ্টায় ১ লাখেরও অধিক মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন।
কারফিউ জারি করা হয়েছে ইউক্রেনের রাজধানী কিয়েভে। শনিবার স্থানীয় সময় দুপুরে শহরের মেয়র বাটালি ক্লিৎসকো শহরটিতে কারফিউ জারির ঘোষণা দেন। কারফিউ অমান্যকারীদের শত্রুপক্ষের সদস্য বলে বিবেচনা করা হবে বলেও জানানো হয়েছে মেয়র কার্যালয় থেকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির পৃথক প্রতিবেদন হতে এ তথ্য জানা গেছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আরোপিত এই কারফিউ চলবে প্রতিদিন স্থানীয় সময় বিকেল ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত। আগে জারি করা কারফিউয়ের সময়সীমা ছিল, স্থানীয় সময় রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত।
এক টুইট বার্তায় কারফিউয়ের বিষয়ে সবাইকে কারফিউয়ের সময় বাইরে বের হতে নিষেধ করে ভিটালি ক্লিৎসকো লিখেছেন, ‘যে সব সাধারণ নাগরিক কারফিউয়ের সময় বাইরে থাকবেন তাঁদের শত্রুপক্ষের আত্মাঘাতী হামলাকারী ও পুনরুদ্ধারকারী বলে বিবেচনা করা হবে।’
এ দিকে ইউক্রেনে রুশ হামলার তৃতীয় দিনে রাজধানী কিয়েভে প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছে রুশ সেনাবাহিনীকে। শনিবার ইউক্রেন সেনাবাহিনীর বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার রাতভর প্রবল যুদ্ধের পর শনিবার দেশটির রাজধানী কিয়েভের প্রধান প্রধান সড়কগুলো দিয়ে রুশ বাহিনী শহরের প্রবেশের চেষ্টা চালালে তাঁদের প্রতিরোধ করা হয়। রুশ গোলন্দাজ ও পদাতিক বাহিনী কিয়েভে সেভাবে সুবিধা করতে পারেনি। তবে ক্ষেপণাস্ত্র ও কামানের গোলায় কিয়েভের বেশ কিছু আবাসিক বাসভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিবিসি ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, রুশ হামলার পর দেশটিতে অন্তত ১৯৮ জন নিহত হয়েছেন এবং অন্তত আরও ১ হাজারেরও অধিক মানুষ মারাত্মকভাবে আহত হয়েছেন। এবং যুদ্ধ শুরু হওয়ার পর বিগত ৪৮ ঘণ্টায় ১ লাখেরও অধিক মানুষ ইউক্রেন ত্যাগ করেছেন।
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
১ ঘণ্টা আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
১ ঘণ্টা আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
২ ঘণ্টা আগে