অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন পুতিনকে কোনো ছাড় দেওয়ার ধারণা ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। ছাড় দেওয়া হলে পুরো বিষয়টি ইউরোপের জন্য আত্মহত্যার শামিল হবে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন জেলেনস্কি। দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে এখন অনেক বেশি তীব্র হয়েছে। কারণ উত্তর কোরিয়া এখন ইউরোপের যুদ্ধের ময়দানে এসেছে।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্মেলনের কথা স্মরণ করে জেলেনস্কি জানান, সেই সময় পুতিনকে ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে উপস্থিত কয়েকজন পুতিনকে ইউক্রেনের ছাড় দেওয়া উচিত বলে মনে করছেন। এটি ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য এবং সমগ্র ইউরোপের জন্য আত্মঘাতী।’
তিনি আরও বলেন, ‘তাহলে এর পরে কী হবে? ইউরোপের কি কিম জং উনের সহানুভূতি আশা করা উচিত হবে যে, তিনি ইউরোপ ছেড়ে চলে যাবেন? একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও শান্তিপূর্ণ ইউরোপ গড়তে পারেন এমন কোনো শক্তিশালী নেতা নেই, এমনকি এটি কল্পনার মধ্যেও নেই।’
বক্তব্যের একপর্যায়ে শান্তির জন্য শক্তি প্রয়োজন বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি—ধারণাটি বারবার এর বাস্তবতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। এখন এটি আবারও প্রয়োজন এবং এমন কোনো বিভ্রম থাকা উচিত নয় যে, আপনি দুর্বলতা দেখিয়ে বা কোনো ইউরোপীয় দেশের আত্মসমর্পণের মাধ্যমে একটি ন্যায়সংগত শান্তি আনতে পারবেন।’
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি বলেছেন পুতিনকে কোনো ছাড় দেওয়ার ধারণা ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য। ছাড় দেওয়া হলে পুরো বিষয়টি ইউরোপের জন্য আত্মহত্যার শামিল হবে বলেও মনে করেন তিনি।
বৃহস্পতিবার ইউক্রেনের সংবাদমাধ্যম প্রাভদা জানিয়েছে, হাঙ্গেরির বুদাপেস্টে ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের সম্মেলনে যোগ দিয়ে এ ধরনের মন্তব্য করেছেন জেলেনস্কি। দাবি করেছেন, রাশিয়ার যুদ্ধ আগের চেয়ে এখন অনেক বেশি তীব্র হয়েছে। কারণ উত্তর কোরিয়া এখন ইউরোপের যুদ্ধের ময়দানে এসেছে।
এর আগে গত জুলাইয়ে যুক্তরাজ্যে অনুষ্ঠিত ইউরোপীয় রাজনৈতিক সম্মেলনের কথা স্মরণ করে জেলেনস্কি জানান, সেই সময় পুতিনকে ছাড় দেওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে অনেক কথা হয়েছিল। তিনি বলেন, ‘এখানে উপস্থিত কয়েকজন পুতিনকে ইউক্রেনের ছাড় দেওয়া উচিত বলে মনে করছেন। এটি ইউক্রেনের জন্য অগ্রহণযোগ্য এবং সমগ্র ইউরোপের জন্য আত্মঘাতী।’
তিনি আরও বলেন, ‘তাহলে এর পরে কী হবে? ইউরোপের কি কিম জং উনের সহানুভূতি আশা করা উচিত হবে যে, তিনি ইউরোপ ছেড়ে চলে যাবেন? একটি ঐক্যবদ্ধ, শক্তিশালী ও শান্তিপূর্ণ ইউরোপ গড়তে পারেন এমন কোনো শক্তিশালী নেতা নেই, এমনকি এটি কল্পনার মধ্যেও নেই।’
বক্তব্যের একপর্যায়ে শান্তির জন্য শক্তি প্রয়োজন বলেও উল্লেখ করেন জেলেনস্কি। তিনি বলেন, ‘শক্তির মাধ্যমে শান্তি—ধারণাটি বারবার এর বাস্তবতা ও কার্যকারিতা প্রমাণ করেছে। এখন এটি আবারও প্রয়োজন এবং এমন কোনো বিভ্রম থাকা উচিত নয় যে, আপনি দুর্বলতা দেখিয়ে বা কোনো ইউরোপীয় দেশের আত্মসমর্পণের মাধ্যমে একটি ন্যায়সংগত শান্তি আনতে পারবেন।’
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তীব্র লড়াইয়ের কারণে গত রোববার থেকে গতকাল শুক্রবার পর্যন্ত ৫ দিনে ৭ শতাধিক নিহত হয়েছে। জাতিসংঘ জানিয়েছে, কঙ্গোর পূর্বাঞ্চলীয় বৃহত্তম শহর গোমাতে তীব্র লড়াইয়ের কারণে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ছাড়া, আরও ২ হাজার ৮০০ জন...
৬ মিনিট আগেমহারাষ্ট্র রাজ্যের থানে জেলার ভিবান্ডির একটি অর্কেস্ট্রা বার থেকে নয় নারীকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। পুলিশ বলছে, গত বৃহস্পতিবার অভিযানে গ্রেপ্তার নারীরা বাংলাদেশি। তাঁরা অবৈধভাবে বারে নাচের পেশায় যুক্ত ছিলেন।
১৮ মিনিট আগেযুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের বরফ গলছে। অন্তত সম্প্রতি দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে মার্কিন দূত রিচার্ড গ্রেনেলের সাক্ষাৎ এবং কারাকাস থেকে ৬ মার্কিন নাগরিককে দেশে ফেরার অনুমতি দেওয়ার বিষয়টি এই ইঙ্গিতই দেয়
২৭ মিনিট আগেআফ্রিকার দেশ দক্ষিণ সুদানের একটি পশুর খামারে সশস্ত্র লুটেরাদের হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১১ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার সকালে পূর্ব ইকুয়াতোরিয়া রাজ্যের মাগুই কাউন্টির নিয়োলো বোমায় দিনকা বোর এলাকায় পশুপালকদের তিনটি ক্যাম্পে লুটেরারা হামলা চালালে...
১ ঘণ্টা আগে