Ajker Patrika

পরস্পরকে কী উপহার দিলেন কিম-পুতিন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১০: ২৬
পরস্পরকে কী উপহার দিলেন কিম-পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং দেশটি সফররত উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পরস্পর উপহার বিনিময় করেছেন। সাইবেরিয়ার ভস্তকনি স্পেস সেন্টারে সাক্ষাতের সময় তাঁরা এই উপহার বিনিময় করেছেন বলে জানা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট পিয়ংইয়ং থেকে আনা দেশটির নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি রাইফেল উপহার দেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে। কিমের সম্মানার্থে পুতিনও দুটি উপহার দেন। পুতিন কিমকে মহাকাশচারীদের জন্য প্রস্তুত করা একটি বিশেষ দস্তানা বা গ্লাভ উপহার দেন। পাশাপাশি রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি উচ্চ মানের রাইফেলও উপহার দেন। 

দুই দেশের শীর্ষ নেতাদের উপহার বিনিময়ের বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানান, ‘প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি উচ্চ মানের রাইফেল এবং একটি মহাকাশ দস্তানা উপহার দেন। এই দস্তানাকে মহাকাশে বেশ কয়েকবার ব্যবহার করা হয়েছে।’ পেশকভ আরও বলেন, ‘জবাবে কিম পুতিনকে উত্তর কোরিয়ার তৈরি একটি রাইফেল উপহার দেন।’ 

রাশিয়ার তুবা অঞ্চলে নিজস্ব প্রযুক্তি তৈরি রাইফেল হাতে পুতিন। ছবি: ক্রেমলিনএর আগে গত বুধবার রুশ মহাকাশযান উৎক্ষেপণকেন্দ্র ভস্তকনি কসমোড্রোমে বৈঠক হয় পুতিন ও কিমের। ট্রেনযোগে উত্তর কোরিয়া থেকে সেখানে যান কিম জং উন। বৈঠকে সামরিক অস্ত্রচুক্তির সম্ভাবনার পাশাপাশি উত্তর কোরিয়ার স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতা নিয়ে দুই নেতার আলোচনা হয়। 

রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার সামরিক সহযোগিতা বৃদ্ধিসহ সম্পর্ক উন্নয়নের বিষয়ও গুরুত্ব পায় পুতিন ও কিমের আলোচনায়। সেখানে কিমকে ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে আখ্যা দেন পুতিন। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিতে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও দেশটির সঙ্গে সামরিক সহযোগিতা জোরদারের কথা ভাবছে রাশিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত