বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলের বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না তিন দেশ। সুইডেনের রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে নোবেল কর্তৃপক্ষ। শনিবার নোবেল ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, চলতি বছরে স্টকহোমে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানাবে না। আগের বছরেও রাশিয়া এবং বেলারুশকে নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
এর আগে নোবেল কমিটি জানিয়েছিল, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা এই তিনটি দেশকে আমন্ত্রণ জানাবে। প্রতিষ্ঠানটি বলেছিল, দেশগুলো যদি নোবেল পুরস্কারের মূল্যবোধের সঙ্গে একমত নাও হয় তারপরও তারা দেশগুলোকে আমন্ত্রণ জানাবে।
নোবেল কমিটির এমন বক্তব্যের পর সুইডিশ রাজনৈতিক দলগুলো এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনকি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দেয়। পরে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে সিদ্ধান্ত পাল্টায় নোবেল কমিটি।
শনিবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সুইডিশদের তরফ থেকে তীব্র বাধা পেয়েছি, আমরা তাদের এই বাধাকে আমলে নিচ্ছি। তাই আমরা গত বছরের সিদ্ধান্তের পুনরাবৃত্তিরই সিদ্ধান্ত নিয়েছি—আমরা রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে স্টকহোমের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব না।’
প্রতিবছর সাধারণত অক্টোবরের শুরুর দিকে নোবেলর ৬টি ক্যাটাগরির মধ্যে পাঁচটির জয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ডিসেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পদক এবং অর্থ পুরস্কার তুলে ধরা হয়। তবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আলাদাভাবে এবং এর অনুষ্ঠান হয় নরওয়ের অসলোতে। উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের কীভাবে মনোনয়ন দেওয়া হয় সে বিষয়টি পরবর্তী ৫০ বছর গোপন রাখা হয়।
বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেলের বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রণ পাবে না তিন দেশ। সুইডেনের রাজনৈতিক দলগুলোর তীব্র প্রতিবাদের মুখে এই সিদ্ধান্ত নিয়েছে নোবেল কর্তৃপক্ষ। শনিবার নোবেল ফাউন্ডেশন বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
নোবেল ফাউন্ডেশন জানিয়েছে, চলতি বছরে স্টকহোমে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে আমন্ত্রণ জানাবে না। আগের বছরেও রাশিয়া এবং বেলারুশকে নোবেল অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি।
এর আগে নোবেল কমিটি জানিয়েছিল, আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁরা এই তিনটি দেশকে আমন্ত্রণ জানাবে। প্রতিষ্ঠানটি বলেছিল, দেশগুলো যদি নোবেল পুরস্কারের মূল্যবোধের সঙ্গে একমত নাও হয় তারপরও তারা দেশগুলোকে আমন্ত্রণ জানাবে।
নোবেল কমিটির এমন বক্তব্যের পর সুইডিশ রাজনৈতিক দলগুলো এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। এমনকি নোবেল পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কটেরও ঘোষণা দেয়। পরে রাজনৈতিক দলগুলোর চাপের মুখে সিদ্ধান্ত পাল্টায় নোবেল কমিটি।
শনিবার নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সুইডিশদের তরফ থেকে তীব্র বাধা পেয়েছি, আমরা তাদের এই বাধাকে আমলে নিচ্ছি। তাই আমরা গত বছরের সিদ্ধান্তের পুনরাবৃত্তিরই সিদ্ধান্ত নিয়েছি—আমরা রাশিয়া, বেলারুশ এবং ইরানের রাষ্ট্রদূতকে স্টকহোমের অনুষ্ঠানে আমন্ত্রণ জানাব না।’
প্রতিবছর সাধারণত অক্টোবরের শুরুর দিকে নোবেলর ৬টি ক্যাটাগরির মধ্যে পাঁচটির জয়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। ডিসেম্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের হাতে পদক এবং অর্থ পুরস্কার তুলে ধরা হয়। তবে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয় আলাদাভাবে এবং এর অনুষ্ঠান হয় নরওয়ের অসলোতে। উল্লেখ্য, নোবেল পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিদের কীভাবে মনোনয়ন দেওয়া হয় সে বিষয়টি পরবর্তী ৫০ বছর গোপন রাখা হয়।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৮ মিনিট আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
৩ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
৩ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৬ ঘণ্টা আগে