অনলাইন ডেস্ক
তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় গত ১৩ নভেম্বর ছয়জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়। এই হামলার জেরে গত শনিবার দিবাগত রাতে সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন অঞ্চলে ‘সন্ত্রাসীদের আস্তানা’ লক্ষ্য করে হামলা চালায় তুরস্কের সেনাবাহিনী।
ব্রিটিশভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, তুরস্কের এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় তুরস্ককে ‘সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
রাশিয়া বলছে, তারা আশাবাদী যে সিরিয়ায় তুরস্ক ‘সংযম’ দেখাবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ’ থেকে বিরত থাকবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেক্সান্ডার লাভরেন্টিয়েভ বলেন, ‘আশা রাখছি আমরা তুর্কি সহকর্মীদের উত্তেজনা বৃদ্ধি এড়াত সিরিয়ার ভূখণ্ডে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকার বিষয়টি বোঝাতে পেরেছি।’
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ থেকে উদ্ভূত আমাদের আত্মরক্ষার অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেন্স কিলিক বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে পরিচালিত হয়েছে। জায়গাগুলো সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের দেশে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বরের ইস্তাম্বুলে হামলা নিয়ে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে আঙ্কারা। তবে ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন কুর্দি যোদ্ধারা।
তুরস্কের ইস্তাম্বুলে বোমা হামলায় গত ১৩ নভেম্বর ছয়জন নিহত ও কমপক্ষে ৮০ জন আহত হয়। এই হামলার জেরে গত শনিবার দিবাগত রাতে সিরিয়ার উত্তরাঞ্চল ও ইরাকের বিভিন্ন অঞ্চলে ‘সন্ত্রাসীদের আস্তানা’ লক্ষ্য করে হামলা চালায় তুরস্কের সেনাবাহিনী।
ব্রিটিশভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, তুরস্কের এই হামলায় ৩৭ জন নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে সিরিয়ায় তুরস্ককে ‘সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছে রাশিয়া।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এসব তথ্য জানায়।
রাশিয়া বলছে, তারা আশাবাদী যে সিরিয়ায় তুরস্ক ‘সংযম’ দেখাবে এবং অতিরিক্ত শক্তি প্রয়োগ’ থেকে বিরত থাকবে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ দূত আলেক্সান্ডার লাভরেন্টিয়েভ বলেন, ‘আশা রাখছি আমরা তুর্কি সহকর্মীদের উত্তেজনা বৃদ্ধি এড়াত সিরিয়ার ভূখণ্ডে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা থেকে বিরত থাকার বিষয়টি বোঝাতে পেরেছি।’
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ থেকে উদ্ভূত আমাদের আত্মরক্ষার অধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে পেন্স কিলিক বিমান অভিযানটি ইরাক ও সিরিয়ার উত্তরাঞ্চলে পরিচালিত হয়েছে। জায়গাগুলো সন্ত্রাসীদের মাধ্যমে আমাদের দেশে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বরের ইস্তাম্বুলে হামলা নিয়ে নিষিদ্ধ কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) এবং সহযোগী সিরিয়ান কুর্দি গোষ্ঠীগুলোকে দায়ী করে আসছে আঙ্কারা। তবে ওই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন কুর্দি যোদ্ধারা।
ফিলিস্তিনের পতাকা নিয়ে লন্ডনের বিগবেন টাওয়ারেও চূড়ায় উঠে গিয়েছিলেন এক ব্যক্তি। সেখানে টানা ১৬ ঘণ্টার বেশি সময় অবস্থানের পর তাঁকে নামিয়ে এনে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪৪ মিনিট আগেইসরায়েলের সব পারমাণবিক স্থাপনাকে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে আনার আহ্বান জানিয়েছে কাতার। এ লক্ষ্যে কাতার গত শনিবার আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে। সৌদি আরবের সংবাদমাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগেকানাডায় দীর্ঘ এক দশক পর শেষ হতে যাচ্ছে দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুগের। তাঁর দল ক্ষমতাসীন লিবারেল পার্টির দলের নতুন নেতা নির্বাচিত করেছে। নতুন নেতা মার্ক কার্নি শিগগির ট্রুডোর স্থলাভিষিক্ত হবেন। এর আগে, ট্রুডো গত জানুয়ারিতে প্রধানমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন।
২ ঘণ্টা আগেবাংলাদেশসহ ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন করে ২৭২ দশমিক ১ মিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন গতকাল রোববার এই অর্থায়নের ঘোষণা দেন। দেশটির সম্প্রচারমাধ্যম গ্লোবাল নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২ ঘণ্টা আগে