কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ নৌবহরে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের নিকটে অবস্থিত ওই নৌবহরে হামলার বিষয়ে রাশিয়া জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবারের এই হামলায় অন্তত ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। হামলায় একটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেনের হামলার বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন না করেই রাশিয়া এই হামলার সঙ্গে ইউক্রেনের সঙ্গে ব্রিটিশ সৈন্যরা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া অকারণে এসব মিথ্যা বলে যাচ্ছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হলেও ইউক্রেন এখনো এই বিষয়ে কোনো তথ্য জানায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে—স্থানীয় সময় আজ শনিবার ভোরে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘আজ ভোর সাড়ে ৪টা থেকে শুরু করে পরবর্তী কয়েক ঘণ্টা সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন হামলা প্রতিহত করেছে। সব ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা মানুষবিহীন আকাশযান) গুলি করে নামানো হয়েছে।’
এদিকে, মস্কো দাবি করেছে যে—তাদের সৈন্যরা ধীরে ধীরে পূর্ব ইউক্রেনের শহর বাখমুতের কাছাকাছি এগিয়ে গেছে। বাখমুত রাশিয়ার দখলে গেলে ইউক্রেনের সরবরাহ লাইনে বাধার সৃষ্টি হবে এবং রাশিয়ার সেনাদের ক্রামতোর্স্ক ও স্লোভিয়ানস্কের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ খুলে দেবে। একই সঙ্গে এই শহরটি দোনেৎস্ক প্রদেশের মূল ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যূহ। এর আগে লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হলেও বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া যায়নি।
কৃষ্ণ সাগরে অবস্থিত রুশ নৌবহরে শক্তিশালী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ক্রিমিয়ার সেভাস্তোপোল বন্দরের নিকটে অবস্থিত ওই নৌবহরে হামলার বিষয়ে রাশিয়া জানিয়েছে, স্থানীয় সময় আজ শনিবারের এই হামলায় অন্তত ৯টি ড্রোন ব্যবহার করা হয়েছিল। হামলায় একটি রুশ যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেনের হামলার বিষয়ে কোনো প্রমাণ উপস্থাপন না করেই রাশিয়া এই হামলার সঙ্গে ইউক্রেনের সঙ্গে ব্রিটিশ সৈন্যরা জড়িত রয়েছে বলে অভিযোগ করেছে। তবে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া অকারণে এসব মিথ্যা বলে যাচ্ছে। যুক্তরাজ্যের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানানো হলেও ইউক্রেন এখনো এই বিষয়ে কোনো তথ্য জানায়নি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে—স্থানীয় সময় আজ শনিবার ভোরে সেভাস্তোপোলের গভর্নর মিখাইল রাজভোজায়েভ সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, ‘আজ ভোর সাড়ে ৪টা থেকে শুরু করে পরবর্তী কয়েক ঘণ্টা সেভাস্তোপোলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু ড্রোন হামলা প্রতিহত করেছে। সব ইউএভি (আনম্যান্ড এরিয়াল ভেহিক্যাল বা মানুষবিহীন আকাশযান) গুলি করে নামানো হয়েছে।’
এদিকে, মস্কো দাবি করেছে যে—তাদের সৈন্যরা ধীরে ধীরে পূর্ব ইউক্রেনের শহর বাখমুতের কাছাকাছি এগিয়ে গেছে। বাখমুত রাশিয়ার দখলে গেলে ইউক্রেনের সরবরাহ লাইনে বাধার সৃষ্টি হবে এবং রাশিয়ার সেনাদের ক্রামতোর্স্ক ও স্লোভিয়ানস্কের দিকে এগিয়ে যাওয়ার জন্য পথ খুলে দেবে। একই সঙ্গে এই শহরটি দোনেৎস্ক প্রদেশের মূল ইউক্রেনীয় প্রতিরক্ষা ব্যূহ। এর আগে লুহানস্ক, খেরসন এবং জাপোরিজিয়া রাশিয়ার সঙ্গে সংযুক্ত করা হলেও বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়া যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি বিলাসবহুল জাম্বো জেট উপহার দিচ্ছে কাতারের রাজপরিবার। আনুমানিক ৪০০ মিলিয়ন বা ৪০ কোটি মার্কিন ডলার মূল্যের এই উড়োজাহাজটি প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ব্যবহারের জন্যই বরাদ্দ থাকবে। ২০২৯ সালে এটি ট্রাম্প প্রেসিডেনশিয়াল লাইব্রেরি ফাউন্ডেশনের অধীনে চলে যাবে।
২০ মিনিট আগেআগামী মঙ্গলবার মধ্যপ্রাচ্যে পা রাখতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ঠিক আগে আগে ইসরায়েল-আমেরিকান জিম্মি ইদান আলেকজান্ডারকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটি জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তি প্রচেষ্টার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধারণা করা
৩৪ মিনিট আগেভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
১১ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
১৩ ঘণ্টা আগে