ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েলের’ আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল। হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। মাত্রই এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের অকল্যান্ডের এই অঞ্চল ব্যাপক বন্যার কবলে পড়েছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জরুরি আবহাওয়া সতর্কতা জারি করেছে। করোমন্ডেল শহরের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলেছে, আগামীকাল সোমবারও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এদিকে অকল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা বিভাগের ডেপুটি কন্ট্রোলার র্যাচেল কেলেহার বলেছেন, আমরা এই বৈরী ও বিধ্বংসী আবহাওয়া সম্পর্কে সতর্ক রয়েছি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর দ্বীপের পশ্চিম প্রান্তে আজ রোববার সকাল থেকে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
অন্যদিকে বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার নরফোক দ্বীপে গতকাল রাতভর ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল তাণ্ডব চালিয়েছে। সেখানে ঝড়কবলিত মানুষের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। যাঁরা বাড়িতে আটকা পড়ে আছেন, তাঁদের জন্য আগামী তিন দিনের খাদ্য সরবরাহ করতে বলা হয়েছে। এ ছাড়া বন্যার কবল থেকে ঘরবাড়ি রক্ষার জন্য বালুর হাজার হাজার ব্যাগ বিতরণ করা হয়েছে।
নরফোক দ্বীপটি নিউ ক্যালেডোনিয়া ও নিউজিল্যান্ডের কাছে প্রশান্ত মহাসাগরে মধ্যে মাত্র ৩৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে। নরফোক আইল্যান্ড কর্তৃপক্ষ বলেছে, সেখানে ঝড়ে উপড়ে পড়া গাছগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিদ্যুদ্ব্যাবস্থা পুনরুদ্ধারের কাজ চলছে। তবে কিছুটা সময় লাগতে পারে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, ‘সারা দেশের মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা আবহাওয়ার সতর্কতাকে গুরুত্বের সঙ্গে নিন। বিপর্যয়ের আগে কোথায় আশ্রয় নিতে হবে, তা জানুন।
ঘূর্ণিঝড় ‘গ্যাব্রিয়েলের’ আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে নিউজিল্যান্ডের উত্তরাঞ্চল। হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। মাত্রই এক সপ্তাহ আগে নিউজিল্যান্ডের অকল্যান্ডের এই অঞ্চল ব্যাপক বন্যার কবলে পড়েছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
নিউজিল্যান্ডের আবহাওয়া অফিস জরুরি আবহাওয়া সতর্কতা জারি করেছে। করোমন্ডেল শহরের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলেছে, আগামীকাল সোমবারও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।
এদিকে অকল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা বিভাগের ডেপুটি কন্ট্রোলার র্যাচেল কেলেহার বলেছেন, আমরা এই বৈরী ও বিধ্বংসী আবহাওয়া সম্পর্কে সতর্ক রয়েছি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর দ্বীপের পশ্চিম প্রান্তে আজ রোববার সকাল থেকে ঘণ্টায় ১৪০ কিলোমিটার বেগে ঝড় বয়ে গেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত ঝোড়ো আবহাওয়া থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
অন্যদিকে বিবিসি জানিয়েছে, অস্ট্রেলিয়ার নরফোক দ্বীপে গতকাল রাতভর ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েল তাণ্ডব চালিয়েছে। সেখানে ঝড়কবলিত মানুষের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র স্থাপন করা হয়েছে। যাঁরা বাড়িতে আটকা পড়ে আছেন, তাঁদের জন্য আগামী তিন দিনের খাদ্য সরবরাহ করতে বলা হয়েছে। এ ছাড়া বন্যার কবল থেকে ঘরবাড়ি রক্ষার জন্য বালুর হাজার হাজার ব্যাগ বিতরণ করা হয়েছে।
নরফোক দ্বীপটি নিউ ক্যালেডোনিয়া ও নিউজিল্যান্ডের কাছে প্রশান্ত মহাসাগরে মধ্যে মাত্র ৩৪ বর্গকিলোমিটার জুড়ে রয়েছে। নরফোক আইল্যান্ড কর্তৃপক্ষ বলেছে, সেখানে ঝড়ে উপড়ে পড়া গাছগুলোকে রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিদ্যুদ্ব্যাবস্থা পুনরুদ্ধারের কাজ চলছে। তবে কিছুটা সময় লাগতে পারে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বলেছেন, ‘সারা দেশের মানুষের কাছে আমাদের অনুরোধ, আপনারা আবহাওয়ার সতর্কতাকে গুরুত্বের সঙ্গে নিন। বিপর্যয়ের আগে কোথায় আশ্রয় নিতে হবে, তা জানুন।
রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, পরিবারের বিরুদ্ধে বিয়ের পর জীবন ও স্বাধীনতার ওপর কোনো হুমকি না এলে পুলিশের সাহায্য দাবি করা উচিত নয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দম্পতির পারস্পরিক সহায়তায় নির্ভর করে সমাজের মুখোমুখি হওয়া উচিত। হুমকির পক্ষে উপযুক্ত প্রমাণ পাওয়া গেলে সে ক্ষেত্রে নিরাপত্তা দেওয়া যেতে পারে।
২৭ মিনিট আগেভারতের সুপ্রিম কোর্ট সংশোধিত ওয়াক্ফ আইনের বিরুদ্ধে করা মামলার শুনানিতে এই আইনের বাস্তবায়ন স্থগিত করেছে। গতকাল বুধবার থেকে এই আইনের বিরুদ্ধে করা ৭৩টি পিটিশনের শুনানি শুরু হয়। আজ বৃহস্পতিবার শুনানি শেষে প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে বিচারপতি সঞ্জয় কুমার ও কেভি বিশ্বনাথনের বেঞ্চ সংশোধিত ওয়াক
৪৪ মিনিট আগেফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজা ও ইসরায়েলের দুই প্রতিবেশী লেবানন ও সিরিয়ায় দেশটির সেনারা অনির্দিষ্টকাল অবস্থান করবে। এমনটাই জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। গতকাল বুধবার তিনি বলেছেন, গাজা, লেবানন ও সিরিয়ার তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চলে’ ইসরায়েলি সেনারা অনির্দিষ্টকালের জন্য থাকবে
৩ ঘণ্টা আগেইরান-যুক্তরাষ্ট্র পরবর্তী বৈঠক ইতালির রোমে অনুষ্ঠিত হবে। আলোচনার স্থান নিয়ে প্রাথমিকভাবে বিভ্রান্তির পর গতকাল বুধবার ইরান এ তথ্য নিশ্চিত করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এক ঘোষণায় জানানো হয় তথ্যটি।
৩ ঘণ্টা আগে