Ajker Patrika

উইন্ডসর ক্যাসেলে বাইডেনকে স্বাগত জানাবেন রানি এলিজাবেথ

উইন্ডসর ক্যাসেলে বাইডেনকে স্বাগত জানাবেন রানি এলিজাবেথ

ঢাকা: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাৎ করবেন ব্রিটেনের রানি এলিজাবেথ। আগামী ১৩ জুন এলিজাবেথ উইন্ডসর ক্যাসেলে জো বাইডেনকে স্বাগত জানাবেন। গতকাল বৃহস্পতিবার বাকিংহাম প্যালেস থেকে এ সম্পর্কিত এক ঘোষণায় এ কথা জানানো হয়।

আগামী ১১ থেকে ১৩ জুন যুক্তরাজ্যের কর্নওয়ালে বসছে শিল্পোন্নত সাত দেশের জোট জি–সেভেনের সম্মেলন। এই সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্যে যাচ্ছে জো বাইডেন। এটিই হতে যাচ্ছে ক্ষমতা গ্রহণের পর বাইডেনের প্রথম বিদেশ সফর।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, জি–সেভেন সম্মেলনের জন্য ব্রিটেন সফরের সময়ই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন ব্রিটিশ রাজ পরিবারের আতিথ্য গ্রহণ করবেন। প্রিন্স ফিলিপের মৃত্যুর পর এটিই হতে যাচ্ছে বিশ্বের কোনো শীর্ষ নেতার সঙ্গে রানির প্রথম বৈঠক। গত এপ্রিলে প্রিন্স ফিলিপের মৃত্যুর পর রানি এই পর্যায়ের কোনো নেতার সঙ্গে সাক্ষাৎ করেননি। অবশ্য করোনাভাইরাস পরিস্থিতির কারণে রানি এ ধরনের সাক্ষাৎ এক বছরের বেশি সময় ধরেই এড়িয়ে যাচ্ছেন।

ব্রিটিশ রানির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ কোনো সাধারণ ব্যাপার নয়। আয়োজনের দিক থেকে এটি বিশ্বের অন্য যেকোনো শীর্ষ নেতার সাক্ষাৎকে ছাড়িয়ে যায়। এ ক্ষেত্রেও তার অন্যথা হচ্ছে না। এই আয়োজনকে সুসম্পন্ন করতে হোয়াইট হাউস ও ব্রিটিশ রাজ প্রাসাদের মধ্যে বেশ আগে থেকেই সমন্বয় শুরু হয়েছে। আয়োজনের খুঁটিনাটি বিষয়ের দিকে নজর রাখা হচ্ছে। বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি।

অবশ্য এ ধরনের আয়োজন করে বেশ অভ্যস্ত উভয় পক্ষই। রাজদণ্ড হাতে নেওয়ার পর থেকে রানি এলিজাবেথ একজন বাদে সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই একজন হলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট লিন্ডন জনসন। ১৯৫১ সালে হেনরি ট্রুম্যানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে রিনা প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন। সে হিসেবে এই সাক্ষাৎ এতটা নজর কাড়ার কথা নয়। কিন্তু এটি মনোযোগ কাড়ছে। কারণ, গত কয়েক বছর ধরেই রানি বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করা কমিয়ে দিয়েছেন। কমিয়ে দিয়েছেন ভ্রমণও। এর মধ্যে করোনাভাইরাস এল, এবং সব বদলে দিল। তার ওপর এপ্রিলে দীর্ঘদিনের সঙ্গীকে হারানোর কারণে রানির এই কাজে ফেরা নিয়ে সবাই বেশ আগ্রহী হয়ে উঠেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত