ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আজ শনিবার রাতভর প্রায় ৭৫টি ড্রোন হামলা চালানো হয়। ভোর না হতেই রাজধানী কিয়েভবাসীদের ঘুম ভাঙে বিস্ফোরণের বিকট শব্দে। এসব হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
শনিবার সূর্যোদয়ের সময় কিয়েভের বিভিন্ন অঞ্চলে হামলা করা হয়। বিমান হামলার সতর্কতা ছয় ঘণ্টা স্থায়ী ছিল। বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেসচুক বলেন, ইউক্রেনে হামলা চালানো ৭৫টি ড্রোনের ৭১টিই ভূপাতিত হয়েছে।
তিনি বিমান হামলা প্রতিরোধী ‘মোবাইল ফায়ার’ ইউনিটের কার্যকারিতার প্রশংসা করেন। ওলেসচুক বলেন, এগুলোই প্রায় ৪০ শতাংশ ড্রোন ভূপাতিত করেছে। সাধারণত এই ইউনিটে দ্রুত পাল্টা ঠেকাতে মেশিনগানসহ ট্রাক প্রস্তুত থাকে।
মেয়র ভিতালি ক্লিতশকো টেলিগ্রামে বলেন, এ হামলায় ১১ বছরের একটি মেয়েসহ পাঁচজন আহত হয়েছে এবং শহরের নানা জেলায় ভবন ধ্বংস হয়েছে। ভূপাতিত একটি ড্রোনের অংশ থেকে শিশুদের একটি নার্সারিতে আগুন ধরে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া এমন এক দিনে হামলা করেছে যেদিন ইউক্রেনীয়রা তাদের জাতীয় শোক পালন করে। ১৯৩২–৩৩ সালের হলোদমোর দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। সেই সময়কে স্মরণ করে ইউক্রেন এ দিনে জাতীয় শোক পালন করে থাকে।
তিনি টেলিগ্রামে বলেন, ‘ইচ্ছাকৃত আতঙ্ক... হত্যা করতে পারেন বলে রাশিয়ার নেতা গর্ববোধ করেন।’
এর আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট হলোদমোর ও রাশিয়ার বর্তমান অভিযানের মধ্যে সাদৃশ্য দেখিয়েছিলেন।
ইউক্রেনীয় মানুষের ওপর সোভিয়েত ইউনিয়নের গণহত্যা চালানোকে হলোদমোর হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউক্রেন ও অন্যান্য আরও ৩০টি দেশ। সে সময় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের শাসনাধীন ছিল এবং এর স্বাধীনতার বিরুদ্ধে ছিল।
ওই সময়ের মৃত্যুগুলো ইচ্ছাকৃত গণহত্যা ছিল–এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। মস্কো বলে, রাশিয়া ও অন্যান্য জাতিগোষ্ঠীগুলোও এ দুর্ভিক্ষের ভুক্তভোগী হয়েছিল।
এ হামলার লক্ষ্য তাৎক্ষণিক স্পষ্ট না হলেও ইউক্রেন সম্প্রতি কয়েক সপ্তাহ ধরেই সতর্কতা দিয়ে আসছে। কিয়েভ বলছে, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করার জন্য রাশিয়া আবারও বিমান হামলা চালাতে পারে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলছে, এ হামলার কারণে রাজধানীর ৭৭টি আবাসিক ভবনসহ প্রায় ২০০ ভবন জ্বালানি শূন্য হয়ে পড়ে।
ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। আজ শনিবার রাতভর প্রায় ৭৫টি ড্রোন হামলা চালানো হয়। ভোর না হতেই রাজধানী কিয়েভবাসীদের ঘুম ভাঙে বিস্ফোরণের বিকট শব্দে। এসব হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।
শনিবার সূর্যোদয়ের সময় কিয়েভের বিভিন্ন অঞ্চলে হামলা করা হয়। বিমান হামলার সতর্কতা ছয় ঘণ্টা স্থায়ী ছিল। বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেসচুক বলেন, ইউক্রেনে হামলা চালানো ৭৫টি ড্রোনের ৭১টিই ভূপাতিত হয়েছে।
তিনি বিমান হামলা প্রতিরোধী ‘মোবাইল ফায়ার’ ইউনিটের কার্যকারিতার প্রশংসা করেন। ওলেসচুক বলেন, এগুলোই প্রায় ৪০ শতাংশ ড্রোন ভূপাতিত করেছে। সাধারণত এই ইউনিটে দ্রুত পাল্টা ঠেকাতে মেশিনগানসহ ট্রাক প্রস্তুত থাকে।
মেয়র ভিতালি ক্লিতশকো টেলিগ্রামে বলেন, এ হামলায় ১১ বছরের একটি মেয়েসহ পাঁচজন আহত হয়েছে এবং শহরের নানা জেলায় ভবন ধ্বংস হয়েছে। ভূপাতিত একটি ড্রোনের অংশ থেকে শিশুদের একটি নার্সারিতে আগুন ধরে যায়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া এমন এক দিনে হামলা করেছে যেদিন ইউক্রেনীয়রা তাদের জাতীয় শোক পালন করে। ১৯৩২–৩৩ সালের হলোদমোর দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। সেই সময়কে স্মরণ করে ইউক্রেন এ দিনে জাতীয় শোক পালন করে থাকে।
তিনি টেলিগ্রামে বলেন, ‘ইচ্ছাকৃত আতঙ্ক... হত্যা করতে পারেন বলে রাশিয়ার নেতা গর্ববোধ করেন।’
এর আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট হলোদমোর ও রাশিয়ার বর্তমান অভিযানের মধ্যে সাদৃশ্য দেখিয়েছিলেন।
ইউক্রেনীয় মানুষের ওপর সোভিয়েত ইউনিয়নের গণহত্যা চালানোকে হলোদমোর হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউক্রেন ও অন্যান্য আরও ৩০টি দেশ। সে সময় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের শাসনাধীন ছিল এবং এর স্বাধীনতার বিরুদ্ধে ছিল।
ওই সময়ের মৃত্যুগুলো ইচ্ছাকৃত গণহত্যা ছিল–এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। মস্কো বলে, রাশিয়া ও অন্যান্য জাতিগোষ্ঠীগুলোও এ দুর্ভিক্ষের ভুক্তভোগী হয়েছিল।
এ হামলার লক্ষ্য তাৎক্ষণিক স্পষ্ট না হলেও ইউক্রেন সম্প্রতি কয়েক সপ্তাহ ধরেই সতর্কতা দিয়ে আসছে। কিয়েভ বলছে, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করার জন্য রাশিয়া আবারও বিমান হামলা চালাতে পারে।
ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলছে, এ হামলার কারণে রাজধানীর ৭৭টি আবাসিক ভবনসহ প্রায় ২০০ ভবন জ্বালানি শূন্য হয়ে পড়ে।
চকলেটপ্রেমীদের জন্য ২০২৫ সাল নিয়ে এসেছে এক দুঃসংবাদ। চকলেটের প্রধান উপাদান কোকো’র ঘাটতি ও দাম বেড়ে যাওয়ার কারণে এবার চকলেট বার, ইস্টার এগ, এমনকি কোকো পাউডারের দামও আকাশছোঁয়া। গত এক বছরে কোকোর দাম প্রায় ৩০০ শতাংশ বেড়েছে।
৭ মিনিট আগেপোপ ফ্রান্সিসের পোপ হিসেবে পথচলা ছিল অনন্য। দুর্নীতি দমন, শিশুদের ওপর যৌন নিপীড়ন প্রতিরোধ এবং চার্চের আইন আধুনিকীকরণের যে চেষ্টা তিনি করেছিলেন, তা সব সময় সফল না হলেও কোটি কোটি ক্যাথলিকের হৃদয় জিতে নিয়েছে।
১ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন, রাশিয়া ও ইউক্রেন কয়েক দিনের মধ্যেই যুদ্ধ বন্ধে একটি শান্তিচুক্তিতে পৌঁছাতে পারে। এমনকি এই সপ্তাহের মধ্যেই এই চুক্তি হতে পারে। ট্রাম্প মনে করেন, এরপর দুই দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যে মনযোগ দিতে পারবে।
১ ঘণ্টা আগেইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ওপর গত মার্চে চালানো মার্কিন সামরিক হামলার তথ্য একটি সিগন্যাল চ্যাট গ্রুপে শেয়ার করে নতুন বিতর্কের মুখে পড়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। বার্তা সংস্থা রয়টার্স একটি সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। যে চ্যাট গ্রুপে তিনি এই গোপনীয় তথ্য শেয়ার করেছেন...
১ ঘণ্টা আগে