অনলাইন ডেস্ক
অন্তিম পরিস্থিতিতে প্রাপ্তবয়স্ক রোগীরা মৃত্যুর জন্য সহযোগিতা চাইতে পারবেন কি-না, এমন একটি আইন প্রস্তাবে ভোট দেবেন যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের এমপিরা। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বেশির ভাগ দেশেই বর্তমানে স্বেচ্ছামৃত্যু অবৈধ। তবে পৃথিবীতে অন্তত ৩০ কোটিরও বেশি মানুষ এমন দেশে বসবাস করছেন, যেখানে এ ধরনের মৃত্যুর বৈধতা রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল থেকে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন এবং অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশে স্বেচ্ছামৃত্যু বা সহায়তামূলক মৃত্যুর আইন পাস হয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এটি অন্তিম শয্যায় থাকা রোগীদের জন্যই শুধু নয়, যথাযথ কারণ দেখিয়ে কোনো সুস্থ সবল মানুষও এ ধরনের মৃত্যুর আবেদন করতে পারবে।
ইংল্যান্ড ও ওয়েলসে প্রস্তাবিত আইনটি এ ক্ষেত্রে কঠোর নিরাপত্তার প্রস্তাব দিয়েছে। আইনটি পাস হলেও স্বেচ্ছামৃত্যুর জন্য রোগীদের উচ্চ আদালতের অনুমোদনের প্রয়োজন হবে। তবে সমালোচকেরা মনে করেন, যুক্তরাজ্যে এই আইনটি ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে দুর্বলদের জন্য এটি হুমকি সৃষ্টি করতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রেরও ১০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে স্বেচ্ছামৃত্যুর বৈধতা রয়েছে। ১৯৯৭ সালে দেশটির ওরেগন রাজ্যে প্রথমবারের মতো এই মৃত্যুর আইন চালু হয়। সেখানেও শুধুমাত্র অন্তিম শয্যায় থাকা রোগীদেরকে চিকিৎসকের অনুমোদিত ওষুধ ব্যবহার করে এই মৃত্যুর অধিকার দেওয়া হয়েছিল। তবে ওরেগনের গত ২৫ বছরের অভিজ্ঞতায় দেখা গেছে—অনেক রোগীই স্বাধীনতা হারানো, মর্যাদাহানির ভয় এবং পারিবারিক বোঝা হওয়ার শঙ্কায় এই পদ্ধতির জন্য আবেদন করেন।
কানাডায় প্রাথমিকভাবে অন্তিম শয্যায় থাকা রোগীদের কথা বিবেচনা করে ২০১৬ সালে স্বেচ্ছামৃত্যু চালু হয়েছিল। তবে ২০২১ সালে দেশটিতে এই আইনের আরও সম্প্রসারণ করা হয়। নতুন আইনে এমন ব্যক্তিদেরও স্বেচ্ছামৃত্যুর অধিকার দেওয়া হয়, যারা দীর্ঘদিন ধরে অসুস্থ কিংবা কোনো প্রতিবন্ধকতার কারণে অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন।
কানাডার আইনটির সম্প্রসারণ দুর্বল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সমালোচকেরা। বর্তমানে দেশটিতে প্রতি ১০০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু ঘটে এই প্রক্রিয়ার মাধ্যমে।
স্বেচ্ছামৃত্যুর আইন প্রণয়নে সবচেয়ে এগিয়ে আছে ইউরোপের দেশগুলো। এই মহাদেশের সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, স্পেন এবং অস্ট্রিয়ায় স্বেচ্ছামৃত্যুর বৈধতা রয়েছে। সুইজারল্যান্ডে এটি বৈধ করা হয়েছিল ১৯৪২ সালে। এই দেশটিতে বিদেশিরাও স্বেচ্ছামৃত্যুর জন্য সহায়তা পেতে পারেন।
নেদারল্যান্ডস ও বেলজিয়ামে এটি বৈধ করা হয়েছে অন্তত ২০ বছর আগে। এই দুটি দেশে অন্তিম শয্যায় থাকা রোগীদের পাশাপাশি মানসিক রোগীরাও স্বেচ্ছামৃত্যুর জন্য সহযোগিতা চাইতে পারেন।
সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও স্বেচ্ছামৃত্যু বৈধ হয়েছে।
এই ধরনের মৃত্যুর সমর্থকেরা মনে করেন, কঠোর নিয়মাবলির মাধ্যমে এটি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। তবে সমালোচকদের মতে, আইনের প্রসার দুর্বল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপের অভিজ্ঞতা ইঙ্গিত দেয়—স্বেচ্ছামৃত্যুর আইন সমাজে গভীর প্রভাব ফেলতে পারে।
বর্তমানে বিশ্বজুড়ে স্বেচ্ছামৃত্যুর আইনের বৈধতা ও প্রসার একটি গুরুত্বপূর্ণ বিতর্ক। শুধু যুক্তরাজ্য নয়, বর্তমানে আরও অনেক দেশেই নৈতিক, সামাজিক ও আইনগত বিষয়ে আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমাধানের পথ খুঁজছে।
অন্তিম পরিস্থিতিতে প্রাপ্তবয়স্ক রোগীরা মৃত্যুর জন্য সহযোগিতা চাইতে পারবেন কি-না, এমন একটি আইন প্রস্তাবে ভোট দেবেন যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের এমপিরা। শুক্রবার এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বেশির ভাগ দেশেই বর্তমানে স্বেচ্ছামৃত্যু অবৈধ। তবে পৃথিবীতে অন্তত ৩০ কোটিরও বেশি মানুষ এমন দেশে বসবাস করছেন, যেখানে এ ধরনের মৃত্যুর বৈধতা রয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল থেকে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, স্পেন এবং অস্ট্রিয়া সহ বিভিন্ন দেশে স্বেচ্ছামৃত্যু বা সহায়তামূলক মৃত্যুর আইন পাস হয়েছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে এটি অন্তিম শয্যায় থাকা রোগীদের জন্যই শুধু নয়, যথাযথ কারণ দেখিয়ে কোনো সুস্থ সবল মানুষও এ ধরনের মৃত্যুর আবেদন করতে পারবে।
ইংল্যান্ড ও ওয়েলসে প্রস্তাবিত আইনটি এ ক্ষেত্রে কঠোর নিরাপত্তার প্রস্তাব দিয়েছে। আইনটি পাস হলেও স্বেচ্ছামৃত্যুর জন্য রোগীদের উচ্চ আদালতের অনুমোদনের প্রয়োজন হবে। তবে সমালোচকেরা মনে করেন, যুক্তরাজ্যে এই আইনটি ঝুঁকিপূর্ণ হতে পারে। বিশেষ করে দুর্বলদের জন্য এটি হুমকি সৃষ্টি করতে পারে।
বর্তমানে যুক্তরাষ্ট্রেরও ১০টি অঙ্গরাজ্য এবং ওয়াশিংটন ডিসিতে স্বেচ্ছামৃত্যুর বৈধতা রয়েছে। ১৯৯৭ সালে দেশটির ওরেগন রাজ্যে প্রথমবারের মতো এই মৃত্যুর আইন চালু হয়। সেখানেও শুধুমাত্র অন্তিম শয্যায় থাকা রোগীদেরকে চিকিৎসকের অনুমোদিত ওষুধ ব্যবহার করে এই মৃত্যুর অধিকার দেওয়া হয়েছিল। তবে ওরেগনের গত ২৫ বছরের অভিজ্ঞতায় দেখা গেছে—অনেক রোগীই স্বাধীনতা হারানো, মর্যাদাহানির ভয় এবং পারিবারিক বোঝা হওয়ার শঙ্কায় এই পদ্ধতির জন্য আবেদন করেন।
কানাডায় প্রাথমিকভাবে অন্তিম শয্যায় থাকা রোগীদের কথা বিবেচনা করে ২০১৬ সালে স্বেচ্ছামৃত্যু চালু হয়েছিল। তবে ২০২১ সালে দেশটিতে এই আইনের আরও সম্প্রসারণ করা হয়। নতুন আইনে এমন ব্যক্তিদেরও স্বেচ্ছামৃত্যুর অধিকার দেওয়া হয়, যারা দীর্ঘদিন ধরে অসুস্থ কিংবা কোনো প্রতিবন্ধকতার কারণে অসহনীয় যন্ত্রণা ভোগ করছেন।
কানাডার আইনটির সম্প্রসারণ দুর্বল এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ বলে মনে করেন সমালোচকেরা। বর্তমানে দেশটিতে প্রতি ১০০ জনের মধ্যে ৪ জনের মৃত্যু ঘটে এই প্রক্রিয়ার মাধ্যমে।
স্বেচ্ছামৃত্যুর আইন প্রণয়নে সবচেয়ে এগিয়ে আছে ইউরোপের দেশগুলো। এই মহাদেশের সুইজারল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম, লুক্সেমবার্গ, স্পেন এবং অস্ট্রিয়ায় স্বেচ্ছামৃত্যুর বৈধতা রয়েছে। সুইজারল্যান্ডে এটি বৈধ করা হয়েছিল ১৯৪২ সালে। এই দেশটিতে বিদেশিরাও স্বেচ্ছামৃত্যুর জন্য সহায়তা পেতে পারেন।
নেদারল্যান্ডস ও বেলজিয়ামে এটি বৈধ করা হয়েছে অন্তত ২০ বছর আগে। এই দুটি দেশে অন্তিম শয্যায় থাকা রোগীদের পাশাপাশি মানসিক রোগীরাও স্বেচ্ছামৃত্যুর জন্য সহযোগিতা চাইতে পারেন।
সাম্প্রতিক বছরগুলোতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডেও স্বেচ্ছামৃত্যু বৈধ হয়েছে।
এই ধরনের মৃত্যুর সমর্থকেরা মনে করেন, কঠোর নিয়মাবলির মাধ্যমে এটি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে। তবে সমালোচকদের মতে, আইনের প্রসার দুর্বল ব্যক্তিদের জন্য ঝুঁকিপূর্ণ। অস্ট্রেলিয়া, কানাডা এবং ইউরোপের অভিজ্ঞতা ইঙ্গিত দেয়—স্বেচ্ছামৃত্যুর আইন সমাজে গভীর প্রভাব ফেলতে পারে।
বর্তমানে বিশ্বজুড়ে স্বেচ্ছামৃত্যুর আইনের বৈধতা ও প্রসার একটি গুরুত্বপূর্ণ বিতর্ক। শুধু যুক্তরাজ্য নয়, বর্তমানে আরও অনেক দেশেই নৈতিক, সামাজিক ও আইনগত বিষয়ে আলোচনার মাধ্যমে এই বিষয়ে সমাধানের পথ খুঁজছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ওই ঘটনাকে ‘ওভাল অফিসে জেলেনস্কির ওপর নির্মম তিরস্কার’ হিসেবে অভিহিত করেছেন। তিনি লিখেছেন, ‘ট্রাম্প ওই কোকেনসেবী ভাঁড়ের মুখের ওপর সত্যিটা বলে দিয়েছেন যে, কিয়েভ সরকার তৃতীয়...
২ ঘণ্টা আগেইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির প্রথম পর্যায় শেষ হয়েছে গতকাল শনিবার। এর পরপরই নতুন একটি যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাবে রমজান মাস ও ইহুদি ধর্মাবলম্বীদের পাসওভার উৎসব পর্যন্ত যুদ্ধবিরতি বহালের কথা বলা হয়েছে। ইসরায়েল সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের...
২ ঘণ্টা আগেমাকে মারধর করছে, টেনে বিছানা থেকে নামিয়ে আবার বিছানায় নিয়ে পায়ে কামড়ে দিচ্ছে— এমনই নৃশংস একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের হরিয়ানার হিসারের আজাদ নগরের মডার্ন সাকেত কলোনিতে।
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
৬ ঘণ্টা আগে