Ajker Patrika

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯৬

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১২: ২৬
ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত ৯৬

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের দিকে যাওয়া একটি নৌকা ডুবে অন্তত ৯৬ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত জীবিত উদ্ধার করা গেছে চারজনকে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছি বার্তা সংস্থা এএফপি। 

এএফপি জানিয়েছে, আলেগ্রিয়া-১ নামের একটি বাণিজ্যিক ট্যাঙ্কারকে গত শনিবার ভূমধ্যসাগরে ভেসে থাকতে দেখা যায়। সেখান থেকে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। 

এমএসএফ এক টুইটার পোস্টে লিখেছে, জীবিত চার ব্যক্তি আমাদের বলেছেন যে তারা প্রায় এক শ মানুষের সঙ্গে একটি নৌকায় চার দিন ধরে ভূমধ্যসাগরে ভাসছিলেন। 

উদ্ধার হওয়া ব্যক্তিদের জরুরি চিকিৎসা ও যত্নের প্রয়োজন বলে জানিয়েছে এমএসএফ। সংস্থাটি বলেছে, বেঁচে থাকা কাউকে এমন জায়গায় ফিরিয়ে দেওয়া উচিত নয় যেখানে তারা আটক, অপব্যবহার এবং দুর্ব্যবহারের সম্মুখীন হয়। লিবিয়া কোনো নিরাপদ জায়গা নয়। 

গত এক দশক ধরে এশিয়া ও আফ্রিকার অভিবাসীদের জন্য ইউরোপে পৌঁছার মূল কেন্দ্রস্থল হয়ে উঠেছে লিবিয়া। অভিবাসীরা প্রথমে লিবিয়ায় জড়ো হন, তারপর ছোট ছোট নৌকায় চেপে ভয়াবহ এক যাত্রার মাধ্যমে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছাতে চেষ্টা করেন। মাঝে মাঝেই নৌকাগুলো মাঝ সমুদ্রে ডুবে যায়। 

জাতিসংঘের অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) জানিয়েছে, এ বছর এ পর্যন্ত ভূমধ্যসাগরে ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। গত বছর এভাবে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত্যু হয়েছিল ২ হাজার ৪৮ জনের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত