Ajker Patrika

ব্রিটিশ পার্লামেন্টের সায় ছাড়া স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে আর গণভোট নয়: সুপ্রিম কোর্ট 

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৯: ১১
ব্রিটিশ পার্লামেন্টের সায় ছাড়া স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে আর গণভোট নয়: সুপ্রিম কোর্ট 

ব্রিটিশ পার্লামেন্টের অনুমোদন ছাড়া স্বাধীনতার প্রশ্নে দ্বিতীয়বার গণভোটের আয়োজন করতে পারবে না স্কটল্যান্ড সরকার। যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালত এই রায় দিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

স্কটল্যান্ডের জাতীয়তাবাদী সরকার আগামী বছর যুক্তরাজ্য থেকে মুক্ত হয়ে স্বাধীন স্কটল্যান্ডের লক্ষ্যে একটি গণভোটের আয়োজন করতে চেয়েছিল। যুক্তরাজ্যের সর্বোচ্চ আদালতের এই রায় স্কটল্যান্ডের সরকারের ইচ্ছাকে প্রতিহত করে দিল। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের প্রেসিডেন্ট রবার্ট রীড বলেছেন, ‘স্কটল্যান্ডের স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজনের বৈধ ক্ষমতা স্কটিশ পার্লামেন্টের নেই।

১৯৯৮ সালের স্কটল্যান্ড আইনের মাধ্যমে স্কটিশ পার্লামেন্ট গঠিত হয় এবং ওয়েস্টমিনস্টার থেকে নির্দিষ্ট কিছু ক্ষমতা স্কটিশ পার্লামেন্টে হস্তান্তর করা হয়। তবে স্কটল্যান্ড এবং ইংল্যান্ডের অন্যান্য রাজ্যগুলোর ইউনিয়ন সম্পর্কিত সব বিষয় যুক্তরাজ্যের পার্লামেন্টে সংরক্ষিত থেকে যায়। তাই আদালতের মন্তব্য, যেকোনো গণভোটও ব্রিটিশ পার্লামেন্টের সংরক্ষিত বিষয়।

চলতি বছরের শুরুতে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী (স্কটিশ প্রধানমন্ত্রীকে ফার্স্ট মিনিস্টার বলা হয়) নিকোলা স্টার্জন স্কটল্যান্ডের স্বাধীনতার বিষয়ে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ২০২৩ সালের ১৯ অক্টোবর এই গণভোট আয়োজন করতে মনস্থ করেছিলেন তিনি। এর আগে, ২০১৪ সালে প্রথমবারের মতো স্বাধীনতা প্রশ্নে গণভোট আয়োজন করে স্কটল্যান্ড। তবে সেবার যুক্তরাজ্যের সঙ্গে থেকে যাওয়ার পক্ষে রায় দেন ৫৫ শতাংশ স্কটিশ এবং পক্ষে রায় দেন ৪৫ শতাংশ।

এদিকে, যুক্তরাজ্য সরকার জানিয়েছে—তাঁরা স্কটল্যান্ডে আরেকটি গণভোটের অনুমতি দেবে না। যুক্তরাজ্য সরকার জানিয়েছে, এই বিষয়টি অন্তত এক প্রজন্মান্তরে হওয়া উচিত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত