Ajker Patrika

বেলজিয়ামে কোভিড-১৯ বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে পুলিশের জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ 

বেলজিয়ামে কোভিড-১৯ বিধিনিষেধ বিরোধী বিক্ষোভে পুলিশের জলকামান ও টিয়ার শেল নিক্ষেপ 

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে কোভিড-১৯ এর বিধিনিষেধ বিরোধী বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। প্রায় ৫০ হাজার মানুষ বিক্ষোভে সমবেত হয়েছিলেন। জমায়েত ছত্রখান করতে জল কামান ও টিয়ার শেল ব্যবহার করে ব্রাসেলস পুলিশ। ব্রাসেলসে অবস্থিত ইউরোপীয় কমিশনের কার্যালয়ের নিকটস্থ এলাকায় এই বিক্ষোভ সংঘটিত হয়। 

যদিও বেলজিয়ামের সরকার করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত শুক্রবার ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অপেক্ষাকৃত সহজ বিধিনিষেধ জারি করে। নিষেধাজ্ঞায় সরকার উল্লেখ করে সিনেমা, বার কিংবা অন্যান্য জনপরিসরে যেতে হলে বুস্টার ডোজ ও কোভিড-১৯ পাস নিতে হবে চলাফেরা করার জন্য। 
 
তবে প্রতিবাতকারীরা এই বাধ্যতামূলক আইনের বিরুদ্ধাচরণ করে ব্রাসেলসের ইউরোপীয় কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। 

এর আগে, গত বছরের নভেম্বরেও প্রায় ৩৫ হাজার বিক্ষোভকারী কোভিড-১৯ বিধিনিষেধ বিরোধী মিছিলে সমবেত হন। প্রথমে শান্তিপূর্ণ থাকলেও তা ক্রমশ সহিংসতায় রূপ নেয়। সেসময়ও পুলিশ বিক্ষোভ দমাতে জল কামান ও টিয়ার শেল ব্যবহার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত