Ajker Patrika

অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করল কুয়েত এয়ারওয়েজের নিয়োগকারী সংস্থা

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৩, ২২: ১০
অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করল কুয়েত এয়ারওয়েজের নিয়োগকারী সংস্থা

স্পেনের মাদ্রিদ বিমানবন্দরের কাছে মেলিয়া বারাজাস হোটেলে গত ৫ নভেম্বর কুয়েত এয়ারওয়েজের বিমানবালার পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেয় এয়ারলাইন রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি। অভিযোগ উঠেছে, সাক্ষাৎকারে তরুণীদের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করেছে নিয়োগকারী সংস্থাটি।

ভুক্তভোগীদের বরাতে এ-সংক্রান্ত একটি খবর ২ জানুয়ারি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এলদায়েরিও। 

শুধু যে তরুণীদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে এমনটিই নয়, চাকরি পাওয়ার কয়েক ধাপ ঠিকঠাক অতিক্রম করার পরেও শুধু গায়ের রং কালো বলে এক তরুণীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তরুণীর দাবি, তাঁকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, ‘দুঃখিত, কুয়েত এয়ারওয়েজ কালো চামড়ার কর্মী নিয়োগ করবে না।’ 

ভুক্তভোগী তরুণীরা জানান, বিমানবালার চাকরির সাক্ষাৎকার দিতে প্রথম যে তরুণী ওই কক্ষে ঢুকেছিলেন, কাঁদতে কাঁদতে বেরিয়ে তিনি বলেন, ‘অন্তর্বাস ছাড়া সব কাপড় খুলতে বাধ্য করা হয়েছিল। আরেকজনও বলেছেন একই কথা।’ 

সাক্ষাৎকার শেষে অনেকেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন বিয়াঙ্কা নামের ২৩ বছর বয়সী এক চাকরিপ্রার্থী। বিয়াঙ্কা বলেন, ‘একজন নারী আমার মুখ হাঁ করে দাঁত পরীক্ষা করেছেন। তখন নিজেকে কুকুরের মতো মনে হয়েছিল। দাঁত পরীক্ষার জন্য তিনি তাঁর চোখ প্রায় আমার মুখের ওপর রেখেছিলেন। আমি খুব অপমানিত বোধ করেছি।’ 

পরীক্ষা-নিরীক্ষা শেষে যাঁদের ওজন বেশি, যাঁরা চশমা পরেন, যাঁদের তিল বা দৃশ্যমান দাগ ছিল, তাঁদের তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়। সাক্ষাৎকারগ্রহীতারা আপত্তিকর মন্তব্যও করেছেন। ‘আপনার হাসি পছন্দ হয়নি’, ‘আপনার শরীর রোলার কোস্টারের মতো’, ‘বেশি খেতে বললে, বেশি খাবেন কি?’—এ ধরনের নানা মন্তব্য করেছিলেন তাঁরা। 

এ বিষয়ে নিয়োগকারী সংস্থার একজন নারী সদস্য বলেছেন, ‘যাঁদের শরীরে কোনো দাগ রয়েছে, তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।’ 

তবে এই অভিযোগের বিষয়ে কুয়েত এয়ারওয়েজ বা এয়ারলাইনস রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি কোনো মন্তব্য করেনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত