স্পেনের মাদ্রিদ বিমানবন্দরের কাছে মেলিয়া বারাজাস হোটেলে গত ৫ নভেম্বর কুয়েত এয়ারওয়েজের বিমানবালার পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেয় এয়ারলাইন রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি। অভিযোগ উঠেছে, সাক্ষাৎকারে তরুণীদের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করেছে নিয়োগকারী সংস্থাটি।
ভুক্তভোগীদের বরাতে এ-সংক্রান্ত একটি খবর ২ জানুয়ারি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এলদায়েরিও।
শুধু যে তরুণীদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে এমনটিই নয়, চাকরি পাওয়ার কয়েক ধাপ ঠিকঠাক অতিক্রম করার পরেও শুধু গায়ের রং কালো বলে এক তরুণীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তরুণীর দাবি, তাঁকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, ‘দুঃখিত, কুয়েত এয়ারওয়েজ কালো চামড়ার কর্মী নিয়োগ করবে না।’
ভুক্তভোগী তরুণীরা জানান, বিমানবালার চাকরির সাক্ষাৎকার দিতে প্রথম যে তরুণী ওই কক্ষে ঢুকেছিলেন, কাঁদতে কাঁদতে বেরিয়ে তিনি বলেন, ‘অন্তর্বাস ছাড়া সব কাপড় খুলতে বাধ্য করা হয়েছিল। আরেকজনও বলেছেন একই কথা।’
সাক্ষাৎকার শেষে অনেকেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন বিয়াঙ্কা নামের ২৩ বছর বয়সী এক চাকরিপ্রার্থী। বিয়াঙ্কা বলেন, ‘একজন নারী আমার মুখ হাঁ করে দাঁত পরীক্ষা করেছেন। তখন নিজেকে কুকুরের মতো মনে হয়েছিল। দাঁত পরীক্ষার জন্য তিনি তাঁর চোখ প্রায় আমার মুখের ওপর রেখেছিলেন। আমি খুব অপমানিত বোধ করেছি।’
পরীক্ষা-নিরীক্ষা শেষে যাঁদের ওজন বেশি, যাঁরা চশমা পরেন, যাঁদের তিল বা দৃশ্যমান দাগ ছিল, তাঁদের তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়। সাক্ষাৎকারগ্রহীতারা আপত্তিকর মন্তব্যও করেছেন। ‘আপনার হাসি পছন্দ হয়নি’, ‘আপনার শরীর রোলার কোস্টারের মতো’, ‘বেশি খেতে বললে, বেশি খাবেন কি?’—এ ধরনের নানা মন্তব্য করেছিলেন তাঁরা।
এ বিষয়ে নিয়োগকারী সংস্থার একজন নারী সদস্য বলেছেন, ‘যাঁদের শরীরে কোনো দাগ রয়েছে, তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।’
তবে এই অভিযোগের বিষয়ে কুয়েত এয়ারওয়েজ বা এয়ারলাইনস রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি কোনো মন্তব্য করেনি।
স্পেনের মাদ্রিদ বিমানবন্দরের কাছে মেলিয়া বারাজাস হোটেলে গত ৫ নভেম্বর কুয়েত এয়ারওয়েজের বিমানবালার পদে নিয়োগের জন্য সাক্ষাৎকার নেয় এয়ারলাইন রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি। অভিযোগ উঠেছে, সাক্ষাৎকারে তরুণীদের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে দাঁড়াতে বাধ্য করেছে নিয়োগকারী সংস্থাটি।
ভুক্তভোগীদের বরাতে এ-সংক্রান্ত একটি খবর ২ জানুয়ারি প্রকাশ করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম এলদায়েরিও।
শুধু যে তরুণীদের পোশাক খুলতে বাধ্য করা হয়েছে এমনটিই নয়, চাকরি পাওয়ার কয়েক ধাপ ঠিকঠাক অতিক্রম করার পরেও শুধু গায়ের রং কালো বলে এক তরুণীকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। ওই তরুণীর দাবি, তাঁকে হোয়াটসঅ্যাপে জানানো হয়েছে, ‘দুঃখিত, কুয়েত এয়ারওয়েজ কালো চামড়ার কর্মী নিয়োগ করবে না।’
ভুক্তভোগী তরুণীরা জানান, বিমানবালার চাকরির সাক্ষাৎকার দিতে প্রথম যে তরুণী ওই কক্ষে ঢুকেছিলেন, কাঁদতে কাঁদতে বেরিয়ে তিনি বলেন, ‘অন্তর্বাস ছাড়া সব কাপড় খুলতে বাধ্য করা হয়েছিল। আরেকজনও বলেছেন একই কথা।’
সাক্ষাৎকার শেষে অনেকেই কাঁদতে কাঁদতে বেরিয়ে এসেছিলেন বলে জানিয়েছেন বিয়াঙ্কা নামের ২৩ বছর বয়সী এক চাকরিপ্রার্থী। বিয়াঙ্কা বলেন, ‘একজন নারী আমার মুখ হাঁ করে দাঁত পরীক্ষা করেছেন। তখন নিজেকে কুকুরের মতো মনে হয়েছিল। দাঁত পরীক্ষার জন্য তিনি তাঁর চোখ প্রায় আমার মুখের ওপর রেখেছিলেন। আমি খুব অপমানিত বোধ করেছি।’
পরীক্ষা-নিরীক্ষা শেষে যাঁদের ওজন বেশি, যাঁরা চশমা পরেন, যাঁদের তিল বা দৃশ্যমান দাগ ছিল, তাঁদের তাৎক্ষণিকভাবে বাদ দেওয়া হয়। সাক্ষাৎকারগ্রহীতারা আপত্তিকর মন্তব্যও করেছেন। ‘আপনার হাসি পছন্দ হয়নি’, ‘আপনার শরীর রোলার কোস্টারের মতো’, ‘বেশি খেতে বললে, বেশি খাবেন কি?’—এ ধরনের নানা মন্তব্য করেছিলেন তাঁরা।
এ বিষয়ে নিয়োগকারী সংস্থার একজন নারী সদস্য বলেছেন, ‘যাঁদের শরীরে কোনো দাগ রয়েছে, তাঁদের নিয়োগ দেওয়া হয়নি।’
তবে এই অভিযোগের বিষয়ে কুয়েত এয়ারওয়েজ বা এয়ারলাইনস রিক্রুটমেন্ট এজেন্সি মেকটি কোনো মন্তব্য করেনি।
জর্দা পাচার করতে গিয়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন চার বাংলাদেশি। পৃথক দুটি অভিযানে আটক করা হয়েছে তাদের। মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল দিয়ে জর্দাগুলো পাচারের চেষ্টা চলছিল।
১ ঘণ্টা আগেবৈবাহিক জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কেট বলেন, ‘ওর নির্যাতনে মাঝেমধ্যেই ঘুম ভেঙে যেত। চোখ খুলে দেখতাম ও আমার শরীরের ওপর। মাঝে মাঝে দাঁতে দাঁত চেপে সয়ে যেতাম। মাঝে মাঝে পারতাম না। ডুকরে কেঁদে উঠতাম। বেশির ভাগ সময়ই তাতেও ও থামত না। তবে মাঝে মাঝে থামত। কিন্তু তারপর ওর মেজাজ খুব খারাপ থাকত।
২ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় যুক্তরাষ্ট্র ছেড়ে যুক্তরাজ্যে পাকাপাকিভাবে থাকতে শুরু করেছেন জনপ্রিয় মার্কিন তারকা এলেন ডিজেনেরাস। বহুদিন ধরেই এ কথা শোনা গেলেও এবার নিজেই এর সত্যতা নিশ্চিত করলেন এই তারকা।
৩ ঘণ্টা আগেভারতের মুম্বাইয়ে ২০০৬ সালের ট্রেন বিস্ফোরণে ১৮৯ জন নিহত ও ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়। সেই ঘটনার পর ১৯ বছর পর বোম্বে হাইকোর্ট সেই হামলায় নিম্ন আদালতে দোষী সাব্যস্ত ১২ জনকেই খালাস দিয়েছে। ২০১৫ সালে মুম্বাইয়ের একটি আদালত এই ১২ জনকে দোষী সাব্যস্ত করে।
৩ ঘণ্টা আগে