Ajker Patrika

দাবানলে পুড়ছে ফ্রান্স, বাস্তুচ্যুত ১০ হাজার মানুষ

অনলাইন ডেস্ক
Thumbnail image

ভয়াবহ দাবানলে পুড়ছে ফ্রান্স। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৭ হাজার হেক্টর বনভূমি দাবানলে ধ্বংস হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে এক হাজারের বেশি দমকলকর্মী কাজ করছে। মাত্রাতিরিক্ত তাপপ্রবাহ, শুষ্ক আবহাওয়া ও শক্তিশালী বাতাসের কারণে দাবানল নেভাতে হিমশিম খাচ্ছে অগ্নি নির্বাপক কর্মীরা। 

দেশটির একাধিক কর্মকর্তার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের বোর্দে শহরে পৌঁছেছে দাবানল। এখানকার বেশ কয়েকটি বাড়ি দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১০ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়, ইউরোপজুড়েই ভয়াবহ তাপপ্রবাহ চলছে। পর্তুগাল ও স্পেনে তাপপ্রবাহের কারণে ১ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। অতিরিক্ত তাপমাত্রার কারণে যুক্তরাজ্যে আগামী রোববার পর্যন্ত চার দিনের জন্য অগ্রিম সতর্কতা জারি করা হয়েছে। এ সময় কোনো কোনো জায়গায় তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার পাশাপাশি দাবানল সৃষ্টি হতে পারে। স্বাস্থ্য, পরিবহন ও কর্মক্ষেত্রে এর প্রভাব পড়তে পারে বলে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। 

টুইটারে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ জানিয়েছেন, ফ্রান্সের সহায়তায় অস্ট্রিয়া, জার্মানি, গ্রিস, পোল্যান্ড এবং রোমানিয়া এগিয়ে আসছে। 

আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদেরা। 

উল্লেখ্য, ১৯ শতকের শিল্পবিপ্লবের পর ভারী কলকারখানা হু হু করে বেড়েছে। এর পর থেকে বৈশ্বিক উষ্ণতা ইতিমধ্যে ১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। চলতি শতাব্দীতে তা ১ দশমিক ৫ ডিগ্রিতে ধরে রাখা না গেলে পৃথিবীর অনেক নিচু দেশ বা অঞ্চল পানির নিচে তলিয়ে যেতে পারে। ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন অংশে সম্প্রতি তাপপ্রবাহ, দাবদাহ, বন্যা, অতিবৃষ্টি, খরার মতো যেসব দুর্যোগ চলছে, তার জন্য অতিরিক্ত কার্বন নিঃসরণ মোটাদাগে দায়ী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত