Ajker Patrika

ভারত সফরে আসছেন বরিস জনসন, উদ্দেশ্য সম্পর্ক জোরদার

আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৬: ৫৩
ভারত সফরে আসছেন বরিস জনসন, উদ্দেশ্য সম্পর্ক জোরদার

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী বৃহস্পতিবার ভারত সফর করবেন। জনসনের কার্যালয় জানিয়েছে, সফরকালে তিনি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গত বছরের এপ্রিলে বরিস জনসনের ভারত সফরের কথা ছিল। কিন্তু ভারতে তখন করোনার সংক্রমণ তুঙ্গে থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়েছিল। সুতরাং জনসনের এই সফর হতে যাচ্ছে দীর্ঘ বিলম্বিত এক সফর। করোনা-উত্তর সময়ে প্রথমবারের মতো তিনি ভারতে যাচ্ছেন।

এই সফরে বরিস জনসন ইউক্রেন ইস্যু নিয়েও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে মস্কোর ওপর নির্ভরতা কমানোর ব্যাপারে দিল্লিকে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাজ্য।

গত মাসে ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করতে এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং খাদ্য সুরক্ষায় আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার জন্য ভারত সফর করেছিলেন।

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ভারত সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি এবং এই ইস্যুতে জাতিসংঘের ভোটে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ায়নি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসনের সফরে গুজরাট সফরও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি যুক্তরাজ্য ও ভারতের শিল্পে একটি বড় ধরনের যৌথ বিনিয়োগের পাশাপাশি বিজ্ঞান, স্বাস্থ্য এবং প্রযুক্তিতে নতুন সহযোগিতার ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

বরিস জনসন বলেছেন, ‘যেহেতু আমরা একটি স্বৈরাচারী রাষ্ট্রের কাছ থেকে শান্তি ও সমৃদ্ধি ব্যাহত হওয়ার হুমকি পাচ্ছি, সুতরাং এই সময়ে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর একসঙ্গে থাকা আবশ্যক। ভারত একটি বৃহৎ অর্থনৈতিক শক্তির দেশ এবং বৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দুঃসময়ে আমাদের কৌশলগত অংশীদারত্ব বাড়ানো দরকার।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত