ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী বৃহস্পতিবার ভারত সফর করবেন। জনসনের কার্যালয় জানিয়েছে, সফরকালে তিনি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের এপ্রিলে বরিস জনসনের ভারত সফরের কথা ছিল। কিন্তু ভারতে তখন করোনার সংক্রমণ তুঙ্গে থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়েছিল। সুতরাং জনসনের এই সফর হতে যাচ্ছে দীর্ঘ বিলম্বিত এক সফর। করোনা-উত্তর সময়ে প্রথমবারের মতো তিনি ভারতে যাচ্ছেন।
এই সফরে বরিস জনসন ইউক্রেন ইস্যু নিয়েও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে মস্কোর ওপর নির্ভরতা কমানোর ব্যাপারে দিল্লিকে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাজ্য।
গত মাসে ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করতে এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং খাদ্য সুরক্ষায় আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার জন্য ভারত সফর করেছিলেন।
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ভারত সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি এবং এই ইস্যুতে জাতিসংঘের ভোটে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসনের সফরে গুজরাট সফরও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি যুক্তরাজ্য ও ভারতের শিল্পে একটি বড় ধরনের যৌথ বিনিয়োগের পাশাপাশি বিজ্ঞান, স্বাস্থ্য এবং প্রযুক্তিতে নতুন সহযোগিতার ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
বরিস জনসন বলেছেন, ‘যেহেতু আমরা একটি স্বৈরাচারী রাষ্ট্রের কাছ থেকে শান্তি ও সমৃদ্ধি ব্যাহত হওয়ার হুমকি পাচ্ছি, সুতরাং এই সময়ে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর একসঙ্গে থাকা আবশ্যক। ভারত একটি বৃহৎ অর্থনৈতিক শক্তির দেশ এবং বৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দুঃসময়ে আমাদের কৌশলগত অংশীদারত্ব বাড়ানো দরকার।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আগামী বৃহস্পতিবার ভারত সফর করবেন। জনসনের কার্যালয় জানিয়েছে, সফরকালে তিনি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রতিরক্ষা ও বাণিজ্য নিয়ে আলোচনা করবেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গত বছরের এপ্রিলে বরিস জনসনের ভারত সফরের কথা ছিল। কিন্তু ভারতে তখন করোনার সংক্রমণ তুঙ্গে থাকায় ব্রিটিশ প্রধানমন্ত্রীর ভারত সফর বাতিল করা হয়েছিল। সুতরাং জনসনের এই সফর হতে যাচ্ছে দীর্ঘ বিলম্বিত এক সফর। করোনা-উত্তর সময়ে প্রথমবারের মতো তিনি ভারতে যাচ্ছেন।
এই সফরে বরিস জনসন ইউক্রেন ইস্যু নিয়েও ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া ইউক্রেনে আগ্রাসন শুরু করার পর থেকে মস্কোর ওপর নির্ভরতা কমানোর ব্যাপারে দিল্লিকে রাজি করানোর চেষ্টা করছে যুক্তরাজ্য।
গত মাসে ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস রাশিয়ার বিরুদ্ধে আরও শক্তিশালী নিষেধাজ্ঞা আরোপ করতে এবং বাণিজ্য, প্রতিরক্ষা, জ্বালানি এবং খাদ্য সুরক্ষায় আরও ঘনিষ্ঠভাবে সহযোগিতা করার জন্য ভারত সফর করেছিলেন।
প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর ভারত সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি এবং এই ইস্যুতে জাতিসংঘের ভোটে রাশিয়ার বিরুদ্ধে দাঁড়ায়নি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বরিস জনসনের সফরে গুজরাট সফরও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি যুক্তরাজ্য ও ভারতের শিল্পে একটি বড় ধরনের যৌথ বিনিয়োগের পাশাপাশি বিজ্ঞান, স্বাস্থ্য এবং প্রযুক্তিতে নতুন সহযোগিতার ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।
বরিস জনসন বলেছেন, ‘যেহেতু আমরা একটি স্বৈরাচারী রাষ্ট্রের কাছ থেকে শান্তি ও সমৃদ্ধি ব্যাহত হওয়ার হুমকি পাচ্ছি, সুতরাং এই সময়ে আমাদের বন্ধু রাষ্ট্রগুলোর একসঙ্গে থাকা আবশ্যক। ভারত একটি বৃহৎ অর্থনৈতিক শক্তির দেশ এবং বৃহৎ গণতান্ত্রিক দেশ। এই দুঃসময়ে আমাদের কৌশলগত অংশীদারত্ব বাড়ানো দরকার।’
জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩০ মিনিট আগেমার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যাথলিক ধর্মের সর্বোচ্চ ধর্মগুরু পোপ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করেছেন। তিনি বলেছেন, ‘আমি পোপ হতে চাই।’ এই পর্যন্ত ঠিক আছে। বক্তব্য দেখে ঘাবড়ে যাবেন না। ট্রাম্প আন্তরিকভাবে এই আকাঙ্ক্ষা পোষণ করেননি, রসিকতার ছলেই তিনি এই আকাঙ্ক্ষা পোষণ করেন।
৩৬ মিনিট আগেগতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টায় কলকাতার বড়বাজারের মেছুয়া ফলপট্টি এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের অন্তত ১০টি ইউনিটের ৮ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আনন্দবাজারের সকাল ৭টার প্রতিবেদনে জানানো হয়েছে, তখনো আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগেভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
১ ঘণ্টা আগে