Ajker Patrika

অক্সফোর্ডের ভ্যাকসিনে রক্তজমাট বেঁধে ৭ জনের মৃত্যু

আপডেট : ০৩ এপ্রিল ২০২১, ১৯: ২২
অক্সফোর্ডের ভ্যাকসিনে রক্তজমাট বেঁধে ৭ জনের মৃত্যু

যুক্তরাজ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন নেওয়ার পর রক্ত জমাট বেঁধে সাত জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এএফপির কাছে পাঠানো এক বিবৃতিতে ব্রিটেনের মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি (এমএইচআরএ) এ তথ্য জানিয়েছে।

এমএইচআরএ গত বৃহস্পতিবার ৩০ জনের রক্তজমাট বাঁধার সমস্যার কথা স্বীকার করে। এর মধ্যে ২২ জনের সেরিব্রাল ভেনাস সাইনাস থ্রোম্বোসিস (সিভিএসটি) সমস্যা দেখা গেছে। এটি মূলত মস্তিষ্কে রক্ত জমাট বাঁধার জটিল এক সমস্যা।

আর আট জনের প্লাটিলেট সংখ্যা কমে যাওয়ার মতো সমস্যা হয়েছে। এতে থ্রোম্বোসিস বা রক্ত জমাট বাঁধা ত্বরান্বিত হয়।

তবে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি (ইএমএ) এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা বরাবরই বলে আসছে, অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ। এ ব্যাপারে আগামী ৭ এপ্রিল হালনাগাদ ঘোষণা আসতে পারে।

যুক্তরাজ্যের মেডিসিন নিয়ন্ত্রক সংস্থা গত ১৮ মার্চ প্রথমবারের মতো স্বীকার করে, তাদের দেশে ১ কোটি ১০ লাখ মানুষ টিকা নিয়েছে। তাদের মধ্যে মাত্র পাঁচ জনের রক্তা জমাট বাঁধার মতো ঘটনা ঘটেছে। আর এখন বলছে, টিকা নেওয়া ১ কোটি ৮১ লাখ লোকের মধ্যে ৩০ জনের রক্ত জমাট বাঁধার সমস্যা হয়েছে।

তবে ফাইজার/বায়োএনটেক টিকা প্রয়োগে এ পর্যন্ত এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে অ্যাস্ট্রাজেনেকার টিকায় রক্ত জমাট বাঁধার শঙ্কা ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। ইউরোপের দেশগুলোতে একযোগে দাবি উঠেছে, ৬০ বছরের কম বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া বন্ধ করতে হবে। শুক্রবার সর্বশেষ দেশ হিসেবে নেদারল্যান্ডসও এ দাবি তুলেছে। নেদারল্যান্ডসে ২৫ থেকে ৬৫ বছর বয়সী ৫ জনের শরীরে রক্ত জমাট বাঁধার সমস্যায় এক জনের মৃত্যু হলে এ দাবি ওঠে।

জার্মানি গত সপ্তাহের প্রথমদিকে ষাট বছরের কম বয়সীদের অক্সফোর্ডের টিকা দেওয়া বন্ধ ঘোষণা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত