Ajker Patrika

নাগোরনো-কারাবাখের বিরোধ নিরসনের উদ্যোগ আজারবাইজান-আর্মেনিয়ার 

আপডেট : ২৪ মে ২০২২, ২২: ০৪
নাগোরনো-কারাবাখের বিরোধ নিরসনের উদ্যোগ আজারবাইজান-আর্মেনিয়ার 

বিরোধপূর্ণ ছিটমহল নাগোরনো-কারাবাখের বিরোধ নিরসনে সীমান্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। দুই দেশের এই সম্মিলিত প্রচেষ্টাকে ওই এলাকা নিয়ে চলে আসা দীর্ঘ ৩০ বছরের বিরোধ নিরসনের একটি সম্ভাব্য পদক্ষেপ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকেরা। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তাঁর ওয়েবসাইটে এই কমিশন গঠনের বিষয়ে একটি আদেশ জারি করেছেন। আদেশে বলা হয়েছে, দেশটির উপ-প্রধানমন্ত্রী শাহিন মুস্তাফায়েভের অধীনে একটি সীমানা নির্ধারণ কমিশন তৈরি করা হয়েছে। অপরদিকে, আর্মেনিয়ার পক্ষ থেকে দেশটির উপ-প্রধানমন্ত্রী মেহের গ্রেগরিয়ান এই কমিশনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে রাশিয়ার সংবাদ সংস্থা স্পুৎনিক। 

এদিকে, আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে দুই দেশের মধ্যকার এই সমঝোতার বিরোধিতা করে প্রতিবাদ-বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ-বিক্ষোভে নেতৃত্ব দেয় দেশটির বিরোধী দল। তাঁদের দাবি, প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ান এই বিষয়ে খুব বেশি নরম পথ অবলম্বন করছেন। 

এর আগে, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেলের সঙ্গে এক বৈঠকের পর নিকোল পাশিনিয়ান এবং ইলহাম আলিয়েভ জানিয়েছিলেন যে—ভবিষ্যতে একটি শান্তি চুক্তির বিষয়ে তাঁরা আলোচনা করতে সম্মত হয়েছেন। কিছুদিনের মধ্যেই আন্তঃরাষ্ট্রীয় সীমান্ত নির্ধারিত করার লক্ষ্যে উভয় দেশের কমিশন বৈঠকে বসবে। 

উল্লেখ্য, নাগোরনো-কারাবাখ ১৯৯০ সাল থেকে ইয়েরেভানের সমর্থিত আর্মেনীয় নৃগোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত পার্বত্য বিরোধপূর্ণ ছিটমহল। যা আজারবাইজানের অভ্যন্তরে অবস্থিত। এ বিরোধের জের ধরে ২০২০ সালে দেশ দুটির মধ্যে ৬ সপ্তাহব্যাপী এক যুদ্ধ অনুষ্ঠিত হয়। সেই যুদ্ধে আজারবাইজানের সৈন্যরা বেশ কয়েকটি অঞ্চল পুনরুদ্ধার করে নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত