রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানানোর কারণে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মন্ত্রী পর্যায়ের বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে তিনটি বাল্টিক রাজ্য।
এক যৌথ ঘোষণায় এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ওএসসিই বৈঠকে সের্গেই লাভরভের উপস্থিতি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে বৈধতার ঝুঁকি তৈরি করছে।
বাল্টিক অঞ্চলের তিন দেশ গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়, উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে ওএসসিইর ৩০ তম মন্ত্রিপর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।
এ প্রেক্ষিতেই গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতিতে বাল্টিক অঞ্চলের তিনটি দেশ বলেছে, ‘স্কোপিয়েতে ওএসসিই কাউন্সিলের ৩০ তম অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সশরীরে অংশগ্রহণের সিদ্ধান্তের আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। এই অংশগ্রহণ রাশিয়াকে আরও একটি গুজব তৈরির সুযোগ করে দেবে।’
পৃথক এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেনকো জানিয়েছেন, বৈঠকটিতে ইউক্রেনের প্রতিনিধি দলও অংশ নেবে না। রাশিয়ার বিরুদ্ধে ওএসসিইয়ের ঐকমত্যের নিয়ম ভঙ্গের অভিযোগ জানিয়ে নিকোলেনকো বলেন, রাশিয়া প্রায় ৫০০ দিন ধরে ওএসসিইয়ের তিন ইউক্রেনীয় প্রতিনিধিকে কারাগারে আটকে রেখেছে। ব্ল্যাকমেল সহ তাদের প্রকাশ্যে হুমকিও দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো ওএসসিইয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে রুশ প্রতিনিধি দলের উপস্থিতি সংকটকে আরও গভীর করবে।
বাল্টিক অঞ্চলের তিন দেশ ও ইউক্রেনের বৈঠক বর্জনের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভের পক্ষে আরও সমর্থন জোগাড়ের চেষ্টা চালানোর সময় এলো এই বৈঠক বয়কটের ঘোষণা। ব্রাসেলসে ন্যাটোভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে বক্তৃতাকালে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সদস্যদের ইউক্রেনের পক্ষে থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানানোর কারণে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মন্ত্রী পর্যায়ের বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে তিনটি বাল্টিক রাজ্য।
এক যৌথ ঘোষণায় এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ওএসসিই বৈঠকে সের্গেই লাভরভের উপস্থিতি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে বৈধতার ঝুঁকি তৈরি করছে।
বাল্টিক অঞ্চলের তিন দেশ গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়, উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে ওএসসিইর ৩০ তম মন্ত্রিপর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।
এ প্রেক্ষিতেই গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতিতে বাল্টিক অঞ্চলের তিনটি দেশ বলেছে, ‘স্কোপিয়েতে ওএসসিই কাউন্সিলের ৩০ তম অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সশরীরে অংশগ্রহণের সিদ্ধান্তের আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। এই অংশগ্রহণ রাশিয়াকে আরও একটি গুজব তৈরির সুযোগ করে দেবে।’
পৃথক এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেনকো জানিয়েছেন, বৈঠকটিতে ইউক্রেনের প্রতিনিধি দলও অংশ নেবে না। রাশিয়ার বিরুদ্ধে ওএসসিইয়ের ঐকমত্যের নিয়ম ভঙ্গের অভিযোগ জানিয়ে নিকোলেনকো বলেন, রাশিয়া প্রায় ৫০০ দিন ধরে ওএসসিইয়ের তিন ইউক্রেনীয় প্রতিনিধিকে কারাগারে আটকে রেখেছে। ব্ল্যাকমেল সহ তাদের প্রকাশ্যে হুমকিও দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো ওএসসিইয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে রুশ প্রতিনিধি দলের উপস্থিতি সংকটকে আরও গভীর করবে।
বাল্টিক অঞ্চলের তিন দেশ ও ইউক্রেনের বৈঠক বর্জনের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভের পক্ষে আরও সমর্থন জোগাড়ের চেষ্টা চালানোর সময় এলো এই বৈঠক বয়কটের ঘোষণা। ব্রাসেলসে ন্যাটোভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে বক্তৃতাকালে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সদস্যদের ইউক্রেনের পক্ষে থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে ১০-১২ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্ধারিত সময়ের মধ্যে রাশিয়া শান্তিচুক্তিতে না এলে তাদের বিরুদ্ধে কঠোর নতুন নিষেধাজ্ঞা আরোপ করা হবে। স্থানীয় সময় গতকাল সোমবার স্কটল্যান্ডে ব্রিটিশ প্রধানমন্ত্রী
১৭ মিনিট আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর ওপর দমনমূলক নীতি ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে জাতিগত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে...
৩২ মিনিট আগেফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি অবরোধের কারণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের ব্যাপক সংকট দেখা দিয়েছে। সংকট এতটাই তীব্র যে, এরই মধ্যে অঞ্চলটিতে আর কোনো খাবারই পাওয়া যাচ্ছে। ফলে, স্থানীয়রা এক দুর্ভিক্ষময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন। এই পরিস্থিতিতে অঞ্চলটি না খেতে পেয়ে মারা গেছে আরও অন্তত ১৪ জন। আর
১ ঘণ্টা আগেচীনের রাজধানী বেইজিং ও এর পার্শ্ববর্তী অঞ্চলে টানা ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৩৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় ৮০ হাজার বাসিন্দাকে। চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে