Ajker Patrika

রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ, এস্তোনিয়া-লাটভিয়া-লিথুয়ানিয়ার বৈঠক বর্জন

অনলাইন ডেস্ক
Thumbnail image

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে আমন্ত্রণ জানানোর কারণে অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কো-অপারেশন ইন ইউরোপের (ওএসসিই) মন্ত্রী পর্যায়ের বৈঠক বর্জনের ঘোষণা দিয়েছে তিনটি বাল্টিক রাজ্য। 

এক যৌথ ঘোষণায় এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, ওএসসিই বৈঠকে সের্গেই লাভরভের উপস্থিতি ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে বৈধতার ঝুঁকি তৈরি করছে।

বাল্টিক অঞ্চলের তিন দেশ গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতি দিয়েছে। তাতে বলা হয়, উত্তর মেসিডোনিয়ার রাজধানী স্কপিয়েতে আগামীকাল বৃহস্পতিবার ও শুক্রবার অনুষ্ঠিত হবে ওএসসিইর ৩০ তম মন্ত্রিপর্যায়ের বৈঠক। এই বৈঠকে উপস্থিত থাকবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভ।

এ প্রেক্ষিতেই গতকাল মঙ্গলবার একটি যৌথ বিবৃতিতে বাল্টিক অঞ্চলের তিনটি দেশ বলেছে, ‘স্কোপিয়েতে ওএসসিই কাউন্সিলের ৩০ তম অধিবেশনে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সশরীরে অংশগ্রহণের সিদ্ধান্তের আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। এই অংশগ্রহণ রাশিয়াকে আরও একটি গুজব তৈরির সুযোগ করে দেবে।’

পৃথক এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওলেহ নিকোলেনকো জানিয়েছেন, বৈঠকটিতে ইউক্রেনের প্রতিনিধি দলও অংশ নেবে না। রাশিয়ার বিরুদ্ধে ওএসসিইয়ের ঐকমত্যের নিয়ম ভঙ্গের অভিযোগ জানিয়ে নিকোলেনকো বলেন, রাশিয়া প্রায় ৫০০ দিন ধরে ওএসসিইয়ের তিন ইউক্রেনীয় প্রতিনিধিকে কারাগারে আটকে রেখেছে। ব্ল্যাকমেল সহ তাদের প্রকাশ্যে হুমকিও দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, ইউক্রেনে পূর্ণ মাত্রায় রুশ আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো ওএসসিইয়ের মন্ত্রী পর্যায়ের বৈঠকে রুশ প্রতিনিধি দলের উপস্থিতি সংকটকে আরও গভীর করবে।

বাল্টিক অঞ্চলের তিন দেশ ও ইউক্রেনের বৈঠক বর্জনের বিষয়ে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনের পশ্চিমা মিত্ররা কিয়েভের পক্ষে আরও সমর্থন জোগাড়ের চেষ্টা চালানোর সময় এলো এই বৈঠক বয়কটের ঘোষণা। ব্রাসেলসে ন্যাটোভুক্ত পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকের আগে বক্তৃতাকালে ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ সদস্যদের ইউক্রেনের পক্ষে থাকার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত