Ajker Patrika

যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৬ পাচ্ছে ইউক্রেন, এবার কি হারবে রাশিয়া

যুক্তরাষ্ট্রের তৈরি এফ–১৬ পাচ্ছে ইউক্রেন, এবার কি হারবে রাশিয়া

যুক্তরাষ্ট্রে তৈরি এফ–১৬ ফাইটার জেট পেতে যাচ্ছে ইউক্রেন। গতকাল রোববার ডেনমার্ক ও নেদারল্যান্ডস ইউক্রেনকে এফ–১৬ ফাইটার জেট সরবরাহ করার প্রতিশ্রুতি দিয়েছে। আগামী বছরের শুরুতেই প্রথম ছয়টি জেট পৌঁছে দেওয়া হবে বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে। জেলেনস্কির কোপেনহেগেন সফরের আগে ওয়াশিংটন এটি অনুমোদন করে। 

এই ফাইটার জেট পেলে রাশিয়াকে পরাজিত করতে পারবেন বলে তাঁর আত্মবিশ্বাসের কথা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ সোমবার ডেনমার্কে এক সভায় এ কথা বলেন তিনি। 

ডেনমার্কের পার্লামেন্টের বাইরে বক্তৃতা শুনতে জড়ো হওয়া হাজারো মানুষের উদ্দেশে জেলেনস্কি বলেন, ‘আজ আমরা আত্মবিশ্বাসী যে রাশিয়া এ যুদ্ধে হারবে।’ 

এর আগে এ জেটগুলো ইউক্রেনকে সরবরাহ করা হলে ১৮ মাস ধরে চলা যুদ্ধ কেবলই বাড়বে বলে সতর্ক করেছিল রাশিয়া। যেখানে রুশ বাহিনী বর্তমানে ইউক্রেনের প্রায় পাঁচ ভাগের এক ভাগ দখল করে আছে। 

ডেনমার্কের সংবাদ সংস্থা রিটজাউ এক প্রতিবেদনে রুশ প্রতিনিধি ভ্লাদিমির বারবিনকে উদ্ধৃত করে বলেছে, ‘ইউক্রেনকে ডেনমার্কের ১৯টি এফ–১৬ দেওয়ার সিদ্ধান্ত ইউক্রেনে সংঘর্ষ আরও বাড়িয়ে দেবে।’ 
 
বারবিন বলেছেন, ‘ইউক্রেনকে শান্তির শর্ত নির্ধারণ করতে হবে। সেখানে পেছনে থেকে ডেনমার্ক যা করছে তাতে রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক সংঘাতে যাওয়া ছাড়া ইউক্রেনের হাতে কোনো বিকল্প থাকছে না।’ 

ইউক্রেনীয় সেনারা বলছে, সফল পাল্টা আক্রমণের জন্য এফ–১৬ খুবই কার্যকর। এটি রুশ ফাইটার জেটকে ইউক্রেনের আকাশসীমায় ঢুকে হামলা করায় শক্তভাবে বাধা দেবে। 

ইউক্রেনীয় সংবাদ সংস্থা দেশটির বিমানবাহিনীর মুখপাত্র ইউরি ইহনাতের বরাত দিয়ে বলেছে, ‘আকাশে শ্রেষ্ঠত্ব মাটিতে সাফল্যের চাবিকাঠি।’ 

ইউক্রেনকে এফ–১৬ দেওয়ার ব্যাপারে ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রী জ্যাকব এলম্যান জেনসেন বলেছেন, ‘আমাদের প্রতিশ্রুত এই এফ–১৬ জেটগুলো ইউক্রেন শুধু নিজের সীমানার ভেতরেই ব্যবহার করতে পারবে।’ তিনি আরও বলেন, ‘আমরা অস্ত্র এ শর্তে দিই যে তা শত্রুকে ইউক্রেনের সীমানা থেকে তাড়ানোর জন্য ব্যবহার করা হবে। এর চেয়ে বেশি কিছুর জন্য না। ট্যাংক হোক, ফাইটার প্লেন হোক বা অন্য অস্ত্র হোক; সবকিছুর জন্য এ শর্তগুলো প্রযোজ্য।’ 

প্রতিশ্রুতি অনুযায়ী ডেনমার্ক ইউক্রেনকে মোট ১৯টি জেট সরবরাহ করবে। নেদারল্যান্ডসের ৪২টি এফ–১৬ আছে কিন্তু তারা কতটি দেবে তা এখনো নিশ্চিত নয়। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ সিদ্ধান্তকে ‘যুগান্তকারী’ বলে অভিহিত করেছেন। 

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ গত শনিবারে বলেন, ‘ইউক্রেনের পাইলটেরা প্রশিক্ষণ শুরু করে দিয়েছে। তবে, তাঁদের পুরোপুরি প্রস্তুত হতে অন্তত ছয় মাস লাগবে। যন্ত্রকৌশলবিদ ও প্রকৌশলীদের প্রশিক্ষিত হতে এর চেয়ে বেশি সময় লাগতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত