ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পরিদর্শনের উদ্দেশ্যে জাতিসংঘের পরিদর্শক দল স্থানীয় সময় বুধবার ইউক্রেনে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার তাদের বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনের কথা রয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের এই বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনী দখল করে রেখেছে। এটি পুনরুদ্ধারে চেষ্টা করছে ইউক্রেন বাহিনী। ফলে এই বিদ্যুৎকেন্দ্রের আশপাশে প্রায়ই গোলাগুলি হয়। জাতিসংঘ বেশ কয়েক মাস ধরেই বিদ্যুৎকেন্দ্রটি সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে এসেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস হলে তা পৃথিবীর জন্য বিপর্যয় ডেকে আনবে।
এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছিল, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন ও পরীক্ষা করে দেখার জন্য জাতিসংঘের কর্মকর্তাদের অনুমতি দেবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনের অনুমতি দেওয়া হবে।
পুতিনের ঘোষণার পর অবশেষে বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের প্রতিনিধিদল। আল-জাজিরা জানিয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রতিনিধিদল বুধবার বিদ্যুৎকেন্দ্রটি থেকে ৫৫ কিলোমিটার দূরের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় পৌঁছেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার পরিদর্শক দলের এই বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের আশপাশে কামানের গোলা ও ড্রোন হামলা চলছে। এতে বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা বিপন্ন হয়ে উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, আরও একটি চেরনোবিল বিপর্যয় ঘটতে পারে। এসব হামলার জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে অভিযোগ করছে।
বুধবার বিকেলে জাপোরিঝিয়া শহরে পোঁছার পর আইএইএর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ‘প্রকৃত কাজ বৃহস্পতিবার শুরু হবে। পারমাণবিক দুর্ঘটনা রোধ করতে আমরা একটি মিশনে এসেছি। মিশনের উদ্দেশ্য হচ্ছে, ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সংরক্ষণ করা।’
প্রাথমিক এই সফর কয়েক দিনের হবে বলে তিনি জানিয়েছেন। রাফায়েল গ্রসি বলেছেন, ‘এই সফরের ফলে সেখানে কী ঘটছে, সে ব্যাপারে আমাদের একটি ভালো ধারণা তৈরি হবে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর রুশ বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নিলেও তা পরিচালনা করছেন ইউক্রেনের প্রকৌশলীরা। বিদ্যুৎকেন্দ্রটির ভেতরে আসলেই কী ঘটছে, তা পরিদর্শনের জন্য বিশ্বনেতারা আইএইএর প্রতিনিধিদলকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে বিকিরণের মাত্রা স্বাভাবিক।
গ্রসি বলেছেন, ১৪ জন বিশেষজ্ঞ সেখানে পরিদর্শনে যেতে পারবেন বলে রাশিয়া স্পষ্ট গ্যারান্টি দিয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রক্ষা করার জন্য আইএইএর পরিদর্শক দলের নিরবচ্ছিন্ন উপস্থিতি সেখানে নিশ্চিত করা হবে বলে তিনি আশা করছেন। পরিদর্শনের সময় বিশেষজ্ঞ দল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন এবং কেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলবেন।
আইএইএ প্রতিনিধিদলের এই পরিদর্শনকে ইউক্রেন বিদ্যুৎকেন্দ্রটি দখলমুক্ত ও নিরস্ত্রীকরণের একটি পদক্ষেপ হিসেবে দেখছে। তবে রাশিয়া বলেছে, বিদ্যুৎকেন্দ্র থেকে সৈন্য প্রত্যাহার করার কোনো ইচ্ছা আপাতত তাদের নেই।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, ‘আইএইএ যদি এমন প্রতিবেদনে দেয় যে সেখানে নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে এবং ইউক্রেনকে যদি সেগুলো ঠিক করতে বলা হয়, তবে রুশ বাহিনীর উপস্থিতিতে আমরা তা করতে পারব না।’
ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিঝিয়া পরিদর্শনের উদ্দেশ্যে জাতিসংঘের পরিদর্শক দল স্থানীয় সময় বুধবার ইউক্রেনে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার তাদের বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনের কথা রয়েছে। কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইউক্রেনের এই বিদ্যুৎকেন্দ্র রুশ বাহিনী দখল করে রেখেছে। এটি পুনরুদ্ধারে চেষ্টা করছে ইউক্রেন বাহিনী। ফলে এই বিদ্যুৎকেন্দ্রের আশপাশে প্রায়ই গোলাগুলি হয়। জাতিসংঘ বেশ কয়েক মাস ধরেই বিদ্যুৎকেন্দ্রটি সুরক্ষিত রাখার আহ্বান জানিয়ে এসেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি ধ্বংস হলে তা পৃথিবীর জন্য বিপর্যয় ডেকে আনবে।
এর আগে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছিল, জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন ও পরীক্ষা করে দেখার জন্য জাতিসংঘের কর্মকর্তাদের অনুমতি দেবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শনের অনুমতি দেওয়া হবে।
পুতিনের ঘোষণার পর অবশেষে বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে যাচ্ছে জাতিসংঘের প্রতিনিধিদল। আল-জাজিরা জানিয়েছে, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির (আইএইএ) প্রতিনিধিদল বুধবার বিদ্যুৎকেন্দ্রটি থেকে ৫৫ কিলোমিটার দূরের দক্ষিণাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় পৌঁছেছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার পরিদর্শক দলের এই বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনের কথা রয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে জাপোরিঝিয়া বিদ্যুৎকেন্দ্রের আশপাশে কামানের গোলা ও ড্রোন হামলা চলছে। এতে বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা বিপন্ন হয়ে উঠেছে। নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, আরও একটি চেরনোবিল বিপর্যয় ঘটতে পারে। এসব হামলার জন্য ইউক্রেন ও রাশিয়া পরস্পরকে অভিযোগ করছে।
বুধবার বিকেলে জাপোরিঝিয়া শহরে পোঁছার পর আইএইএর প্রধান রাফায়েল গ্রসি বলেছেন, ‘প্রকৃত কাজ বৃহস্পতিবার শুরু হবে। পারমাণবিক দুর্ঘটনা রোধ করতে আমরা একটি মিশনে এসেছি। মিশনের উদ্দেশ্য হচ্ছে, ইউরোপের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সংরক্ষণ করা।’
প্রাথমিক এই সফর কয়েক দিনের হবে বলে তিনি জানিয়েছেন। রাফায়েল গ্রসি বলেছেন, ‘এই সফরের ফলে সেখানে কী ঘটছে, সে ব্যাপারে আমাদের একটি ভালো ধারণা তৈরি হবে।’
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আক্রমণ শুরুর পর রুশ বাহিনী জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি দখল করে নিলেও তা পরিচালনা করছেন ইউক্রেনের প্রকৌশলীরা। বিদ্যুৎকেন্দ্রটির ভেতরে আসলেই কী ঘটছে, তা পরিদর্শনের জন্য বিশ্বনেতারা আইএইএর প্রতিনিধিদলকে সেখানে প্রবেশের অনুমতি দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিতে বিকিরণের মাত্রা স্বাভাবিক।
গ্রসি বলেছেন, ১৪ জন বিশেষজ্ঞ সেখানে পরিদর্শনে যেতে পারবেন বলে রাশিয়া স্পষ্ট গ্যারান্টি দিয়েছে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি রক্ষা করার জন্য আইএইএর পরিদর্শক দলের নিরবচ্ছিন্ন উপস্থিতি সেখানে নিশ্চিত করা হবে বলে তিনি আশা করছেন। পরিদর্শনের সময় বিশেষজ্ঞ দল বিদ্যুৎকেন্দ্রটির নিরাপত্তা কার্যকারিতা পরীক্ষা করে দেখবেন এবং কেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলবেন।
আইএইএ প্রতিনিধিদলের এই পরিদর্শনকে ইউক্রেন বিদ্যুৎকেন্দ্রটি দখলমুক্ত ও নিরস্ত্রীকরণের একটি পদক্ষেপ হিসেবে দেখছে। তবে রাশিয়া বলেছে, বিদ্যুৎকেন্দ্র থেকে সৈন্য প্রত্যাহার করার কোনো ইচ্ছা আপাতত তাদের নেই।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী জার্মান গালুশচেঙ্কো বলেছেন, ‘আইএইএ যদি এমন প্রতিবেদনে দেয় যে সেখানে নিরাপত্তা লঙ্ঘিত হয়েছে এবং ইউক্রেনকে যদি সেগুলো ঠিক করতে বলা হয়, তবে রুশ বাহিনীর উপস্থিতিতে আমরা তা করতে পারব না।’
ইসরায়েলি হামলায় যখন গাজায় প্রতিদিন পাখির মতো মানুষ মরছে, তখন এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, শনিবার ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফের হামলায় কমপক্ষে ৫৪ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে প্রায় দ্বিগুণ। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা কর
২৪ মিনিট আগেভারতের উত্তর প্রদেশের আলিগড়ে কিছুদিন আগে ঘটেছিল এক অদ্ভুত ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের সবকিছু ঠিক। অনুষ্ঠানের ১০ দিন আগে মেয়ের জামাইয়ের সঙ্গে পালিয়ে গিয়েছিলেন মেয়ের মা। এবার ঘটল আরেক ঘটনা। মেয়ের সঙ্গে বিয়ের কথা থাকলেও বিয়ে হলো মায়ের সঙ্গে।
১ ঘণ্টা আগেপাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
১২ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১৪ ঘণ্টা আগে