Ajker Patrika

এক শাখাতেই ৮৩৯ টমেটো! গিনেস রেকর্ড ভাঙলেন খামারি

এক শাখাতেই ৮৩৯ টমেটো! গিনেস রেকর্ড ভাঙলেন খামারি

বাড়ির পেছনের সবজি বাগানে টমেটো ফলিয়ে গিনেস বুক রেকর্ড ভেঙেছেন ইংল্যান্ডের এক খামারি। তিনি যুক্তরাজ্যের স্ট্যানস্টিড অ্যাবোটের বাসিন্দা ডগলাস স্মিথ।

ডগলাস তাঁর টমেটো গাছের একটি মাত্র শাখা থেকেই সংগ্রহ করেছেন ৮৩৯টি টমেটো। এর আগে এই রেকর্ড ছিল গ্রাহাম ট্যানটারের। তিনি ২০১০ সালে একটি শাখায় ৪৪৮টি টমেটো সংগ্রহ করেছিলেন। ডগলাস দ্বিগুণ টমেটো ফলিয়ে সেই রেকর্ড ভাঙলেন।

বিষয়টি ডগলাস নিজেই টুইট করে জানিয়েছেন। তিনি তাঁর রেকর্ড ভাঙা সেই টমেটো গাছের পাশে বসা একটি ছবিও পোস্ট করেছেন।

জানা গেছে, ডগলাস মূলত তথ্যপ্রযুক্তি পেশাজীবী। তিনি সরাসরি বীজ থেকে টমেটো চাষ করেন। সপ্তাহে তিন থেকে চার ঘণ্টা বাগানে সময় দেন তিনি। গত মার্চে টমেটো আবাদ শুরু করেন। পরে চারাগুলো গ্রিনহাউসে বড় করেন।

 

২০২০ সালেও শিরোনাম হয়েছিলেন ডগলাস। তিনি বিশ্বের বৃহত্তম টমেটো ফলিয়েছিলেন। ওই টমেটো ফলাতে দীর্ঘ দুই মাস লেগে ছিলেন তিনি। ওই টমেটোর ওজন ছিল ৩ দশমিক ১ কেজি। এর পরিধি ছিল ২৭ দশমিক ৫ ইঞ্চি। সেই টমেটো ফলিয়েই আরেক রেকর্ড গড়তে যাচ্ছেন ডগলাস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত