Ajker Patrika

ওমিক্রন নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করল ফ্রান্স

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১২: ৪৭
ওমিক্রন নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করল ফ্রান্স

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে করোনা বাড়ছে লাফিয়ে। এমন পরিস্থিতিতে করোনা নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি করেছে ইউরোপের দেশ ফ্রান্স। আজ মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন বিধিনিষেধ আগামী ৩ জানুয়ারি থেকে কার্যকর হবে। যাদের পক্ষে অফিসে না এসে বাড়ি থেকে কাজ করা সম্ভব, তাঁরা বাড়িতেই কাজ করবেন। অভ্যন্তরীণ যেকোনো অনুষ্ঠানে লোকসমাগম দুই হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। 

গত শনিবার প্রথমবারের মতো ফ্রান্সে এক দিনে করোনায় লক্ষাধিক মানুষ শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতেই মূলত কঠোর বিধিনিষেধের এ ঘোষণা এল। 

ফ্রান্সের প্রধানমন্ত্রী জিন ক্যাসটেক্স বলেছেন, নতুন বছরের আগের দিন কারফিউ থাকবে না। করোনা প্রসঙ্গে তিনি বলেন, এই মহামারিকে মনে হচ্ছে এটি এমন এক সিনেমা, যার কোনো সমাপ্তি নেই। 

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভিয়ার ভেরান বলেন, প্রতি দুই দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে। 

করোনার নতুন বিধি অনুযায়ী নাইটক্লাব বন্ধ থাকবে। ক্যাফে ও বারে শুধু টেবিল সার্ভিস দেওয়া যাবে। শহরের কেন্দ্রগুলোতে মাস্ক বাধ্যতামূলক থাকবে। 

নতুন বিধিনিষেধ জারি করা হলেও লকডাউনের পথে হাঁটার আপাতত পরিকল্পনা নেই ফ্রান্সের। দেশের স্কুলগুলো আগামী ৩ জানুয়ারি থেকে খোলার কথা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত